এখন আমাদের দেশে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় এর একদম গতিপথের মাঝে রয়েছে। যা গত কিছুদিন বঙ্গোপসাগর এর উপড় অবস্থান করছিল।এখন তা ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলাদেশ হয়ে ভারতের কিছু অংশ দিয়ে অতিক্রম করবে।যা আসলে আমাদের সকলের জন্য আতংকিত হবার বিষয়।
এই ঘূর্ণিঝড় এর লাইভ আপডেট এর কোড আপনার ব্লগার সাইটে
ডেমোঃ ঘূর্ণিঝড় বুলবুল
তাহলে দেখে নিলেন কেমন হবে আউটপুট।
নিচের কোডটি আপনার ব্লগার সাইটের New Post এ নতুন পোস্ট লিখবেন।
এবং নিচের কোডটি পেস্ট করে Publish করে দিবেন।
তাহলেই রেডি হয়ে যাবে।
কোড
Live weather
[h2]কোডটি ডাউনলোড করতে ক্লিক করুন[/h2]
কিছু কথাঃযেহুতু সুপার সাইক্লোন তাই এর ক্ষমতা যথেষ্ট বেশি হবে।তাই নিজে এবং আশে পাশের সবাই কে নিরাপদে থাকার উপদেশ দিবেন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে রাখবেন।
আর আশা করি সাইটে সাইক্লোন এর আপডেট বসিয়ে আপনার সাইটের ভিজিটরদের সামান্য হলেও উপকার হবে।
আমি কোডটা কোড আকারে দেওয়ার পর তা সাইটে সো হচ্ছিল না।কিন্তু পোস্ট করার ৯ মিনিটের মাথায় তা আমি হোস্টিং সাইটে আপলোড করে তার লিংক পোস্ট এ থাকা নীল রঙের লেখায় এটাচ করে দিয়েছিলাম।নীল লেখায় ক্লিক করলে নিজে নিজেই কোড ডাউনলোড হয়ে যাবে।আর কোনো টেক্সট এডিটর এ ফাইল ওপেন করলেই কোড পেয়ে যাবেন।
আমি কোডটা কোড আকারে দেওয়ার পর তা সাইটে সো হচ্ছিল না।কিন্তু পোস্ট করার ৯ মিনিটের মাথায় তা আমি হোস্টিং সাইটে আপলোড করে তার লিংক পোস্ট এ থাকা নীল রঙের লেখায় এটাচ করে দিয়েছিলাম।নীল লেখায় ক্লিক করলে নিজে নিজেই কোড ডাউনলোড হয়ে যাবে।আর কোনো টেক্সট এডিটর এ ফাইল ওপেন করলেই কোড পেয়ে যাবেন।
আমি কোডটা কোড আকারে দেওয়ার পর তা সাইটে সো হচ্ছিল না।কিন্তু পোস্ট করার ৯ মিনিটের মাথায় তা আমি হোস্টিং সাইটে আপলোড করে তার লিংক পোস্ট এ থাকা নীল রঙের লেখায় এটাচ করে দিয়েছিলাম।নীল লেখায় ক্লিক করলে নিজে নিজেই কোড ডাউনলোড হয়ে যাবে।আর কোনো টেক্সট এডিটর এ ফাইল ওপেন করলেই কোড পেয়ে যাবেন।
<iframe src="https://www.ventusky.com/?p=22.7;89.8;4&l=temperature-2m" height="100%" width="100%">
Live weather
</iframe>