মাত্র ৮ দিনে এইচআইভি-এইডসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারে এমন ওষুধ তৈরি করেছেন ইসরাইলের বিজ্ঞানীরা।

প্রতি বছর এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এই অবস্থার পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা পালন করবে নতুন ওষুধ, আশা বিজ্ঞানীদের।

বিজ্ঞানীদের দাবি, গবেষণা করে তারা এমন এক প্রোটিনকে চিহ্নিত করেছেন, যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারবে মাত্র ৮ দিনে।

নতুন ওষুধে ‘গামোরা’ নামে একটি উপাদান রয়েছে, যা আক্রান্ত শ্বেত-কণিকার সংস্পর্শে এসে সেটিকে ছড়ানোর হাত থেকে আটকে রাখে। ফলে মনে করা হচ্ছে, এই ওষুধটি আগামীতে শতভাগ ক্ষেত্রে এইডস নির্মূল করতে সাহায্য করবে।

এইচআইভি ভাইরাস রক্তের শ্বেত-কণিকাকে আক্রমণ করে, যেটি শরীরকে নানা ধরনের রোগ বা ফ্লুয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে।

এইচআইভি ভাইরাস শ্বেত-কণিকার মধ্যে ঢুকে একাধিক রেপ্লিকা তৈরি করে ছড়িয়ে যেতে থাকে।
দেখতে দেখতে সারা শরীরে তা ছড়িয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেয়।

7 thoughts on "মাত্র ৮ দিনে নির্মূল হবে এইডস!"

  1. Shohagh Subscriber says:
    টেকনলজি বিষয়ে পোষ্ট করুন।।
  2. Sajadul Islam Contributor says:
    ভাই আমি ফেসবুকে যে নাম্বার দিয়া একাউন্ট খুলেছি ঐ নাম্বার দিয়া আমার পরিচিত কেও সার্চ দিলে আমার প্রোফাইল চলে আসে।

    এটা খুবই বিব্রতকর।
    এই ফাংশন অফ করার কোন সিস্টেম জানা আছে কি ?

    1. Sumon80 Contributor says:
      go to
      “””Settings & Privacy> Privacy> Who can look you up using the phone number you provided?> Only me”””
    2. MEHEDI5544 Contributor says:
      Only me কোথায় পেলেন।
    3. Sumon80 Contributor says:
      sry bro only me nai
    4. MEHEDI5544 Contributor says:
      Settings & Privacy – Privacy – Who can look you up using the phone number you provided?
      Then Select Audience
      # Everyone
      # Friends Of Friends
      # Friends
  3. Bads Man Shakil Khan Author says:
    sajadul,2ta poddhoti ache….1>apni number hide korun/…..2>number er jaygay gmail din…..>>na parle google a search diye dekhe nin…..

Leave a Reply