আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
স্মার্টফোন নিয়ে আমাদের স্টাইলের অন্ত নেই। প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে সখের স্মার্টফোনটিকে আরও একটু আকর্ষণীয় করে তোলা যায়। আপনারা অনেকেই ফোনের পেছনের ফ্লাশ লাইটকে কল বা ম্যাসেজ নোটিফিকেশন হিসেবে ব্যবহার করেন। যার ফলে ফোনে কল বা ম্যাসেজ এলেই পেছনের ফ্লাশ লাইট জ্বলে ওঠে। আবার যাদের ফোনে লাইট সেন্সর আছে তারাও লাইট সেন্সরের মাধ্যমে নোটিফিকেশন অ্যালার্ট পেয়ে থাকেন। আমি আপনাদের আজকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যার সাহায্যে আপনি ফোনের সামনের ফ্লাশ লাইটের মাধ্যমে কল বা ম্যাসেজ রিমাইন্ডার নোটিফিকেশন পাবেন। অ্যাপটির সাহায্যে আপনার না দেখা ম্যাসেজ বা মিস কলের নোটিফিকেশন রিমাইন্ডার পাবেন ফোনের সামনের ফ্লাশ লাইট জ্বলে ওঠার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক।
যে অ্যাপটি নিয়ে বলছি এটা প্লে-স্টোরে নেই। এটা তৈরি করেছেন জনপ্রিয় XDA ফোরামের একজন অ্যাপ ডেভেলপার। অ্যাপটির নাম দিয়েছেন FNoti. অ্যাপটি ব্যবহারের জন্য আপনার ফোনে অবশ্যই সামনের ফ্লাশ থাকতে হবে। অ্যাপটির সাইজ বেশি না মাত্র ২৮৬ কিলোবাইট!
একনজরে সুবিধা-অসুবিধাঃ
> অ্যাপটি শুধুমাত্র না দেখা (unread) মিস কল এবং ম্যাসেজের রিমাইন্ডার নোটিফিকেশন দেয়।
> নোটিফিকেশন হিসেবে আপনার ফোনের সামনের ফ্লাশ লাইট দুইবার জ্বলে উঠবে এক মিনিট পর পর।
> অ্যাপটির দুইটা ভার্সন আছে। ভার্সন ১- এ স্ক্রিন অন থাকা অবস্থাতেও নোটিফিকেশন রিমাইন্ডার দেবে। ভার্সন ২-এ শুধু স্ক্রিন লক থাকা অবস্থায় নোটিফিকেশন রিমাইন্ডার দেবে।
> অ্যাপটা ব্যাটারি ড্রেইন করে না বললেই চলে। কারণ এটা ব্যাকগ্রাউন্ডে চলে না। সিস্টেম ক্যাশে চলে। আমি নিচে স্ক্রিনশট দিয়ে দেখাব আপনাদের।
অনেক কথা বললাম। এবার নিচ থেকে ডাউনলোড করে নিন। আমি আপনাদের দুইটা ভার্সনই শেয়ার করছি। যার যেটা ইচ্ছা ব্যবহার করবেন। আমি অবশ্য ভার্সন ১ ব্যবহার করি।
FNoti ভার্সন ১ সাইজ ২৮৬ kb
FNoti ভার্সন ২ সাইজ ২৮৬ kb
অ্যাপটি ব্যবহার করা খুব সহজ। অ্যাপটি ইনস্টল করুন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন
কাজ শেষ। এবার অন্য একটি ফোন থেকে আপনার ফোনে একটি মিস কল দিয়ে দেখুন অ্যাপটি কাজ করে কিনা।
ক্রেডিটঃ
XDA Forumআজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।
http://lisanwap24.ga
Plz visit my site
http://www.lisanwap24.ga