লাইফস্টাইল ডেস্ক : দীর্ঘ সময় বসে
বসে কাজ করা, দৈহিক পরিশ্রম কম
হওয়ার কারণে পেটে মেদ জমতে থাকে।
ফলে শরীরচর্চার সময় যারা বের করতে
পারছেন না, তারা প্রতিদিনকার কিছু
সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে
ফেলতে পারেন শরীরের অতিরিক্ত
মেদ।
মিষ্টি খাওয়া কমান: মিষ্টি শরীরের
ওপর বিপরীত প্রভাব তৈরি করে।
চিনির ফলে শরীরে অবাঞ্ছিত মেদ
জড়ো হয় শরীরে। বিশেষ করে কাঁচা
চিনি খাওয়াটা কমাতে হবে। যেমন
চায়ে চিনি কিংবা অনেকে মাখন
পাউরুটি চিনি দিয়ে খান, এর থেকে
বিরত থাকতে হবে।
কাজে সক্রিয় হন: অফিসের কাজ

আজকাল বসে বসে হয়, সেখানে
শরীরের সচল হওয়ার খুব একটা সুযোগ
নেই। তাই চেষ্টা করুন একটি আগের
বাসস্টপে নেমে হেঁটে বাকি রাস্তা
যান, সিঁড়ি দিয়ে উঠুন। এর ফলে শরীর
অনেকটা সক্রিয় হয়। মেদ জমার সুযোগই
পাবে না।
ফল ও সবজির রস: দৈনন্দিন খাবারের
তালিকায় এক গ্লাস ফলের রস ও ১
গ্লাস সবজির রস রাখুন।
অস্বাস্থ্যকর খাবার: জাঙ্কফুড,
তেলতেলে খাবার এড়িয়ে চলুন। কারণ
এই ধরণের খাবারেই শরীরে সবচেয়ে
বেশি ফ্যাট জমতে শুরু করে।
বেশি পরিমানে পানি খান: বেশি
পরিমানে পানি খেলে শরীরের হজম
পক্রিয়া সচল থাকে এবং তা শরীরের
ফ্যাটকে নষ্ট করতে সাহায্য করে।
প্রোটিন: খাদ্যতালিকায় প্রোটিনের
মাত্রা বেশি রাখুন। রেড মিট এড়িয়ে
চলুন, কিন্তু বেশি করে মুরগীর মাংস,
ডাল, মাছ এই ধরনের খাবার খান।
পর্যাপ্ত ঘুম: ঘুম ভালো হলে শরীরে
মেদ কম জমে এবং জমা মেদও ঝরতে
সাহায্য করে।
মানসিক চাপ: মানসিক চাপ যতটা
পারবেন কম নেওয়ার চেষ্টা করুন। কারণ
চাপের ফলে আপনার শরীরে নানারকম
সমস্যা তৈরি হতে পারে। ফলে শরীরের
পাচন ক্ষমতা কমে যায় এবং শরীরে
মেদ জমতে শুরু করে।

Leave a Reply