একটা সময় রহিম
সাহেবের আয় ছিলো প্রতি মাসে
১৫ হাজার টাকা। এরপর গেছে
অনেকটা সময়। এখন তার আয় মাসে
লাখ টাকা ছাড়িয়েছে। বদলে
গেছে অনেক কিছু। শুধু বদলায়নি
একটা ব্যাপার। মাসের শেষে
‘ক্রাইসিস’। এমন ক্রাইসিসে ভুগছেন
অনেকেই। তাইতো জেনে নেওয়া
যাক- খরচ বাঁচানোর ১০ কৌশল।
খরচ বাঁচানোর ১০ কৌশল

১ খুচরো জমান >
ছোটবেলায় মাটি অথবা
প্লাস্টিকের ব্যাংকে পয়সা
জমানোর কথা মনে আছে? এখন বড়
হয়েছেন তাতে কি? আবার শুরু করুন।
মানিব্যাগ অথবা পার্স থেকে
খুচরা পয়সা ব্যাংকে জমান। যা
প্রয়োজনে বড় ধরনের সাহায্যে
আসতে পারে।

২ সেকেন্ড হ্যান্ড >
প্রতি মাসেই এমন কিছু জিনিস
কেনার প্রয়োজন পড়ে, যা পরে আর
তেমন কাজে লাগে না। অনেক
জিনিস নতুন না হলেও চলে। বেশ
কিছু ওয়েবসাইট রয়েছে যারা বই,
ডিভিডির মতো জিনিস সেকেন্ড
হ্যান্ড বিক্রি করে। অর্ধেকেরও কম
দামে পেয়ে যাবেন আপনার
প্রয়োজনীয় জিনিস।

৩ জামা কাপড় >
যদি প্রতি মাসে জামা কাপড়
কেনার অভ্যাস থাকে তবে
শেয়ার করুন। নিজের জামা

বন্ধুদের পরতে দিন, তাদের পছন্দের
জামা নিজে চেয়ে নিন। এতে
খরচও কমবে, রোজ নতুন জামাও পরতে
পারবেন।

৪ গ্রসারি শপিং >
মাসে কত বার গ্রসারির দোকানে
যেতে হয় আপনাকে? সব সময় কি
প্রয়োজনীয় জিনিসই কেনেন?
অনেক সময়ই দেখা যায় শুধুমাত্র
কেনার অভ্যাসের বশে অনেক
অপ্রয়োজনীয় জিনিস কিনে
ফেলি আমরা। এ ভাবে খরচ অনেক
বেড়ে যায়। তাই কেনার সময়
খেয়াল রাখুন।

৫ মাসের বাজার >
মাঝে মাঝেই নিত্য প্রয়োজনীয়
জিনিস কিনতে দোকানে ছুটি
আমরা। এতে খরচের হিসেব থাকে
না। মাসের শুরুতে প্রয়োজনীয়
জিনিসের তালিকা বানিয়ে
নিন। একসঙ্গে গোটা মাসের
জিনিস কিনলে খরচ অনেক কম
পড়বে।

৬ সপ্তাহের খরচ >
যদি মনে হয় খরচ খুব বেড়ে যাচ্ছে
তাহলে প্রতি সপ্তাহের বাজেট
ঠিক করে নিন আগে থেকে। সেই
বাজেটের মধ্যেই খরচ রাখার
চেষ্টা করুন। হিসেব করে চললে
মাসের শেষে খালি পকেটের
সমস্যায় পড়বেন না।

৭ লেট ফি >
সময়ের মধ্যে বিল মেটানোর
চেষ্টা করুন। একটা সময়ের পর
একদিকে লেট ফি বাড়তে থাকে,
অন্যদিকে পকেটেও টান পড়তে
থাকে। তাই সময় মতো বিল মেটান।
এতে টাকা যেমন কিছুটা বাঁচবে,
তেমনই মাসের শেষে চাপও কমবে।

৮ বাড়ির খাবার >
খরচ কমাতে যতটা সম্ভব বাড়ির
খাবার খাওয়ার চেষ্টা করুন।
বাড়ি থেকে লাঞ্চ নিয়ে অফিস
যান। এতে শরীরও ভাল থাকবে।
ফলে খাওয়ার খরচও কমবে, আবার
শরীর খারাপ হয়ে চিকিত্সার
খরচও বাঁচবে।

৯ চা- কফি >
যদি অতিরিক্ত চা, কফি, ধূমপানের
নেশা থাকে তাহলে নিয়ন্ত্রণ
করার চেষ্টা করুন। এ ভাবে অনেক
বাজে খরচ এড়াতে পারবেন।
ভেবে দেখুন ঠিক কতটা আপনার
প্রয়োজন, আর কতটা স্রেফ
অভ্যাসের বশে খাচ্ছেন। বেশি
চা, কফি শরীরের পক্ষেও
ক্ষতিকারক।

১০ রিসাইকেল >
অনেক সুপারমার্কেট পুরনো
জিনিস রিসাইকেল করে। বাড়ির
পুরনো শিশি, বোতল, খবরের কাগজ
কেজি দরে বিক্র করুন। অনেক সময়
টাকার বদলে ফ্রিতে রেশনও
পেয়ে যেতে পারেন। এতে খরচও
কমবে, আবার বাড়ি পরিষ্কারও
হবে।

এরকম আরো টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

Leave a Reply