সুন্দর হতে বা সুন্দর চেহারা ধরে
ব্রাখতে কে না চায়? তবে নানান
উপকরণ একসঙ্গে মিলিয়ে বা গুঁড়া
করে নানান প্যাক তৈরির ঝক্কিতে
হয়তো নিজের ত্বক বা চুলের যত্ন
নেওয়াই হয় না। ব্যস্ত জীবনে এই
হ্যাপা কজন সামলাতে পারেন, বলুন
তো? সময় নেই, তাই বলে থেমে
থাকবে রূপচর্চা? একদমই তা নয়।
রোজকার খাবারদাবার একটু বুঝেশুনে
খেলে খাবার থেকেই মিলবে চুল,
ত্বক ও নখের সৌন্দর্যের জন্য
প্রয়োজনীয় পুষ্টি উপাদান
ও থাকবেন সুন্দর।
চুল, নখ ও ত্বক সুস্থ রাখতে প্রয়োজন সুষম
খাদ্যাভ্যাস। প্রতিটি খাদ্য উপাদান
গ্রহণ করতে হবে পরিমাণমতো।
প্রতিদিনের খাদ্যতালিকায় শর্করা,
আমিষ, স্নেহজাতীয় পদার্থ,
ভিটামিন, খনিজ উপাদান ও পানি
রাখতে হবে সঠিক পরিমাণে।
কোনো খাদ্য উপাদান ত্বক বা চুলের
জন্য উপকারী বলে সেই উপাদানটি
অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা যেমন
ঠিক নয়, তেমনি কোনো একটি খাদ্য
উপাদান দৈনন্দিন চাহিদার চেয়ে

কম পরিমাণে গ্রহণ করাও উচিত নয়।
পানি যেমন ত্বকে আর্দ্রতা ধরে
রাখে, তেমনি প্রয়োজনের
অতিরিক্ত পানি পান করলে
কিডনিতে সমস্যা হওয়ার আশঙ্কাও
থাকে। তাই প্রয়োজনের তুলনায় কম বা
বেশি পানি পান করা কোনোটিই
ঠিক নয়; যতটা প্রয়োজন, ততটাই পান
করতে হবে। আপনার শরীরের পানির
চাহিদা মিটছে কি না, তা আপনি
নিজেই বুঝতে পারবেন। পানির
চাহিদা পূরণ না হলে প্রস্রাবের রং
হলুদ দেখায়, প্রস্রাবে
জ্বালাপোড়াও থাকতে পারে।
রূপচর্চায় বিষয়ক আরও পরামর্শ হলো………
* চুল মজবুত ও সুস্থ রাখতে আমিষজাতীয়
খাবার প্রয়োজন। আমিষের অভাবে
চুল পড়ে যেতে পারে। উজ্জ্বল ত্বক ও
সুন্দর নখের জন্যও চাই আমিষজাতীয়
খাবার। মাছ, মাংস, ডিম, বিভিন্ন
ধরনের বাদাম, দুধ ও দুধের তৈরি
খাবার থেকে আমিষ পাওয়া যায়।
* আয়রনের অভাবেও চুল পড়তে পারে।
কচুশাকসহ অন্যান্য সবুজ শাক, পেয়ারা,
আপেল, কলিজা প্রভৃতিতে আয়রন
রয়েছে।
* ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মাথা ও
দেহের ত্বক ভালো রাখতে সাহায্য
করে। মাছের তেল ওমেগা ৩ ফ্যাটি
অ্যাসিডের ভালো উৎস।
* সুস্থ চুল ও সুস্থ ত্বকের জন্য আরেকটি
প্রয়োজনীয় উপাদান ভিটামিন এ।
রঙিন শাকসবজি ও ফলমূলে রয়েছে
ভিটামিন এ।
* চুলের আগা ফেটে যাওয়া রোধ
করতে সাহায্য করবে বায়োটিন।
কাঠবাদাম, ডিমের কুসুম, কলিজা
প্রভৃতি থেকে মিলবে প্রয়োজনীয় এই
উপাদানটি।
* চুল পড়া রোধ করতে সাহায্য করবে
জিংক। ত্বকের কোষগুলোর জন্যও
জিংক প্রয়োজন। গম, যবসহ বিভিন্ন
শস্যকণায় মিলবে জিংক।
* ত্বকের জন্য আরও একটি প্রয়োজনীয়
উপাদান হলো ভিটামিন সি। লেবু,
আমড়া, পেয়ারাসহ বিভিন্ন টক ফলে
পাবেন প্রচুর পরিমাণ ভিটামিন সি।
* এ ছাড়া চুল ও ত্বকের সৌন্দর্যে
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান
করতে হবে।


ফেসবুক হ্যাক সংক্রান্ত টিপস পড়তে নিচের লিংক এ যান >> লিংক এ যেতে এখানে ক্লিক করুন <<

Leave a Reply