ওযানডে ফরম্যাটে ধারাবাহিকতার প্রতিচ্ছবি বাংলাদেশ
ক্রিকেট। ২০১৫ বিশ্বকাপ পর টাইগার থেকে ঘরের মাঠ
ধরাশায়ী হয়েছে ক্রিকেটের পরাশক্তি পাকিস্তান।
টাইগার কাছে বাংলা ওয়াশা হওয়ার পরও আবারও
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়
পাকিস্তান।এ বছর নভেম্বরে দুবাইতে দ্বি-পাক্ষিক সিরিজ
খেলতে আগ্রহী পিসিবি।
তবে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততার জন্য এখনই সবুজ সংকেত

দেয়নি বিসিবি। পাশাপাশি আগামী বছরের শুরুতে এশিয়া
কাপের সম্ভাব্য আয়োজকের তালিকায় বাংলাদেশের নাম
আছে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্সের
প্রধান নাঈমুর রহমান দুর্জয়।
তিনি বলেন, পাকিস্তান খেলতে চায়, কিন্তু আমাদের
ঘরোয়া
খেলা আছে। যেসময় সেই ভেন্যূগুলো খালি আছে, সে সময়
আমাদের বিপিএল ও জিম্বাবুয়ে সিরিজ আছে। তাছাড়া
আমাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আছে। সেক্ষেত্রে সময়টা
কঠিন।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com

ফেসবুকে আমি

Leave a Reply