কথা না বাড়িয়ে, চলুন দেখে নেওয়া যাক মেডিটেশন জিনিসটা কি? নিচের তথ্যগুলো
Mahmud Hasan(Author) ভাইয়ের পোস্ট থেকে নেওয়া। উনি সুন্দর করে আর বেশ তথ্যমূলক পোস্ট লিখেছেন তাই আমি অযথা খাটুনি করলাম না।

মেডিটেশন কী?

মেডিটেশন হচ্ছে মনের ব্যায়াম। নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলন বাড়ায় মনোযোগ, সচেতনতা ও সৃজনশীলতা। মনের জট যায় খুলে। সৃষ্টি হয় আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। হতাশা ও নেতিবাচকতা দূর হয়। প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি ঘটে অন্তর্জাগৃতি।
প্রাচ্যের সাধনা আর আধুনিক বিজ্ঞানের নির্যাসে সঞ্জীবিত কোয়ান্টাম মেথড মেডিটেশন প্রক্রিয়া। সাধকদের সাধনা ও মনোবিজ্ঞানের প্রক্রিয়ার সমন্বয়ের ফলে সহজে মেডিটেটিভ লেভেলে পৌঁছে আত্মনিমগ্ন হওয়া যায়। গভীর আত্মনিমগ্নতা আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকেই। আর অন্তরের জাগরণ বদলে দেয় জীবনের বাকি সবকিছু।

আসুন এবার জেনে নেই যে ৪ টি কারণে আপনিও শুরু করতে পারেন মেডিটেশন।

মেডিটেশন হতাশা কমায়:

“Meditation is mind without agitation!” মেডিটেশন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হল হতাশা কমানো। আপনি যখনই মেডিটেশন করতে বসেন আপনার মন সবকিছু ছাড়িয়ে যায়। যার ফলে হতাশা, ক্লান্তি, মানসিক অবসাদ সবটা কমে যায়। তাই আপনি যখনই হতাশা বোধ করেন তখনই মেডিটেশন করতে বসতে পারেন। দেখবেন হতাশা আপনাকে দমিয়ে রাখতে বা আপনার জীবনে প্রভাব খাটাতে পারবে না।

মেডিটেশন মনোযোগ শক্তি বৃদ্ধি করে:
আপনার মনোযোগ শক্তি বাড়াতে মেডিটেশন মারাত্মক একটা উপায়। মেডিটেশন আমাদের বর্তমান এর উপর মনোযোগ স্থাপন করতে সাহায্য করে। একই সাথে সাহায্য করে আমাদের চারপাশে কি ঘটছে এসবের প্রতি প্রখর দৃষ্টি রাখতে। যার ফলে আপনাআপনি আমাদের মনোযোগ শক্তি বৃদ্ধি পাই। তাই আপনি যদি আজই মেডিটেশন শুরু করেন তাহলে হয়তো আপনি আর আপনার চারপাশের ঘটে যাওয়া কোন কিছুই মিস করে যাবেন না।

মেডিটেশন শারীরিক সুস্থতা বৃদ্ধি করে:
মেডিটেশন আমাদের শারীরিক সুস্থতা প্রায় শতভাগ বাড়িয়ে তোলে। ভালো করে লক্ষ্য……… এই পোস্ট এ বিস্তারিত পড়ুন।

## আশা করি উপরের পোস্ট থেকে আপনারা অনেক তথ্য জানলেন। অনেক তথ্য হয়ত মাথার উপর দিয়েও গেছে। চিন্তার কারণ নেই, প্রথম প্রথম আমারও এরকম হয়েছিল।

## মেডিটেশন নাম শুনে অনেকেরই মনের ভিতর ইচ্ছা জাগে, আমিও মেডিটেশন করব। কিন্তু কিভাবে করবেন? এ নিয়ে কেউ বলেনা কখনো। বলবে কিভাবে?! তারা নিজেরাই ঠিকমত মেডিটেশন করে না।

## আজ আমি মেডিটেশন এর সুফল পেয়েই এই পোস্টটি করতে যাচ্ছি। সুফল না পেলে আমি আপনাদের কাছে মোটেও শেয়ার করতাম না। এই পোস্টটি হয়ত আরও অনেক আগে শেয়ার করতাম যদি না অবহেলা করে দু একদিন মেডিটেশন করে ছেড়ে দিতাম। আমি চাই আপনারাও সময় নষ্ট না করে শুরু করে দিন। অবশ্যই সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

## সবার প্রথমে, আমি যেই এপ দিয়ে মেডিটেশন করি এটার সাথে পরিচয় করে দেই।

Guided Meditation & Relaxation Premium (Lifetime)

** স্ক্রিনশটে দেখুন, আমি ১৪ দিনের Session এ ১০তম দিনে আছি।

ডাউনলোডঃ

Download Meditation Lifetime Cracked Apk (42mb)

ইন্সটলেশনঃ

## প্রথমে উপরের লিংক থেকে Guided Meditation & Relaxation Premium (Lifetime) এর Android App ডাউনলোড করে নিবেন।

## আপনি চাইলে প্লেস্টোরের ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারেন তবে সেখানে শুধু প্রথম সেশন আনলকড্ পাবেন।

## এবার প্রতিটা Session এ ক্লিক করে Session গুলো ডাউনলোড করে নিন।

## আমি শুরুতে প্রথম সাতদিনের জন্য একবারে ডাউনলোড দিয়েছিলাম।

মেডিটেশন যেভাবে করবেনঃ

## মেডিটেশন কিন্তু যেখানে সেখানে যখন তখন করা যায়। কিন্তু তার জন্য চাই অনুশীলন। তাই প্রথমে আমাদের রেগুলার বেসিসে, নির্দিষ্ট সময়ে প্রতিদিন একবার করে মেডিটেশন করতে হবে। এইজন্যই এই মেডিটেশন এপ। এটি প্রতিদিন আপনাকে রিমাইন্ডার হিসেবে আপনাকে জানিয়ে দিবে।

## মেডিটেশন বসে কিংবা শুয়ে করা যাবে। তবে বসে করার চেষ্টা করবেন। কানে ইয়ারফোন দিবেন, ভলিউম একটু বাড়িয়ে দিবেন।

## প্রতিদিনের মেডিটেশনে মনোযোগ আনতে দীর্ঘ নিশ্বাস প্রথমেই থাকবে।

## বাড়ির বাইরে মেডিটেশন করা যাবে। কিন্তু বসার ভঙ্গি উপরের ছবির মতো আর মেরুদন্ড সোজা রাখলেই চলবে। জোরপূর্বক সোজা না করে শুধু আপনার কমফোর্ট লেভেলের কাছাকাছি অবস্থায় রাখবেন।

## প্রথম দুদিন মেরুদণ্ডে টান ধরবে, কারন আমরা কেউ বেশিরভাগ সময় মেরুদণ্ড সোজা করে থাকি না। বসে থাকলেও কুজো হয়ে বসে থাকি। এতে মস্তিষ্কে রক্ত চলাচল হয় না। আর সারাদিন অলস ভাব জাগে।

## যেহেতু মেডিটেশন যখন তখন করা যায়, তাই আজ রাতে কিংবা দুপুরে যখনই আপনি শুরু করেন না কেন প্রতিদিন ঐ সময়ের কাছাকাছি সময় আপনাকে মেডিটেশন করতে হবে এটা মাথায় রাখবেন।

## আমি ভোর বেলায় করতে Recommend করব । কারণ, ভোরের হাওয়া ফ্রেশ থাকে আর ডিস্টার্ব করার মত কেউ থাকে না।

## প্রতিটা সেশনের গাইডে আপনাকে যা করতে বলা হবে তাই করবেন। যখন জোরে জোরে নিশ্বাস নিতে বলা হবে তখন নিবেন। কাউন্ট করতে বললে কাউন্ট করবেন।

পার্সোনাল এক্সপেরিয়েন্সঃ

## আমি সর্বপ্রথম ফ্রি ভার্সনের ৭দিনের কোর্স করেছিলাম। তাও আবার অনেক দিন আগে। মাঝখানে ভুলে গিয়েছিলাম।

## মাঝখানে আমি আরও অনেক মেডিটেশন এপ ট্রাই করেছি। কিন্তু সবার থেকে এই এপটাই বেস্ট বলে এটাতেই আবার ব্যাক করতে হলো।

## এখন কথা হলো সবগুলো সেশন আনলক কিভাবে করব। Lucky Patcher দিয়ে করলে আনলক হয় কিন্তু দুএকদিন পর আবার লক হয়ে যায়। তাই খুজতে থাকলাম মোড এপ। অবশেষে Lifetime আনলকড্ এপ পেলাম। আর সবগুলো সেশন সেইদিনই ডাউনলোড দিয়ে দিলাম। আমি ভাবছিলাম ১জিবির মত লাগবে। বাট সবগুলো সেশন ৪০০ এমবিরও কম লাগলো। মনে মনে ভাবলাম কষ্ট করে ডাউনলোড যখন দিয়েছি এবার সবগুলো সেশনই শেষ করব। করবই!!!

## শুরুটা কিন্তু জেদ বশতই। কারণ, মেডিটেশনের অনেক উপকার যেগুলো ঐ পোস্টে আপনারা পড়েছেন সেগুলো আমার জানা ছিল না । আমি নিজেই জানলাম কিছুদিন আগে। আমি শুধু জানতাম মেডিটেশন করলে মন ভাল থাকে, এইটুকুই!

## আজ নিজের পরিবর্তন আমি নিজেই টের পাচ্ছি। আগে পড়ার টেবিলে বসলেই ঘুম পেত। আর বারবার বিছানায় শুইতে মন চাইত। আর এখন ৩/৪ ঘন্টা টেবিলে বসে পড়ি। পড়ার মনোযোগও বেড়ে গেছে।

## ঘুমানোর সময় Sleep মেডিটেশন (Single Session) করি, যদি ঘুম না ধরে। প্রথম দিন কাজে দেয়নি অর্থাৎ, ঘুম ধরেনি। কিন্তু এরপরের দিনগুলোতে মেডিটেশনের অর্ধেক সময়েই ঘুমিয়ে পড়তাম। এখন আর কোনো ঘুম বিষয়ক সমস্যা নেই।

পরিশেষেঃ

## মেডিটেশন সব বয়সের জন্যই প্রযোজ্য। আপনি যদি আমার মত ছাত্র হয়ে থাকেন, তবে আজই শুরু করে দিন। যারা রোজ অফিসে থাকেন আর প্রচুর কাজের চাপ তারাও মেডিটেশন শুরু করে দিন। একটু কষ্ট হলেও এর ফল কিন্তু অনেক উপাদেয়। আমি নিজে তার প্রমাণ।

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

31 thoughts on "[Must See] মেডিটেশন কী? মেডিটেশন কেন করবেন? আজই মেডিটেশন শুরু করে দেওয়ার জন্য Lifetime Premium মেডিটেশন Android App + নিজস্ব অভিজ্ঞতা"

  1. Avatar photo nathpcn Contributor says:
    চমৎকার
  2. Avatar photo Abrarul hoque Author says:
    অসাধারণ…
  3. Avatar photo Mostafizur Rahman Shanto Contributor says:
    Rox You Are Always Rock
  4. Omar Sharif Sharkar SK SHARIF Author says:
    ব্যাতিক্রম কিছু পেলাম
  5. মোটামুটি?????
  6. এটা করা আমার ততটা ভাল লাগেনি???
  7. ভাই আপনার অাসল নামটা কি????
  8. ভাইয়া,
    প্রতিটা বিষয়ে ৭,১৪ এবং ২১ মিনিট।এই তিনটা অডিও ফাইল কি আলাদা আলাদা নাকি একটাই শুধু টাইম কম বেশি।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      একটু মিল থাকলেও আলাদা আলাদা।
  9. Avatar photo Shahadat Hossain Pranto Contributor says:
    Thanks dekhi kore mon bhalo hoy kina
  10. Avatar photo ARIF Contributor says:
    ভাইয়া,ইয়ারফোন কানে দিয়ে সেখানে কি বাজাব?এ্যাপে যা করতে বলবে তা লেখা উঠবে?নাকি সাউন্ড?প্রতিদিন কতক্ষণ করতে হবে?এ্যাপটা কি সম্পূর্ণ ইংলিশ?
    1. Avatar photo YASIR-YCS Author says:
      সব উত্তর অ্যাপ এ আছে।
  11. Avatar photo Soyeb Khan Author says:
    এপটা ইংরাজি নাকি বাংলা
  12. Avatar photo Md Khalid Author says:

    আসসালামু আলাইকুম, মেডীটেশন নিয়ে ইসলামের নিষেধাজ্ঞা আছে। এটা মাথায় রেখে যা করার করবেন।

  13. Avatar photo Md Khalid Author says:

    আসসালামু আলাইকুম, মেডীটেশন নিয়ে শরিয়তে নিষেধাজ্ঞা আছে।

  14. Avatar photo Md Khalid Author says:
    মেডীটেশন নিয়ে শরিয়তে নিষেধাজ্ঞা আছে।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      কোন লজিকে? মেডিটেশন না যোগব্যায়াম? কোনটা?
    2. Avatar photo Md Khalid Author says:
      both bro…… I don’t refuse your posting, I just reaching a message to all.
    3. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      সেটা না । আমি বলছি Reference টা দেন। ঠিক হলে আমিও বন্ধ করে দিব। এমনি একটা কথায় বিশ্বাস করাও ঠিকনা
    4. Avatar photo Md Khalid Author says:
      অবশ্যই ভাই।। আল্লাহ আপনারজ্ঞান চেষ্টা সফল করু, ও জ্ঞান বাড়িয়ে দিন, আপনি অনেকের মত না, এটা ভালো।
    5. Avatar photo Md Khalid Author says:
      আমি লিংক দিচ্ছিনা এখানে , আর বিস্তারীত জেনে নিন প্রখ্যাত আলেম এর মুখেই, Youtube এ যাবেন, সার্স করবেন “মেডিটেশন শিরক” লিখে, প্রথম লিংক এই আছে।

      “মেডিটেশন শিরক কি করে বোঝাই- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর”

    6. Avatar photo Oliur Rahman Miraz Author says:
      ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য আমি শুনলাম। উনি যা বললেন সেগুলোর সারমর্মঃ
      ১. মেডিটেশন করা মানে বিরিয়ানি রেখে পান্তা ভাত খাওয়া। কারণ, আল্লাহ্‌র জিকির, দোয়া এগুলো ১৫ মিনিট করা ১৫ ঘন্টা মেডিটেশনের থেকেও ভালো।
      মানলাম তার কথা ঠিক
    7. Avatar photo Oliur Rahman Miraz Author says:
      মানছি যে তার কথা ঠিক।
      কিন্তু কেউ যদি নামাজ, জিকির করার পর মেডিটেশন করে এবং মেডিটেশনকে নামাজ, জিকিরের থেকে উত্তম না মনে করে তাহলে তো সমস্যা থাকার কথা নয়।
      ২. উনি কখনও বলেননি মেডিটেশন সরাসরি শিরক। উনি বললেন মেডিটেশন করে একসময় নাকি গুরু ধরতে হয়, ভগবান মানতে হয় ইত্যাদি। তখন এটা শিরক। হ্যা অবশ্যই শিরক হবে তখন।
      কিন্তু রিয়াদ ভাইয়ের লেখা মেডিটেশন এটা কিন্তু ওইরকম না। এখানে মেডিটেশন শুধু নিজের জন্য, আর নিজের মত করে নিজেকে জানা। এখানে তো কাউকে গুরু মানা হচ্ছেনা।
      ড.জাহাঙ্গীর এটাও বলেছেন মেডিটেশনের মাধ্যমে শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা এটাতে কোন সমস্যা নাই। তবে এসবের থেকে নামাজ, দোয়া, জিকির উত্তম তা তো আমরা মানছিই।
  15. Avatar photo Arshad Prottoy Contributor says:
    full English language এ?

    এন্ড উপরের এক ভাই বললেন যে এটা শিরিক?সত্যি? কি বুঝলেন?ভিডিও দেখে একটু বলবেন?

    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Hmm.. Full English! আর শিরক কিনা এটা আপনার বিশ্বাস আর মতবাদের উপর নির্ভরশীল। অন্তত আমার কাছে এটা মোটেও শিরক মনে হয়না।
    2. হ্যা ভাই এটা শিরক.
      কারন: যখন এটা করছেন তখন নামাজ বাদ গেলো .. নামাজ হলো ফরজ.. আপনি যদি নামাজ না পড়ে মেডিটেশন করেন ; তাহলে এটা প্রকাশ পায় আপনি আল্লাহর ফরজ কাজগুলোকে অস্বীকার করছেন.. আর আল্লাহর ফরজ কাজ গুলো অস্বীকার বা পালন না করা বা না মেনে চলা হলো শিরক.. +++ এতে আপনার ঈমান নষ্ট হবে
  16. Avatar photo Arshad Prottoy Contributor says:
    full English language এ?
  17. Sultan Ahmed Fahim Fahim Author says:
    ১,২,৩,
    লাইক বাটনে ক্লিক করে ১ম পর্যায় শেষ করলাম।
    এখন কমেন্টে বসে ২য় পর্ব শুরু করলাম।
    রিয়াদ ভাই।। Author হয়েছি।। রিপ্লাই এ Congraচুলেট টা বইলেন। যেহেতু ইংরেজি বানান টা কম পারি। so ইংরেজিতে লিখে দিয়েন।।

    আর পোষ্টটা সম্পুর্ন পড়েছি।। ভাল লেগেছে। এবং কাজ শুরু করেদিব ভাবছি।। এখন বাজে দশটা।। কালকে ভোরে কখন উঠা যায় এ নিয়ে পরে চিন্তা করবো। তবে আপনি কখন উঠে মেডিটেশন করেন বলে দিলে ভালা হৈতো। কারণ লেখাপড়ায় আমি খুব অমনোযোগী।। আর ঘুম তো সারাদিনৈ পায়।। রাতে ঘুম হয় না।। গতরাতে ৪ টায় ঘুমাইছি (সত্য বলছি)…
    আর দোয়া কইরেন ভাই। যাতে একটু লেখাপড়ায় মনোযোগী হই।। আর এটাও দোয়া করবেন যাতে ট্রিকবিডিতে ৩য় আথর হৈতাম পারি।। কারন যা পোষ্ট করি মন থেকে করি। আর হ্যা, আপনাকে সচরাচর ফেসবুকে পাইনা। সেটা পুরান কথা। যাই হোক। আশাকরি সম্পুর্ন্টা পড়েছেন কমেন্ট। তাই ৩য় পর্ব এর সমাপ্তি হবে আপনার কমেন্টটার রিপ্লাই পেয়ে।।

    যাইহোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই। আর 46 নাকি ৪৫ এট ডাউনলোড ও হয়েগেছে। ইনষ্টল দিতে চলেছি।।

Leave a Reply