*আমাদের যাদের ত্বক কিছুটা তৈলাক্ত
তারা প্রায়ই ব্রণ নামক যন্ত্রণাদায়ক
সমস্যায় বেশি ভোগেন। এরকম যারা
ভোগছেন তারা রসুন থেঁতো করে ব্রণের
উপর লাগাতে পারেন। লাগানোর হলে ১৫
মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
রসুনের অ্যান্টিবায়োটিক উপাদান ব্রণের
হাত থেকে রেহাই দেবে।
* শুষ্ক ত্বকেও যে ব্রণের সমস্যা

একেবারে হয় না তা কিন্তু নয়।
সেক্ষেত্রে সূর্যমুখীর তেল, ডিমের সাদা
অংশ, ইস্ট মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে
রাখুন। অল্প গরম পানিতে ধুয়ে ফেলুন।
সূর্যমুখীর তেল ব্যবহার করতে না চাইলে
স্যান্ডাল-উড পাউডার ব্যবহার করুন।
ডিমের সাদা অংশ ২ চা চামচ, স্যান্ডাল-উড
পাউডার ১ চা চামচ ও কয়েক ফোঁটা
পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে
নিয়মিত মুখে লাগান।
১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে
ফেলুন।
please like my fb page.
trickrun.com

Leave a Reply