আসসালামু আলাইকুম।

আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আমাদের মধ্য অনেকেই আছে যারা বিশ্বাস এবং ভালোবাসাকে হাতের মোয়া ভাবে, ভাবে এর কোন মূল্য নেই ; যখন চাইবে তখনই পাবে।

এ নিয়েই সংক্ষিপ্ত লেখা।

কেউ যদি আপনাকে বিশ্বাস করে বা ভালোবাসে তবে তাকে কখনোই বোকা মনে করবেন না,
সেই প্রকৃত লোক যে আপনাকে বিশ্বাস করেছিলো বা ভালো বেসেছিলো।
এই বিশ্বাস এবং ভালোবাসা দুটোই বড় অদ্ভুত জিনিস, যদি আপনি একবার কারো বিশ্বাসকে ভেঙ্গে দেন বা কারো নিসার্থ ভালোবাসা নিয়ে মজা করেন,
তাহলে আপনিই কিন্তু প্রকৃত বোকা লোক।

কারণ এ পৃথিবীতে বিশ্বাস এবং ভালোবাসা খুবই মূল্যববান জিনিস, আপনি দেখেন তো কজনকে লোকে বিশ্বাস করে বা ভালোবাসে?
খুবই অল্প লোককে তাইতো?
আপনি যদি কারো বিশ্বাস বা ভালোবাসা টিকিয়ে না রাখতে পারেন তাহলে আপনার মতো আর হতোভাগা আর কেউ নেই।

যিনি আপনাকে বিশ্বাস করলো তাকে আপনি নির্বোধ ভাবতে পারেন বা সরল ভাবতে পারেন, কিন্তু সে আসলে নির্বোধ না এবং সরল ও নয় ; সে আপনাকে শুধু বিশ্বাস করেছিলো।

আবার অন্যদিকে কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি তাকে কখনোই ঠকাবেন না, কারন তার ভালোবাসা টা নিসার্থ বিশ্বাসের মতোই।

আমার মনে পড়ে গেলো নিউটনের সেই তৃতীয় সূত্রটির কথা, আপনি নিশ্চয়ই জানেন সূত্রটি?

না জানলে শুনুনঃ
নিউটন তার তৃতীয় সূত্রতে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

কি বুঝলেন, সূত্রটি কি অযথা বলেছি?
না অযথা নয়, ভাই।

প্রত্যেক কাজের যদি সমান বিপরীত প্রতিক্রিয়া কাজ করে, তাহলে কি ভেবে দেখেছেন ;
আপনি যে কারো বিশ্বাস বা ভালোবাসা নিয়ে লারেলাপ্পা খেলেছেন।
আপনাকে নিয়ে যে অন্য কেউ লারেলাপ্পা খেলবেনা, তার কোনো গ্যারান্টি কিন্তু নেই।

এবং আপনি সেই সময় আপনাকে যে বিশ্বাস করেছিলো বা ভালোবেসেছিলো তারে খুঁজবেন, কিন্তু বাস্তবতার কাছে আপনি হেরে যাবেন।

হয়তো এ লেখাটির দ্বারা পাঠকদেরকে আমি স্যাটিসফায়েড করতে ব্যার্থ।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

5 thoughts on "বিশ্বাস এবং ভালোবাসা দুটোই মূল্যবান জিনিস (বিস্তারিত পড়ুন)"

    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  1. Avatar photo Md.+Shahin Contributor says:
    Nice post bro…!!
    1. Avatar photo স্বপ্ন Author Post Creator says:
      Thanks vai
  2. All Razik Subscriber says:
    nc bro letest all sim offer plz visit now:https://www.httpsletestallsimoffer.xyz/

Leave a Reply