সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আমি যখনই ফ্রী থাকি মুভি দেখি ও মুভি রিভিউ লেখার চেষ্টা করে থাকি। আমি ভাল থেকে ভাল নেই তাই আমার জন্য সকলে পারলে একটু দোয়া /আর্শীবাদ করবেন আসা করি। আর রিভিউ টা একটু বড় করে দিব সকলের সুবিধার জন্য।

Film: Name – Aruvi (2017)
Directed by:- Arun Prabu Purushothaman
Starring:- Aditi Balan,Anjali Varadhan,Lakshmi Gopalswami,Moha
Genres:- Socio-political Drama
Release date:- 15 December 2017
Running time:-130 minutes
Language:-Tamil+bsub
IMDB:- 9.5/10 ( এই রেটিং পরিবর্তন হতে পারে)

প্রথমেই মুভি সম্পকে অনেক অনেক কথা বলব

★ প্রথমেই একটা কথা বলি মুভি টা এত এত সুন্দর যে রিভিউ লিখতে শুরু করলে সেষ করতেই মন চাইতেছে না।

★ মুভির শুরতেই ভালোলাগা কাজ করে। আরুভির ছোটবেলার অংশটা। মা-বাবার ভালোবাসা। তাদের জীবন। আরুভিকে নিয়ে ঝর্ণা দেখতে যাওয়া।ভাইয়ের সাথে তার দুষ্টুমি বা তার পোষা কুকুরের সাথে বোতল ঘুরানো খেলা।

★ মুভিটি হিউজ ব্লকবাস্টার হয়। মুভিটি প্রচুর পজিটিভ রিভিউ পায়।

★২০১৭ সালে দারুন কিছু মুভি এসেছে তামিল ইন্ডাস্ট্রি বা কলিউড থেকে।এই মুভিটি মাস্টওয়াচ। যারা নাচ গান ছাড়া অভিনয়, গল্পের জন্যে মুভি দেখেন।তাদের জন্যে মুভিটি।

★ এই মুভির প্রধান চরিত্র আরুভির জন্যে প্রথমে পরিচালক নয়নতারা, সামান্থা রুথ প্রাভু, শ্রুতি হাসানকে বলেন কিন্তু তারা নানা কারনে মুভিটি করতে পারেননি।পরে পরিচালক ইন্টার্ভিউ এর মাধ্যমে আদিতি বালানকে সিলেক্ট করেন।

★এছাড়া আরুভির বান্ধবী হিসাবে কমনজেন্ডার হিসাবে ছিলেন Anjali Varadhan. আরুভির সাথে পাল্লা দিয়ে দারুন অভিনয় করেছেন তিনি।
এছাড়া টিভি উপস্থাপিকা হিসাবে Lakshmi Gopalswami দারুন ছিলেন। তার হঠাত করে আবেগী হয়ে যাওয়া। বা হঠাত করে রাগান্বিত হয়ে যাওয়া।দারুন কাজ ছিল উনার।

★মুভিতে বর্তমানে বিভিন্ন রিয়েলিটি শো এর অবস্থা
ভালোভাবে দেখিয়েছে।এই শো গুলো তাদের টি আর পি বাড়ানোর জন্যে কি কি যে করতে পারে তার একটা ভালো ধারণা দিয়েছে মুভিটি।

★ গল্পে বোর হবার সুযোগ নেই। দারুণভাবে এগিয়ে গেছে মুভিটি।যেখানে যেমন দরকার তেমন। মুভির শুরুতে একটা প্রশ্ন তার পরে আরেকটা প্রশ্ন রেখে
মুভিটিকে দর্শকের আগ্রহে রেখেছেন।

………. মুভি রিভিউ………….

আমাদের চারপাশে বেড়ে উঠা এমন একটা মেয়ের চরিত্র যেন আরুভি।হাসি-খুশি ভদ্র।বাবা মা ভাই সবাই তাকে পছন্দ করে। আদর করে।কিন্তু হঠাত করে তাদের এই আদর ভালোবাসা ঘৃণায় রুপ নেয়।আরুভির সাথে কেউ কথা বলেনা।তাকে বাড়ি থেকে
বের হয়ে যেতে বলা হয়। বাড়ি থেকে বের হয়ে সে আশ্রয় নেয় বান্ধবীর বাসায়। সেখানেও বেশি দিন থাকা হয়না।আরুভিকে পাড়ি দিতে হয় অনেক পথ।
আরুভির বাবা আরুভিকে কি ক্ষমা করেছিল?তার ঘৃণা করার কারন কি? আরুভির সাথে কমনজেন্ডার এমেলির বন্ধুত্ব কিভাবে হলো? এসবের সাথে আরুভি কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য এটার কি সম্পর্ক? কি ঘটেছিল আরুভির জীবনে?


…….. প্রতিক্রিয়া……..

মূলত গল্পে একজন নারী সমাজের নিয়মকানুন কে বুড়া আঙ্গুল দেখিয়ে নিজের মতো করে বাচতে চায়।তখন তার সামনে কি কি বিপদ আসতে পারে।কিভাবে লোকজন তার অসহায়ত্ব নিয়ে মজা করে।তার অসহায়ত্বকে তাদের নিজের কাজে, নিজেদের সুবিধা মতো ব্যবহার করে। যখন সে নারী নিজের অবস্থান সবাইকে বুঝাতে ব্যর্থ হয়। তার প্রতিক্রিয়া হিসাবে সে কি কি করতে পারে। বা তার কেমন হওয়া উচিত তাই মুভিতে দেখানো হয়েছে। মুভিটি আপনাকে শুরু থেকে আকর্ষিত করবে। মুভির শুরুতে দেখায় বাইরে অপেক্ষমাণ সাংবাদিক আরুভির সত্যিকার পরিচয় জানতে উদগ্রীব। সে আসলে কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য? এই প্রশ্নের উত্তর জানতে আমরাও উদগ্রীব। আসলে কি সে সন্ত্রাসী গ্রুপের সদস্য? হলে কোন গ্রুপ? কিন্তু পরিচালক আমাদের কোন উওর দেয়না। বরং আমাদের ঘুরিয়ে নিয়ে আসে আরুভি ছোটবেলা থেকে। মুভি কিছুদূর আগালে আমাদের সামনে আরেকটা প্রশ্ন আসে। আসলে কি আরুভি প্রেগন্যান্ট? কিন্তু পরিচালক দুটি প্রশ্নের উত্তরের জন্যে অপেক্ষা করান যথাযথ সময়ের। আর আমাদের সামনে এসে ধরা দেয় কিছু আনএক্সপেক্টেড তথ্য……….।

এত সুন্দর একটা মুভি যে মন চায় আর ও লিখতে।

এখন যলদি বাংলা সাব টা ডাওনলোড করে নিন।



Bangla Subtitle Downlod link Click Here

এখন আসুন মুভি টা জলদি ডাওনলোড করি

350 MB Link
Movi Downlod Link Click Here

700 MB Link
Movi Downlod link Click Here

বি.দ্র: সকলে আগে রিভিউ টা পরুন আর যারা পোস্ট না পরেই কমেন্ট করেন বা আমার Personal এ Sms দেন তাদেরকে বলছি আমাকে Personal Sms না করে শুধু মুভির জন্য পেইজে ইনবক্সে করুন। আর একটা কথা আপনাদের সম্ভব হইলে একটু গুগল করা শিখে নেন প্লিজ। আর না পারলে আমি ত আছি।

কিভাবে ডাওনলোড করবেন মুভি টা তা সকলেরই কম বেশি জানা আছে তাই আর সেই বিষয় নিয়া কথা বলতেছি না। তারপর ও কার ও ডাওনলোড করতে প্রবলেম হলে আমাকে সরাসরি Page এ Inbox করুন অথবা Comment করুন।

আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে পেইজে লাইক দিয়ে আমাকে এখানে জানান। আর আমার রিভিউ যদি ভাল লাগে তাহলে আমার পেইজ টি বন্ধু মহলে Invite করুন।
Click Here Page

আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook

মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।

হ্যাপি ওয়াচিং

29 thoughts on "হিউজ ব্লকবাস্টার তামিল মুভি Aruvi দেখুন এখন বাংলা সাবটাইটেল এ সাথে আমার দেয়া রিভিউ ত থাকছেই। না দেখলেই মিস করবেন। কথা দিচ্ছি একটু ও বোর হবার চান্স নাই।"

  1. RIAD KHAN Contributor says:
    ২০১৭ সালের মুভি হিন্দি ডাব দেওয়া উচিত।।
    1. bappi banik Author Post Creator says:
      দেখেছেন আপনি মুভি টা।
    2. bappi banik Author Post Creator says:
      10x.
    1. bappi banik Author Post Creator says:
      10x mr
  2. mr silent Contributor says:
    200mb+x265 lagbe
    1. bappi banik Author Post Creator says:
      sorry bro ato kom file hoy na…
    2. mr silent Contributor says:
      hoy bt apnr kache nei seta bolen.
  3. Sajeeb Contributor says:
    Not Bad Review
    1. bappi banik Author Post Creator says:
      10x.
  4. ochingayersumon Contributor says:
    মুভিও নামালাম সাবটাইটেল ও নামালাম কিন্তু এখন দুটো এক করবো কিভাবে??
  5. ochingayersumon Contributor says:
    মুভিও নামালাম সাবটাইটেল ও নামালাম কিন্তু এখন দুটো এক করবো কিভাবে??
  6. ochingayersumon Contributor says:
    মুভিও নামালাম সাবটাইটেল ও নামালাম কিন্তু এখন দুটো এক করবো কিভাবে??
  7. ochingayersumon Contributor says:
    মুভিও নামালাম সাবটাইটেল ও নামালাম কিন্তু এখন দুটো এক করবো কিভাবে??
    1. bappi banik Author Post Creator says:
      আপনি এর আগে কখন ও এরকম ভাবে দেখেন নি বুজি। আপনি প্লে স্টর থেকে Win Rar soft দিয়ে Zip ফাইল টা ভাংবেন এরপর Max player এ গিয়ে movi play করে Setting থেকে subtitle এ গিয়ে ভাংগা Zip ফাইলটি ধরিয়ে দিন।
  8. bappi banik Author Post Creator says:
    আপনি এর আগে কখন ও এরকম ভাবে দেখেন নি বুজি। আপনি প্লে স্টর থেকে Win Rar soft দিয়ে Zip ফাইল টা ভাংবেন এরপর Max player এ গিয়ে movi play করে Setting থেকে subtitle এ গিয়ে ভাংগা Zip ফাইলটি ধরিয়ে দিন।
  9. Rifat Khan Contributor says:
    যেকোনো ভাষার সাবটাইটেল কিভাবে বাংলাতে বানানো যায় এই নিয়ে কেউ একটা পোস্ট করেন।
  10. Trickbd Support Moderator says:
    সবকিছু ভালো হয়েছে।
    সাবটাইটেল সেটআপ নিয়ে যাদের সমস্যা,তাদের জন্য একটা পোষ্ট করে প্রতি পোষ্টের নিচে লিংক দিতে পারেন।
    1. bappi banik Author Post Creator says:
      hmm…. r8… 10x trickbd..
  11. Shakib Al hasan Contributor says:
    Nela ticket movie bangla subtitle chai
    1. bappi banik Author Post Creator says:
      wait korun… next post ota dear cesta korbo..
    2. bappi banik Author Post Creator says:
      wait korun… next post ota dear cesta korbo..
  12. bappi banik Author Post Creator says:
    wait korun… next post ota dear cesta korbo..
  13. Shakib Al hasan Contributor says:
    Tnx taratari koren ektu
    1. bappi banik Author Post Creator says:
      ya

Leave a Reply