পরিক্ষা সামনে কিছু ভালো লাগেনা, আর মাত্র তিন চার মাস বাকী আছে।
কিন্তু পরিক্ষার চিন্তায় ভালো লাগে না, সারাবছর তো পড়ালেখা করি নাই, মেয়েদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে বছরের শেষ প্রান্তে চলে এসেছে।
বাবার কতো টাকা শেষ করলাম প্রাইভেট পড়ে কতো খাতা কলম নষ্ট করলাম তার শেষ নেই, সেই সাথে সাথে সময় ও নষ্ট অনেক করলাম, এবং মাথাটাও নষ্ট করলাম ; পরিক্ষায় কি লিখবো বুঝতেছিনা।

আচ্ছা এই রকমের পরিস্থিতিতে পরেন নাই এমন কেউ আছেন?
হয়তো যাদের পরিাক্ষর প্রস্তুতি ভালো, এবং ভালো স্টুডেন্টস সেই বলতে পারে আমি আছি।
কিন্তু দেখা যায় অধিকাংশ ছেলেমেয়ারাই এরকম পরিস্থিতিতে পরে।

আপনি সারাবছর পড়েন নাই, এটা নিয়ে দুশ্চিন্তা করে কি লাভ বলেনতো?
কোনো লাভ নেই, লাভ ছিলো যখন সময় গুলো নষ্ট করতেছিলেন তখন যদি ভবিষ্যতের ভাবনা টা ভাবতেন।
অতীতে যা…ই করছেন না কেনো সেটা বর্তমানে ভাববেন না, একদম ভুলে যাবেন, এবং বর্তমান সময় টাকে মুল্য দিন তাহলেই ভালো ফলাফল করতে পারবেন।

যদি বলেন মাত্র ৩-৪ মাস পরে কোনোদিন ও ভালো রেজাল্ট করা সম্ভব নয়, তাহলে আমি বলবো আপনি বোকার চেয়ে ও বোকা।

আপনি যদি এই তিন চারমাস ১৪ ঘন্টা লেখা পড়া করেন তাহলে আপনাকে ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না, আপনি শ্রেফ চ্যাটিং করার সময় যেরকম মোবাইলের স্কিনের সামনে ঘন্টার পর ঘন্টা যেরকম মনোযোগ সহকারে বসে চ্যাটিং করেন, সেভাবে পড়ার টেবিলে বইয়ের সাথে চ্যাটিং করুন ;তাহলেই হলো।

যারা বলতেছেন, আমি যা পড়ছি সারা বছর তা দিয়ে পাশ করতে পারবোনা ……………
আমি বলি কি, আপনি এরকম চিন্তা বাদ দিয়ে আপনি যাস্ট মোবাইল, বন্ধু বান্ধব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দিন, তাহলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো রেজাল্ট না করেন অত্যন্ত পাশ তো করতে পারবেন!

এখন হয়তো বুঝতছেন না যে, একটা পয়েন্টের কতো মূল্য ভালো একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা পয়েন্টের কতোটা মূল্য।

বন্ধু বান্ধব, মেয়ে, মোবাইল এগুলো সব স্কিপ করে আজই দুটো রুটিন বানিয়ে ফেলেন, ১৪ঘন্টা লেখাপড়া করার জন্য, হয়তো এগুলো ছাড়তে একটু কষ্ট হবে, এবং এই ১৪ঘন্টার পরিবেশে এসে ও টিকে থাকাটা কষ্টকর হবে আপনার জন্য ;
তবে জেনে রাখুন জীবনে কিছু পেতে হলে কষ্ট ছাড়া সম্ভব নয়।

মাঠে কৃষক রোদ বৃষ্টির মধ্য হাল চাষ করে, তারপরেই সে সোনার ফসল লাভ করে।

পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করতে আপনাকে ও এরকম পরিশ্রম করতে হবে তাহলে দিনশেষে আপনিও কৃষকের মতো খুশীতে নাচতে পারবেন।

#মোঃ_হৃদয়

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

31 thoughts on "যারা এসএসসি ও এইসএসসি এক্সাম দিবেন তারা পোস্টটি দেখুন"

  1. Rakib hasan1 Contributor says:
    ভাইয়া খুবই সুন্দর পোষ্ট। এরকম আরো পোষ্ট চাই। সময়োপযোগী পোষ্ট।
    1. স্বপ্ন Author Post Creator says:
      জ্বী, ইনশাআল্লাহ।
  2. Utshaw10 Contributor says:
    Valo laglo akn kaje lagata parlai hoi?
    1. স্বপ্ন Author Post Creator says:
      শুভকামনা রইলো, লেগে পড়ুন।
  3. Utshaw10 Contributor says:
    Valo laglo akn kaje lagata parlai hoi?
    1. স্বপ্ন Author Post Creator says:
      Welcome
  4. Nazmul_Hasan Contributor says:
    ভালো পোস্ট।
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks
  5. Nirob Bappi Contributor says:
    Good post bro….
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  6. Nirob Bappi Contributor says:
    Good post bro….
  7. A M Mizanur Rahman Contributor says:
    ভালো লাগলো।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  8. emanur Contributor says:
    অনেক ভালো লাগলো
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  9. Ultimate Arzu Contributor says:
    porar table a boshi thik e, bt mon boshte chaina. porar proti concentrate krte pari na. ki krbo tahle ?!
  10. Ultimate Arzu Contributor says:
    onk niet kori j akhn thekei valo kore pora start krbo, bt monojog ta thik moto ashe na. tahole amr ki kora ucit ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      কি করতে ভালো লাগে, বা কি করতে মন চায় বলবেন কি?
  11. Digonto Contributor says:
    Obossoy parbo
    1. স্বপ্ন Author Post Creator says:
      শুভকামনা রইলো
  12. Nazmul Huda Contributor says:
    আমিতো মাত্র Class 7 এ পড়ি। SSC দিতে অনেক টাইম আছে।
    1. স্বপ্ন Author Post Creator says:
      হুমম, এখন থেকেই একটা রুটিনের মাধ্যমে সময়টা পার করুন, তাহলেই হলো।
  13. Sourav8402 Contributor says:
    #ভাই, একটা জিনিস বুঝি না। আমি যখনই পড়তে বসি, তখন মোবাইল আমাকে টানে। আমার মোবাইলে কিছু কাজ নাই, তারপরো মোবাইল না ছুলে কেমন যেন লাগে। আর পড়াশোনার বারোটা বেজে যায়। কি করবো ভাই। ??
    1. স্বপ্ন Author Post Creator says:
      এটা এক্কেবারে খারাপ নয় ভাই, আপনি তো নিজেকে দিয়েই নিজে টোপ দিতে পারেন।
      তাহলে পড়াশোনাটা আরো ভালো হয়।
    1. স্বপ্ন Author Post Creator says:
      Welcome vai
  14. Sourav8402 Contributor says:
    নিজেকে দিয়েই নিজে টোপ জিনিসটা বুঝলাম না
  15. sk123 Contributor says:
    Vlo laglo,,motivational post…
  16. Farhan Israk Contributor says:
    সত্যিই,৩ মাস ভালো রেজাল্টের জন্য অনেক কিছু!…..
  17. Farhan Israk Contributor says:
    সত্যিই,৩ মাস ভালো রেজাল্টের জন্য অনেক কিছু!

Leave a Reply