মানুষের মাথা এখন হুটহাট করে বেশি গরম হয়ে যাচ্ছে। অকারণে মেজাজ হারিয়ে সহিংস হয়ে উঠছে। এর কারণ হতে পারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টি। নেদারল্যান্ডসের গবেষকেরা বলছেন, দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বেড়ে চলার প্রক্রিয়ায় মানুষ এখন বেশি সহিংস হয়ে উঠছে। উচ্চ তাপমাত্রা আর ঋতুগত বৈচিত্র্যের অভাব মানুষের মধ্যকার এই সহিংসতাকে আরও বাড়িয়ে তুলছে। এর ফলে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কম ভাবছে এবং সহজে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না।
গবেষকেরা তাঁদের এই তত্ত্বের নাম দিয়েছে ‘ক্লাশ মডেল’। ক্লাশের সিএল অর্থ ক্লাইমেট, এ-এগ্রেসন, এস-সেলফ কন্ট্রোল ও এইচ-হিউম্যান।
রিজ ইউনিভার্সিটি আমস্টারডামের গবেষকেরা উচ্চ তাপমাত্রার সহিংসতা বাড়ার বিষয়টি নিয়ে গবেষণা চালান।
5 thoughts on "মানুষের মাথা কেন গরম হচ্ছে?"