Hi friends

আপনি কি কখনো ভেবে দেখেছেন
এই পৃথিবীতে মাত্র দুই % মানুষ সফল কেন
আর 98% কেন নয়

এটা এজন্য যে 98 শতাংশ মানুষ কোন কিছু না ভেবেই নকল করতে থাকে ।

যেমন চৌধুরী বাবুর ছেলে ইঞ্জিনিয়ারিং করতে আমিও করবো।

দারোগা বাবুর ছেলে ডাক্তার হয়েছে আমিও ডাক্তার হব।

ওমুক ভাই নতুন বিজনেস্ শুরু করেছে আমিও করবো

এরকম অনেক উদাহরণ আপনি আপনার আশেপাশে পেয়ে যাবেন।

যারা নকল করার ছক করে পুরাপুরিভাবে ব্যর্থ হয়েছে।

আপনি শুনেছেন যে নকল করার জন্য বুদ্ধি লাগে।

তো চলুন বিষয়টা আরও সহজভাবে বুঝে নেয়া যাক একটি গল্পের মধ্য দিয়ে।

এক গ্রামে এক ব্যক্তি ছোট-একটা দোকান দিয়ে তার সংসার চালাতো।

একদিন 11 টা বাজে তার দোকান বন্ধ করে
বাড়ীতে ফিরেছিলো

রাস্তায় কয়েকজন চোরের সাথে তার দেখা হয়

তখন ঐ ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলো যে এত রাতে তারা কোথায় যাচ্ছে

1 চোর উত্তর দিল যে আমরা ব্যবসায়ী মাল কিনতে যাচ্ছি

এটা শুনে ওই ব্যবসায়ী বলল এত রাতে তোমরা কোথায় মাল কিনতে যাচ্ছি তা নগদে কিনবে না বাকিতে কিনবে

চোরটা বলল পয়সা দিমু না ফ্রিতে নিব।

এটা শুনে ওই ব্যবসায়ী আশ্চর্যজনিত আর ভাবতে লাগলেন এমনকি কাজ যেখানে পয়সা ছাড়া মাল পাওয়া যায়।

কিছুক্ষণ চিন্তা করার পর তিনিও বললেন আমিও এই কাজ শিখতে চাই।

চোরগুলো বললো ঠিকআছে চল

কিছুদূর যাওয়ার পর ব্যবসায়ী বলতে লাগলো এ সম্পর্কে আমি কিছুই জানিনা কিভাবে কি করতে বল

এক চোর বলল ঠিক আছে তুমি একটা কাজ কর আমি যে কথাগুলো বলছি তা তুমি একটা কাগজে লিখে নাও।

তার পর চোর  বলতে  শুরু করলো
কারো বাড়ির পিছন দিয়ে চুপিচুপি  গিয়ে
বাড়িতে ঢুকতে হবে  হাতের সামনে যা-কিছু ভাবে সবগুলা একজায়গায় রাখতে হবে
বাড়ি মালিককে কিছু জিজ্ঞেস করতে হবে না বা পয়সা ও দেওয়া যাবে না  চুপিচুপি সব জিনিস গুলো নিয়ে আস্তে করে বাইরে চলে আসতে হবে
এবং ওই ব্যক্তি কথাগুলো লিখে নিল এবং তা
পকেটে রেখে দিল

এবং সে কোন একদিন একটি গ্রামে গেল
এবং সে কাগজের লেখা অনুযায়ী কাজ করতে লাগলো  সে একটি ঘরে আস্তে করে ঢুকে গেল তখন বাড়ির মালিকরা সবাই ঘুমিয়ে ছিল সে সামনে যতগুলো জিনিস ফেলো সবগুলো এক জায়গায় করতে লাগলো হঠাৎ একটি থালা তার হাত থেকে পড়ে যায় বাড়িওয়ালারা সবাই এসে চোরটা কে মারধর শুরু করলো এবং সে বলতে লাগলো কাগজেতো এমন কোন লেখা ছিলনা

তো বন্ধুরা এই গল্পটি দিয়ে বুঝতে পারছেন চুরি করতে হলে বুদ্ধি লাগে।

এটাই মূল কারণ যার জন্য পৃথিবীতে মানুষ ২% সফল আর বাকি 98 % ব্যর্থ।
এই পৃথিবীতে প্রতিদিন মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে।
সব মানুষ শচীন তেন্ডুলকার হতে পারে না
সব মানুষ বিল গেটস হলে পারেনা

আর সব মানুষ ওয়ারেন বাফেট হতে পারন

কিন্তু 98 শতাংশ মানুষ এই কথাটি বুঝেই না বা বুঝার চেষ্টাও করে না

সব একে অপরের কফিতে করতে ব্যস্ত
এটা না করে যদি সব মানুষ সে নিজে ভিতর যে ট্যালেন্ট আছে সেটাই বাহির করে।

সে রিলেটেড কোন কাজ পারে  তাহলে তাড়াতাড়ি সফল হওয়া যাবে।
এবার আপনাকে ডিসাইট করতে হবে
আপনি কোন আমি কে যাবেন
ঐ ২ শতাংশ লোকদের তালিকায়
না সে ৯৮ শতাংশ লোক দের তালিকা।
আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd
এর সাথে থাকবেন

3 thoughts on "আপনি কি সফল হতে চান তাহলে এই পোস্টটা ভালো করে পড়ুন"

  1. . Contributor says:
    রাইট ১০০%…?
  2. mbsadik Contributor says:
    হুম সুন্দর পোষ্ট???
    1. Md Yousuf Ctg Author Post Creator says:
      Thanks Bro

Leave a Reply