আপনার যা যা লাগবেঃ

১। এক টুকরো বরফ।
২। একটা বড় সাইজের মগ ।

কাজের ধাপ

এখন আসেন
কাজে নেমে যাই । প্রথমে মগের ভেতর
আধা মগ ( বা তার চেয়ে এক্তু কম )
পানি নিয়ে Deep refrigerator ( মানে
ফ্রিজে) রেখে বরফ বানান । ধরে
নিলাম বরফ হয়ে গেলো । এখন অই টুকরো
টাকে হাত দিয়ে ঘসতে থাকুন ।

দেখবেন পানি
পরতে থাকবে । যখন পানি পড়বে তখন
আপনি দেখেন আপনারবরফের টুকরোটা
স্বচ্ছ হয়েছে কিনা ? যতক্ষণ আপনার
বরফের টুকরোটা এমন স্বচ্ছ না হবে যে
আপনি এ পিঠথেকে অন্য পিঠ দেখতে
পাচ্ছেন । ততক্ষন ঘসতে থাকুন। ধরে
নিলাম এখন আপনি কাঙ্কখিত পর্যায়ে
চলে এসেছেন। এখন আপনি সূর্যের দিকে
মুখ করে ঐ বরফের টুকরো কে রাখুন। একটু
নাড়া চাড়া করুন। দেখবেন আলোক
রশ্মি কেন্দ্রীভূতহয়েছে। যখন আলোক
রশ্মি কেন্দ্রীভূত হবে তখন আপনি ঐ
অবস্থাতে রেখে নিছে একটা শুকনো
পাতা বা কাগজের টুকরো রাখেন ।
দেখবেন কিছুক্ষন পর আগুন ধরে
গেছে।
বি:দ্র:- কেও ট্রাই না করে বাজে মন্তব্য করবেন না

নতুন নতুন টিপস ট্রিকস পেতে TrickMax.com থেকে ঘুরে আসবেন

4 thoughts on "বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।"

  1. sm Sowrov Contributor says:
    no problem #bro discovery te dekhci. you have been warned a
  2. Blogger Ahad Contributor says:
    অনেক আগের Trick…প্রায় ২ বছর আগে Man vs Wild এ দেখেছি।
    🙂
  3. R-Nahin Contributor says:
    পুরাতন

Leave a Reply