নারীকে আকর্ষণের ১০ উপায় সব পুরুষই
চায় মেয়েরা তার প্রতি আকর্ষিত
হোক। তবে সবাই আকর্ষণ করতে
পারেনা।এই দশটি বিষয়ের প্রতি
মনোযোগী হলে সহজেই নারীরাকারও
প্রতি আকর্ষণ অনুভবকরবে। এক. চোখের
দিকে তাকিয়ে কথাবলুন। আলাপের
সময় তার দেহের দিকে তাকাবেন না।
এতে আপনার প্রতি তার বিরূপ ধারণা
তৈরি হবে। দুই. পরিপাটি থাকুন।
নারীরা সব সময় তার সঙ্গীর পরিপাটি
ওসুগন্ধময় পরিধেয় ভালবাসেন। তিন.
তাকে সহায়তা করুন। মেয়েরা সব সময়
সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমন কোট
পরিধানে হাত
বাড়িয়ে দিন। নারীর সেবায় উদার
সামাজিক হোন।তাদের নিজেরমতো
আপন করে নিন। মেয়েরা সামাজিক ও
মিশুকদের প্রতিআকৃষ্ট হয়। পাঁচ.একসঙ্গে
থাকাবস্থায়ফোন পরিহার করার
চেষ্টা করুন। ফোনে কথা বলার সময়
বোঝাতেচেষ্টা করুন আপনি তার
প্রতি মনোযোগী। তার প্রতি আপনার
পূর্ণ আকর্ষণরয়েছে। ছয়.তাকে বিভিন্ন
প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে।
মেয়েরা সব সময় তারব্যাপারে
আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল
লাগা,প্রিয় জিনিস ইত্যাদি। সাত.
কোথাও প্রবেশের সময় আগে গিয়ে
দরজা খুলে তাকে স্বাগতম জানান।এ
বিষয়টি নারীদের ভীষণ প্রিয়। আট.
তার অ্যাপেয়ারেন্সের প্রশংসা করুন।
যেমন তোমাকে খুব সুন্দর লাগছে।এ
পোশাকে তোমাকে ভাল মানায়
ইত্যাদি। নয়. তার থেকে পরামর্শ নিন।
চাওয়া। এতে সে ভাববে আপনি
তাকে গুরুত্ব দেন। দশ. তার ইতিবাচক
দিকগুলো তুলে ধরুন। যেমন তোমাকে
হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই
ভাল হয়।তুমিঅনেক
পজিটিভ ইত্যাদি। এগুলোর প্রতি
মনোযোগী হলেমেয়েরা আপনার
প্রতি ইতিবাচক হবে আকর্ষণ অনুভবকরবে।
All SIM FREE NET CLICK HERE
7 thoughts on "নারীকে আকর্ষণের ১০ উপায"