কেমন আছেন সাবাই। আশা করি সবাই ভালই আছেন।
কেনই বা থাকবেননা Trickbd এর সাথে থাকলে সবাই ভালো থাকে।
আসল কাজে চলে যাই…. তো শুরু করা যাক।

১. মরচে ধরা ছুরি-চাকু রান্নাঘরের অশান্তির
কারণ হয়ে ওঠে। এগুলো ব্যবহার অস্বাস্থ্যকর
বিষয়। একটি পেঁয়াজ কেটে তা দিয়ে চাকুটি
ঘষে দেখুন। মরচে চলে যাবে।

২. মৌমাছির কামড়ের স্থানে একটি পেঁয়াজ
কেটে নিয়ে ঘষুন। অনেক আরাম পাবেন।

৩. অনেকেই জানেন না, পেঁয়াজের খোসা
দারুণ রং তৈরিতে কাজে লাগে। কয়েকটি
পেঁয়াজের কোসা একটি কাপড়ের মধ্যে নিন।
একে পানি ফোটান। একটু পর দেখবেন দারুণ
কমলার আভার রং চলে এসেছে।

৪. নতুন রং করলে তার একটা কটু গন্ধ থাকতে

পারে। রুম ফ্রেশনারের পেছনে অর্থ ব্যয় না
করে কয়েকটি পেঁয়াজ ফালি করে কেটে তা
নতুন রং করা জিনিসে ঘষতে থাকুন। এতে
বাজে গন্ধ পুরোপুরি দূর হবে।

৫. চুলার গ্রিলে মরচে পড়লে তাতে পেঁয়াজ
ফালি করে কেটে ঘষুন। এতে গ্রিলটি
পরিষ্কার হয়ে যাবে।

৬. এমনকি মুখের একনি দূরীকরণেও বেশ
কার্যকর পেঁয়াজ। সামান্য পানির সঙ্গে
পেঁয়াজ কেটে তা মিশিয়ে নিন। এটি একনির
স্থানে দিন।

৭. পোড়া স্থানে পেঁয়াজের রস দিলে
যন্ত্রণা কমে আসে। তা ছাড়া যেকোনো
ক্ষততে পেঁয়াজ দিলে জীবাণু সংক্রমণের ভয়
দূর হয়।

৮. যেকোনো ধরনের ধাতুর চাকচিক্য ফিরিয়ে
আনতে পেঁয়াজের দারুণ ব্যবহার রয়েছে।
পেঁয়াজ বেঁটে সমপরিমাণ পানি মিশিয়ে তা
ধাতব পাত্র বা অন্য কোনো জিনিসে ঘষুন।

এগুলো নিমিষেই চকচকে হয়ে যাবে।

৯. ভাতের পোড়া গন্ধ দূর করতে পারে
পেঁয়াজ। অথচ চুলোয় ভাব সামান্য পুড়লেই
গোটা বাড়িতে গন্ধ পাওয়া যায়। ভাতের
পাতিলের পাশে একটি পেঁয়াজের অর্ধেক
রেখি দিন। দেখবেন জাদুর মতো গন্ধ চলে
গেছে।
source : Bd Express

2 thoughts on "পিয়াজের কিছু অদ্ভুত কাজ…."

  1. Sujoy Mondal Author says:
    রানা,স্বাধীন বা নাসির ভাই যেই এই কমেন্ট টা দেখেন না কেনো সে আমার প্রফাইল থেকে একবার ঘুরে আসুন। আমি ৬ টা কপিমুক্ত উন্নত মানের পোষ্ট করেছি এবং অনেক দিন যাবত টিউনার হওয়ার চেষ্টা করছি কিন্তু কোন ফল হচ্ছে না। এভাবে চলতে থাকলে সবাই TrickBD.com এর উপর থেকে ভরসা হারিয়ে ফেলবে। তাই দয়াকরে আমার টিউনের মানের উপর ভিত্তি করে আমায় টিউনার বানান। প্লিজ ….প্লিজ …..প্লিজ …….
  2. Md Khalid Author says:
    khub e valo………………. topics

Leave a Reply