সুস্বাদু টমেটোর ব্যবহার নেই কোথায়? সচারচার পাওয়া এই টমেটো সালাদ, সবজি, নাস্তা তৈরি বা রূপচর্চায় উপযোগী। এই টমেটো দিয়ে তৈরি করা সম্ভব অসাধারণ স্বাদের চাটনি। সাদা ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে খেতে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনির জুড়ি নেই। আসুন তবে শিখে নেয়া যাক, খুব কম সময়ে সুস্বাদু চাটনি তৈরির সহজ পদ্ধতি।

2016_04_03_15_07_36_3qM4Tstsb0aW3Cft53ppNRifBwwyFL_original

যা যা লাগবে

মাঝারী আকারের টমেটো ৬ থেকে ৭ টি, চিনি বা গুড় সামান্য, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধণে গুড়া আধা চা চামচ, জিরা গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া সামান্য, মরিচ গুড়া আধা চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন

টমেটো গুলো ধুয়ে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে রসুন কুচি দিন। হালকা বাদামী হলে পেঁয়াজ, কাঁচা মরিচ, গোটা জিরা দিয়ে ভাজতে থাকুন। জিরা ফুটলে চিনি বাদে টমেটো গুলো দিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যাতে প্যানের নিচে পুড়ে না যায়। তারপর মাঝারি আঁচে নাড়তে নাড়তে প্রায় শুকিয়ে আসবে। এমন সময় প্রয়োজনমতো চিনি দিয়ে স্বাদ করে আরও কিছুক্ষণ নাড়তে হবে। এবার তৈরি অসাধারণ স্বাদে সাধারণ টমেটোর চাটনি।

Leave a Reply