সকলকে জানাই লাক্সমী পুজার শুভেচ্ছা।
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আমি অনেক অনেক ব্যাস্ত থাকার কারনে আপনাদের মাঝে মুভি রিভিউ নিয়ে আসতে পারি নাই। সকলের দুর্গা পূজা কেমন কাটল আসা করি ভালই কেটেছে।।
Movie Name : MLA Ka Power
Year: 2018
Quality: HDTV
Language: Hindi
Country: India
All Genres: Action , Drama
IMDb: 5.3/10
………. মুভি নিয়ে কিছু কথা……….
★রীতিমত ভালো মানের, ভালো গল্পের, ভালো কোয়ালিটি, চোখ ধাধানো, টুইস্ট সম্পূর্ণ একটি মুভি এম এল এ।
★মুভিতে খুব সুন্দর অভিনয় করেছেন নান্দুকুমার কল্যান রাম। সাথে কাজল আগাওয়ালও তিনি তার জায়গা থেকে সুন্দর অভিনয় করেছেন।
★মুভির নামের সাথে পুরোপুরি পারফেক্ট একটি মুভি এটি। মুভিটি দেখার পর মনে হলো নাহ এরা বার বার দেখার মত একটা মুভি বানাতে সক্ষম।
★দেখার মত ছিলো ভিনেলা কিশোর, প্রশানি কিশ্না মুরালি, প্রদভি রাজ এর কমেডি গুলো। আবার ব্রম্মানন্দন উনিও উনার জায়গা থেকে সুন্দর অভিনয় করেছেন।
★আসলে এদের হিন্দি ডাব এ কষ্ঠ করা সার্থক। একবার নয় বার বার দেখলেই মনে হবে নাহ আর একবার দেখি। মুভিটি দেখে খুব ইনজয় করেছি একদমই বোর ফিল করিনাই। মুভির ফাইটিং সিন কম মাত্র ৩ জায়গায়, তারপরও ফাইটিং সিন গুলো দিল ছুয়ে গেছে।
★একজন কমেডিয়ান হয়েও একজন উকিল চরিত্রটি কমেডির মাধ্যমেই সুন্দর ভাবে ফুটে তুলেছেন। তবে ওনার সিকুয়েন্স কম হওয়ায় কিছুটা হতাশ হয়েছি, ওনার আরো কিছু সিকুয়েন্স রাখা উচিত ছিলো। আসলে মুভিটিতে কমেডি একটু কমই ছিলো তাই হয়ত ওনার উপস্থিতি কম ছিলো।
………মুভি রিভিউ………
চরিত্রঃ-নান্দুকুমার কল্যান রাম (কল্যান) কাজল আগারওয়াল (ইন্দু), ভিনেলা কিশোর (কল্যান এর এর বোনের স্বামি) ব্রম্মানন্দন (পাত্তাভি) রভি কিশান (গাদ্দাপা), প্রদভি রাজ (কল্যান এর পি এ) প্রশানি কিশ্না মুরালি (CEO) জয়প্রকাশ রেড্ডি (ইন্দ্রুর বাবা)
একজন ছেলের তার ভালোবাসাকে বিয়ে করার জন্য সাধারন একজন ছেলে থেকে এম এল এ হয়ে ওঠার গল্পটায় সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে। ভাবছেন এম এল এ হয়ে ওঠা গল্পটাতো সাধারন একটা গল্প! আরে নাহ আগে দেখেন তারপর বলেন। সাধারন গল্পকেই এরা কি অসাধারন বানিয়ে ফেলেছেন, মুভিটি দেখলেই বুঝতে পারবেন। একদম বোর ফিল করবেননা। এম এল এ হয়ে ওঠার গল্প শুধু হাফ টাইমের জন্য। কিন্তু আগের হাফ এ দেখতে পারবেন অন্য এক এম এল এ কে। হাফ টাইম এর আগে নায়ক শুধু এম এল এ মানে (মহান লাক্সমারওয়ালা আদমি) ভাবছেন সেটা আবার কি? হুম জানতে হলে দেখতে হবে এম এল এ কা পাওয়ার।
বিঃ দ্রঃ
একবার নয় বার বার চাই দেখিতে ঐ মুখ। উক্ত বাক্যটি সাথে একমত হয়ে বলতে চাই এমন ভালো মানের ভালো মানসম্পুর্ন মুভি তৈরি করুক। আমরা একবার নয় বার বার দেখবো আপনাদের সেই মুভি।
এখন আসুন যলদি যলদি মুভিটি ডাওনলোড করি।
মুভিটি আপনারা Youtube এ পেয়ে যাবেন যারা Downlod করে দেখতে চান তারা ডাওনলোড করুন।
400 MB Link
Movie Downlod Link Click Here
আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে আমার পেইজে ১ টা লাইক দিবেন এরপর মুভি রিকুয়েস্ট করবেন আসা করি পেয়ে যাবেন।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching
thanks to you
সুপারহিট মুভি।
শেষ MLA ই হয়।
কিছু ফানি সিনও আছে।
✌✌✌✌
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)
জাই হক অনেক চেষ্টা করার পরোও
অথর হতে পারি নি।
আমি যেহেতু পোষ্ট দিতে পারব না
তাই আমা হয়ে
আপনি এই https://youtu.be/F6fMNJbiB9A
মভি টার একটা পোষ্ট দিন
Yevadu 3
জাই হক অনেক চেষ্টা করার পরোও
অথর হতে পারি নি।
আমি যেহেতু পোষ্ট দিতে পারব না
তাই আমার হয়ে
আপনি এই https://youtu.be/F6fMNJbiB9A
মভি টার একটা পোষ্ট দিন
Yevadu 3
Kishan nanda familyr chele ?