ত্বকের রঙ যেমনই হোক না কেন
ত্বক যদি পরিষ্কার থাকে
তাহলেই আসল সৌন্দর্য ফুটে উঠে।
রঙ ফর্সাকারী কেমিক্যাল যুক্ত
ক্রিম, ফেসওয়াশ, মাস্ক ব্যবহার
করে যদি শুধু ত্বকের রঙ ফর্সা
করতে গিয়ে ত্বকে ব্রণের দাগ
বা ছোপ ছোপ দাগ করে ফেলেন
তাহলে কি তা দেখতে ভালো
দেখাবে? মোটেই নয়। তাই রঙ
ফর্সাকারী নয় বরং ত্বকের দাগ দূর
করার দিকে নজর দিন। আজকে
জেনে নিন ব্রণের দাগ, রোদে
পোড়া দাগ বা অন্যান্য সমস্যায়
ত্বকে দাগ পড়ার যন্ত্রণা থেকে
মুক্ত থাকার ঘরোয়া গোপন ৩ টি
কৌশল।
ত্বকের দাগ দূর করার ঘরোয়া
গোপন ৩ টি কৌশল-
ত্বকের দাগ দূর করার
ঘরোয়া গোপন ৩ টি
কৌশল
১)টমেটো ও বেসনের মাস্ক
বেসন ত্বকের দাগ দূর করতে অনেক
আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই
ত্বকের নানা ধরণের দাগ দূর করতে

এর জুড়ি নেই।
– ২ টেবিল চামচ বেসনের
সাথে প্রয়োজন মতো
টমেটো রস মিশিয়ে পেস্ট
তৈরি করে নিন।
– এরপর এই পেস্টটি মুখ, ঘাড়
ও গলায় ভালো করে
লাগিয়ে নিন।
– ১৫ মিনিট পর পানি
দিয়ে ভালো করে ধুয়ে
ফেলুন।
– সপ্তাহে ২ বার ব্যবহার
করবেন এই মাস্কটি।
২) শসা ও লেবুর রসের মাস্ক
লেবুর রসের ব্লিচিং এজেন্ট
ত্বকের দাগ ফিকে হয়ে আসতে
সহায়তা করে এবং শসা প্রাকৃতিক
ময়েসচারাইজার হিসেবে
ত্বকের যত্ন নেয়।
– ৩ টেবিল চামচ শসা ও ৩
টেবিল চামচ লেবুর রস
মিশিয়ে মিশ্রন তৈরি করে
নিন।
– এই মিশ্রণটি মুখ, ঘাড় ও
গলায় লাগিয়ে রাখুন ১৫
মিনিট।
– এরপর সাধারণ পানি
দিয়ে ধুয়ে নিন। এই মাস্কটি
প্রতিদিনই ব্যবহার করতে
পারবেন।
৩) দুধ, মধু ও লেবুর রসের মাস্ক
প্রাচীনকাল থেকেই দুধ ও মধু
রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে।
পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন
উপাদান বলে এর কদর রয়েছে বেশ।
– ১ টেবিল চামচ দুধ, ১
টেবিল চামচ মধু ও ১ টেবিল
চামচ লেবুর রস মিশিয়ে নিন
ভালো করে।
– এরপর মুখ, ঘাড় ও গলায়
লাগিয়ে রাখুন মাত্র ১০
মিনিট।
– পানি দিয়ে ধুয়ে নিন
ভালো করে এবং তোয়ালে
আলতো চেপে মুখ শুকিয়ে
ফেলুন।
– সপ্তাহে ২-৩ দিন ব্যবহার
করলে ভালো ফল পাবেন।


plzzz visit my new site>> postmaza.com<<

4 thoughts on "ত্বকের দাগ দূর করার ঘরোয়া গোপন ৩ টি কৌশল"

  1. AH Fahim40 Contributor says:
    ট্রিকবিডিতে এত পোস্ট করলাম এখন পর্যন্ত একটি পোস্ট এপ্রুভ হলো না এবং আজ ও টিউনার হতে পারলাম না দূর ছাই ট্রিকবিডির এডমিনেরা মনে হয় আমাদের পাত্তা দেয়না না হলে আমার পোস্টগুলি এপ্রুভ করত।
    1. Jewel Mahmud Contributor Post Creator says:
      🙁
    2. msshohug Author says:
      🙂 🙁 😮

Leave a Reply