আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।

আশা করি সবাই ভাল আছেন।
কারন ট্রিকবিডি এমন একটা প্লাটফর্ম যেখানে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায়।

প্রতিবারের মতো, আজকে আমি ও আপনাদের মাঝে একটি টিপস নিয়ে হাজির হয়েছি।
টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন,আজকে কোন টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
দাঁতের ব্যাথা,এটা কম বেশি প্রায় লোকজন এর ই আছে।হয়তো আবার অনেকের নেই।
তবে যার দাঁতের ব্যাথা আছে সে ই জানে,এটার কুফল।
সব অসুখ ই মারাত্মক, তবে এই দাঁতের ব্যাথা টা আরো বেশি মারাত্মক।
যার দাঁতের ব্যাথা আছে সে বোঝে আসলে এ ব্যাথা কেমন ব্যাথা।
আসলে আমাদের অসাবধানতার কারনে দাঁতের সমস্যা হয়।
আমরা যদি নিয়মিত দাঁতের যত্ন নিই তাহলে সমস্যা হতো না।
আমরা শুধু দাঁত ব্রাশ করি যত্ন নিই না,দেখি না।
এ কারনে দাঁতের সমস্য হয়।
প্রতি সপ্তাহে দাঁতের অবস্থা দেখা উচিৎ। এবং আরেকটি বিষয় খেয়াল রাখা অত্যান্ত জরুরী।
সেটা হলো আমরা অনেকে শুধু সকালে ব্রাশ করি।
তবে সকালে না রাতে খাবার পর ও ব্রাশ করা উচিৎ।
কারন রাতে খাবার এর পর খাদ্য দাঁতের কোনে আটকে থাকে।
এবং পরে দাঁতে পয়জম হয়। যার কারনে দাঁতের ব্যাথা,মারি ফুলে যাওয়া এ ধরনের সমস্যায় পড়তে হয়।
কিছু কিছু দিকে আমাদের অবসস্যই ভালভাবে লক্ষ্য রাখতে হবে।
কারন একটু অসাবধানতার কারনে আমাদের অনেক বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।

যদি আপনার অসাবধানতার কারনে দাঁতের ব্যাথা হয়ে ই যায়,তাহলে আমি আজকে কিছু টিপস দেব,যেটা ফলো করলে দাঁতের ব্যাথা কমে যাবে, এটা প্রাথমি চিকিৎসা বললেও চলে।
কারন, এটা ক্ষনিকের জন্য।
দাঁতের ব্যাথা কমানো ক্ষনিকের জন্য উপায় এটা।
তাই দাঁতের ভাল ডাক্তার আপনি দেখাতে পারেন।
কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।

এবার তাহলে ঘরে বসে প্রাকৃতিক উপায় দাঁতের ব্যাথা কমানোর উপায় দেখে নিনঃ


১] লবন ও গরম পানিঃ

এই টিপস টা অনেক সহজ। কারোর দাঁতের ব্যাথা হলে এই নিয়মটা আপনি ফলো করতে পারেন।
এই নিয়ম ফলো করলে, ম্যাজিক এর মতো আপনার দাঁতের ব্যাথা কমে যাবে।
এটা আমি ও ছোট থাকতে যখন দাঁতের ব্যাথা ছিল।
অনেক ব্যাবহার করেছি ফল ও পেয়েছি।

কার্যপ্রনালীঃ এক গ্লাস কুসুম গরম পানি করতে হবে, তার পর আধা চা চামস লবন মেশান।
তার পর এটা ভাল ভাবে মিশ্রন করুন।
এটা দিয়ে কুলি করুন। এবার দেখুন আপনার দাঁতের ব্যাথা অনেকটা কমে যাবে।
এটা মাড়ি ফোলা,পোদাহ ও ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে দাঁতের ব্যাথা কমাতে সাহায্য করে।

২] গোলমরিচ ও লবনঃ

ব্যাকটেরিয়া দূর করতে লবন এর গুরুত্ব অপরসীম।
এছাড়া ও এই লবনে অনেক অনেক উপকার আছে।এবং গোলমরিচ দাঁতের ব্যাথা দূর করতে অত্যান্ত কার্যকারী।
লবন ও গোলমরিচ একত্রে ব্যাবহার করলে দাঁতের ব্যাথা কমে যায় খুব সহজে।
একবার ব্যাবহার করলে আপনি ভাল ফল পাবেন,ব্যাবহার করে দেখুন।

কার্যপ্রনালীঃ লবন ও গোলমরিচ সমপরিমান নিন।
এর পর কয়েক ফোটা পানি দিয়ে একটা পেস্ট তৈরী করুন।

ব্যাবহার এর নিয়মঃ এবার এই পেস্টটি আক্রন্ত স্থানে লাগিয়ে নিন।এবং কয়েকমিনিট লাগিয়ে রাখুন। তার পর কুলি করুন।
এটা নিয়মিত ব্যাবহার করুন,ভাল ফল পেতে।

৩] রসুন ব্যাবহারঃ

দাঁতের ব্যাথা কমাতে রসুন অত্যান্ত কার্যকারী।
রসুনে রয়েছে এন্টিবায়োটিক, এবং সাথে এমন কিছু গুন রয়েছে, যা দাঁতের ব্যাথা কমাতে সাহায্য করে।
তার পর রসুন এর অনেক গুন আছে।যা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে।তাই দাঁতের ব্যাথা কমানোর গুন টা আজকে শেয়ার করব।

কার্যপ্রনালীঃ কিছু পরিমান রসুনের কোয়া থেতলে নিন।এবং এর সাথে সামান্য পরিমান লবন মেশান।

ব্যাবহারবিধিঃ আক্রান্ত দাঁতের সরাসরি মিশনটি লাগিয়ে নিন।এতে তো ব্যাথা কমবেই,আপনি কয়েকটা রসুন এর কোয়া চিবুতে ও পারেন।
এতে আরো বেশি গুন পাবেন।এবং আপনার দাঁতের ব্যাথা কমে যাবে।

যখন কোথাও যাওয়ার পথ নেই,প্রাথমিক উপায়ে এভাবে দাঁতের ব্যাথা কমাতে পারেন উপরের টিপস গুলো ফলো করে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

Leave a Reply