রূপের যত্ন গোলাপ জলের গুণের কথা
কে না জানে। ত্বক, চুল ভাল রাখতে
রোজ ওয়াটারের জুড়ি মেলা ভার।
ঠিক কী কী কাজ করে গোলাপ জল?
ত্বক বা চুলের জন্য কেন এত ভাল?
জেনে নিন ১০ট কারণ-

১। মুখে গোলাপ জল ছেটান- মুখে
রোজ ওয়াটার ছেটালে চেহারায়
ফ্রেশ ভাব আসবে। মেক আপ করার পর
রোজ ওয়াটার ছিটিয়ে নিলে মুখে
ভাল বসবে মেক আপ।

২। রুক্ষ চুল- রোজ ওয়াটার ও গ্লিসারিন
সম পরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণ

তুলোর সাহায্যে মাথার তালুতে
লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট
মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

৩। ফেশিয়াল ক্লিনজার- যে কোনও
ধরনের ত্বকের জন্যই রোজ ওয়াটার
ভাল ক্লিনজার। হালকা ফেস ওয়াশ
দিয়ে মুখ ধুয়ে নিন। এ বার এক টেবিল
চামচ রোজ ওয়াটারের সঙ্গে কয়েক
ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে
লাগিয়ে নিন।

৪। ক্লান্ত চোখ- চোখ যদি ক্লান্ত,
ফোলা ফোলা দেখতে লাগে তবে
বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো
ভিজিয়ে চোখের ওপর লাগিয়ে
রাখুন ১০ মিনিট। চোখের ফোলা
ভাব, লাল ভাব কমে যাবে।

৫। হেয়ার কন্ডিশনার- শ্যাম্পু করার পর

এক কাপ রোজ ওয়াটার দিয়ে চুল ধুয়ে
নিন। ন্যাচরাল কন্ডিশনার হিসেবে
খুব ভাল কাজ করে গোলাপ জল।।।।।।।।।।।।।


ভাইয়া এরকম আরো শতশত টিপস পেতে নিচের লিংক এ যান >> লিংক এখানে ক্লিক করুন <<

Leave a Reply