ত্বকের তেলতেলে ভাবের কারণে খুব সহজেই মুখে ময়লা
জমে। এতে ব্রণসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। আর ত্বকে
একটা কালচে ভাবও দেখা যায়। অনেক নামি-দামি
ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করেও এই সমস্যা থেকে রেহাই
পাওয়া যায় না। অথচ প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন
ত্বকের তেলতেলে ভাব। সে জন্য দরকারঃ
1. ক্লিনজিং
ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিনজিং খুবই
গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ অথবা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলা
দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর হালকা কুসুম গরম পানি
দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের তেলতেলে ভাব অনেকটা কেটে
যাবে।

2. লেবুর রস
লেবুর সাইট্রিক এসিড ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর
করে এবং ত্বক উজ্জ্বল করে। বাইরে থেকে বাসায় ফিরে
সামান্য লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা
ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
3. টমেটো
টমেটো ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী।
টমেটো চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর
পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে
আসবে এবং তেলতেলে ভাব দূর হবে। এভাবে নিয়মিত চর্চা
রাখলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে আর আপনাকে দেখাবে
প্রাণবন্ত।
4. ডিম
প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী।
ডিমের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট
অপেক্ষার পর ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব
কমে যাবে।
> কা-লে-র-ক-ন্ঠ
Searched by: teltele vab, oil mood, beauty, ত্বকের তেল
তেলে ভাব, ত্বকের ত্বেল ত্বেলে ভাব দূর করা

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

4 thoughts on "ত্বকের তেল তেলে ভাব দূর করার ৪ টি সহজ পদ্ধতি।"

  1. Kamrul Author Post Creator says:
    ওয়েলকাম
  2. Kamrul Author Post Creator says:
    welcome

Leave a Reply