মাইক্রো ব্লগিং সাইট টুইটার জানিয়েছে, কোন ব্যবহারকারী যদি সাইটিতে কোন ধরণের বাগ কিংবা ত্রুটি চিহ্নিত করে দেয়, তাহলে তাকে পুরস্কৃত

করা হবে। এই কাজের জন্য সর্বনিম্ন ১৪০ ডলার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

Hacker One নামক এই প্রোগ্রামটি মূলত চালু করা হয়েছিল ইন্টারনেট সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য। আর তাদের কাজের স্বীকৃতিস্বরূপ তাদের একটি নির্দিষ্ট অঙ্কের পুরষ্কার দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। যদিও সর্বনিম্ন ১৪০ ডলারের কথা বলা হয়েছে, টুইটার জানিয়েছে এক্ষেত্রে কোন সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়নি। কেননা এটি তাদের কাজের উপর নির্ধারিত হবে।

তবে এই পুরষ্কারের জন্য নির্বাচিত হওয়ার কিছু শর্তও রয়েছে।

Click To register
যেমন, কোন ত্রুটি উপস্থাপনের ক্ষেত্রে আপনাকেই প্রথম হতে হবে যদি আপনি পুরষ্কার

পেতে চান। এছাড়া, কিউবা, উত্তর কোরিয়া, সুদান, ইরান এবং সিরিয়ায় বসবাসরত কেউ এই পুরষ্কারের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কারন দেশগুলোতে হ্যাকারদের পুরস্কৃত করার উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে।

হ্যাকার ওয়ানের মতে, ইতোমধ্যেই ৪৪ হ্যাকারকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানানো হয়েছে এবং ৪৬ টি বাগ বা ত্রুটি চিহ্নিত করা হয়েছে। তাদের নগদ অর্থ প্রদান করা ছাড়াও হল অফ ফেমেও
তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভাইজান সময় পেলে এই সাইট টা থেকে ঘুরে আসবেন।,সব সময় নতুন নতুন টিপস পাবেন আর আপনি চাইলে আপনাকে ADMIN,মডেটর ,করব Please visit My Site: trickpriyo.tk

2 thoughts on "টুইটার এর ভুল খুঁজে বের করে দিতে পারলে থাকবে পুরষ্কার। পুরষ্কার হবে সর্বোচ্চ ১৪০ ডলার।"

  1. fardil Author says:
    gd post


  2. Hossain Contributor Post Creator says:
    thanks

Leave a Reply