Classy-Mens-Hairstyles

যাদের চুল প্রাকৃতিকভাবে সোজা
নয়, তারা বেশিরভাগ সময় স্ট্রেটনার
ও কেমিক্যালের প্রয়োগ করে। এতে
চুলের অনেক ক্ষতিসাধন হয়। আবার
অনেকে পার্লারের শরণাপন্ন হন।
কিন্তু সব জায়গায় কম বেশি
কেমিক্যালের প্রয়োগ রয়েছে, যা
আমাদের চুলের জন্য ক্ষতিকর।
বিভিন্ন ধরণের কেমিক্যাল
ব্যবহারের ফলে চুল শুষ্ক হয়ে যায়,
ভেঙ্গে যায় ও স্ক্যাল্পে খুশকিসহ
আরও বিভিন্ন ধরণের সমস্যা দেখা
যায়।
আপনি যদি এসকল সমস্যার সম্মুখীন

হতে না চান তাহলে ঘরোয়া
উপায়ে চুল সোজা করার চেষ্টা করুন।
নিম্নে একটি পদ্ধতি আলোচনা করা
হল-

প্রয়োজনীয় উপকরণ:

১. নারকেলের দুধ- ১ কাপ
২. অলিভের তেল- ২ টেবিল চামচ
৩. লেবুর রস- ১ টি
৪. ভুট্টার গুঁড়া- ৩ টেবিল চামচ

তৈরিকরণ পদ্ধতি:

নারিকেলের দুধের সাথে লেবুর রস
ও ভুট্টার গুঁড়া ভালভাবে মিশিয়ে
নিন। এরপর একটি প্যানে অলিভের
তেল গরম করে নিন। এবার সেই
প্যানে মিশ্রণটি মিশিয়ে নিন। যখন
সম্পূর্ণ মিশ্রণ একটি ক্রিমের ন্যায়
হয়ে যাবে তখন প্যান গ্যাস থেকে
নামিয়ে নিন। তারপর ঠাণ্ডা করে
একটি ডিব্বাতে রাখুন।

এবার আপনার সমস্ত চুলে এই মিশ্রণ
লাগিয়ে রাখুন। তারপর শাওয়ার
ক্যাপ পরে তার উপর গরম তোয়ালে
পেঁচিয়ে রাখুন। এভাবে ১ থেকে ২
ঘণ্টা রাখার পর শ্যাম্পু ও কন্ডিশনার
দিয়ে চুল ভালভাবে ধুয়ে নিন।

স্বল্পমূল্য নিজের নামে ওয়েবসাইট তৈরি করে প্রতিদিন ১০০-৫০০ টাকা ইনকাম করতে এখানে আসুন

11 thoughts on "যাদের চুল প্রাকৃতিকভাবে সোজা নয়, তারা এবার নিজের চুলকে সোজা করে ফেলুন আর হয়ে যান হ্যান্ডস্যাম !"

  1. Jakir Contributor says:
    অলিভের তেল ki ektu bolban
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      অলিভের তেল মানে জলপাই এর তেল ।
  2. Remon Contributor says:
    vai..er kono parsoptikria nei to..:-p
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      না । কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই ।
  3. Partha Contributor says:
    sob milai koto cost hbee!? :p
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আপনাকে শুধু জলপাই এর তেল ও ভুট্টার গুঁড়া ক্রয় করতে হবে । বাকিগুলো আপনার বাড়িতেই আছে ।
  4. Jakir Contributor says:
    জলপাই এর তেল ki dokane pao jye
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আপনি যেকোন কসমেটিকস এর দোকানে পেয়ে যাবেন ।
  5. Remon Contributor says:
    Ok..thanks
  6. sazzad hossain Contributor says:
    শাওয়ার ক্যাপ জিনিস টা কি?
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      এটি এক ধরনের ক্যাপ

Leave a Reply