আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন পর একটি পোস্ট লিখতে শুরু করলাম । আজকে আমার পোস্ট টি হচ্ছে সাদা চাল বেশি উপকারী না ব্রাউন রাইস । তুল্যমুল্য ভাবে বিচার করলে সাদা ভাতের চেয়ে ব্রাউন রাউস অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ। ব্রাউন রাইসে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট, হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতার উন্নতিতে এবং ব্রেন পাওয়ার বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ব্রাউন রাস কি?
একাধিক প্রচীন নথি ঘেঁটে চিকিৎসকেরা জানতে পেরেছিলেন যে আধুনিক সভ্যতার জন্ম নেওয়ার আগে গ্রাম বাংলার মানুষেরা ঢেঁকি ছাঁটা চালই খেত, যাকে আধুনিক সমাজ ব্রাউন রাইস বলে চেনে। এই চালটি পালিশ করা হত না। ফলে পুষ্টিগুণ হারিয়ে যাওয়ারও কোনও সুযোগই ছিল না। তাই তো এমন চাল খাওয়ার কারণে সে সময়কার মানুষদের শরীরে কোনও রোগই বাসা বাঁধতে পারতো না।

নিয়মিত ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস করলে যা যা উপকার পাওয়া যাবেঃ

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
বেশ কিছু স্টাডিতে একথা প্রমাণিত হয়ে গেছে যে ব্রাউন রাইসে উপস্থিত ফাইবার, পলিফেনল এবং পাইটিক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। ফলে সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যাওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। কিন্তু সাদা ভাত খেলে একেবারে উল্টো ঘটনা ঘটে। সেই কারণেই তো ডায়াবেটিকদের সাদা ভাত খেতে মানা করেন চিকিৎসকেরা।
২. ওজন কমায়ঃ
অতিরিক্ত ওজনের কারণে চিন্তায় রয়েছেন? এদিকে ভাত ছাড়া বাঁচা বেশ কঠিন? তাহলে তো ব্রাউন রাইস খাওয়া ছাড়া আর কোনও উপায়ই নেই। এই বিশেষ ধরনের চাল দিয়ে তৈরি ভাত, শরীরে প্রবেশ করার পর আমাদের দেহের বিভিন্ন জয়গায় জমে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে দেয়। সেই সঙ্গে ভাল কোলেস্টেরল বা এইচডিএল এর মাত্রা বাড়ায়। ফলে একদিকে যেমন ওজন কমতে থাকে, তেমনি অন্যদিকে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৩. হজম ক্ষমতার উন্নতি ঘটায়
প্রতিদিন ব্রাউন রাইস খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের ঘাটতি দূর হয়। ফলে বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটার মধ্যদিয়ে একদিকে যেমন হজম ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি কনস্টিপেশনের মতো রোগও দূরে পালায়। তাই যাদের জীবন গ্যাস-অম্বলের চোটে জর্জরিত, তারা ব্রাউন রাইস খাওয়া শুরু করতে পারেন। দেখবেন উপকার মিলবে।
৪. ক্যান্সার রোগকে দূরে রাখে
গত কয়েক দশকে যেভাবে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও ক্যান্সার রোগের প্রকোপ বৃদ্ধি পয়েছে, তাতে ব্রাউন রাইস খাওয়ার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পয়েছে। কেন এমন কথা বলছি, তাই ভাবছেন তো? আসলে ব্রাউন রাইসের শরীরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা কোলন এবং ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণাতে এও দেখা গেছে যে লিউকেমিয়ার মতো ক্যান্সারের প্রতিরোধেও এই চালটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
সুত্রঃবোল্ডস্কাই

কোনো প্রয়োজন হলে ফেসবুকে মেসেজ দিন।

9 thoughts on "সাদা চাল নাকি ব্রাউন রাইস কোনটা বেশী উপকারি জেনে নিন।[By – Toukir Ahmed]"

  1. Jb Baky Author says:
    Rana uncle plz amake tunar banan
    1. Tufan Contributor Post Creator says:
      @Baky Bro Trainer Request Diye Rakhen @Admin Review Kore Dekhbe. Zodi Trainer Hoyer Zoggota Thake Thake Tahole Apnake Trainer Kore Dibe…. Poste Comment Kore Kono Lav Hobe Na…..
  2. Mahedi Hasan Contributor says:
    Vai fb re asen plz
    1. Tufan Contributor Post Creator says:
      Ok…. Apnar Fb Link Din….
  3. Jb Baky Author says:
    koi…ki…vabe
    ..dibo…tai…bolin
    1. Tufan Contributor Post Creator says:
      ফেসবুকে রিকুয়েস্ট দিছি Toukir Ahmed নামে।—–>
  4. Jb Baky Author says:
    BakyBillah.Official
  5. Jb Baky Author says:
    inbox…me..plz….na..hoi..apnar.. ta…dan

Leave a Reply