ঈদ মোবারক

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে

শা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। বছর ঘুরে আবারও সবার প্রাণে‍ দোলা দিয়ে হাজির হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর । ঈদে আমরা অনেকেই আমাদের প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাই । তো আজকের পোস্টে আমি একটু ভিন্নভাবে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানো দেখাবো ।


প্রথমত , একটি লিঙ্ক পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো ।

এজন্য আপনাকে আপনার প্রিয়জনকে একটি লিঙ্ক পাঠাতে হবে । সে যদি ওই লিংকে ক্লিক করে , তবে সেখানে তাকে আপনার নামসহ কিছু এনিমেশন এর সমন্বয়ে ঈদের শুভেচ্ছা জানানো হবে ।‎


প্রথমে এই লিঙ্কে প্রবেশ করতে হবে । এখানে প্রবেশ করার পর পবিত্র কাবা ঘর এর আইকন সম্বলিত স্থানে ক্লিক করতে হবে । ⤵️



এরপর আপনাকে সেই এনিমেশন টি দেখাবে । এরপর নিচের দিকে স্লাইড করুন । ⤵️



নিচের ঘরে আপনার নাম লিখুন এবং GO তে ক্লিক করুন । ⤵️



ব্যস , আপনার ঈদের শুভেচ্ছা লিঙ্ক টি তৈরি । Share with friends এ ক্লিক করুন । ⤵️



যে মাধ্যমে শেয়ার করতে চান , সেখানে ক্লিক করুন , এবং শেয়ার করুন । ⤵️




দ্বিতীয় উপায়ে , আমরা একটি ইদ শুভেচ্ছা কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাবো ।



এজন্য , আপনাকে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে । লিঙ্ক এ ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে আপনি আপনার পছন্দের ইদ শুভেচ্ছা কার্ডটি বেছে নিতে পারেন । এরপর Enter text অপশনে আপনার নামটি বসিয়ে দিন এবং click me to create card অপশনে ক্লিক করুন । ⤵️



খুব অল্প সময়েই আপনার কার্ডটি তৈরি হয়ে যাবে । ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন । ⤵️



এবারে শেয়ার করার জন্য আপনার ছবিটি প্রস্তুত । ⤵️ 




তৃতীয় উপায়ে , আমি আপনাদের চমৎকার কিছু (১৪ টি) ঈদ ব্যানার এর png ফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি । সেখান থেকে ফটো ডাউনলোড করে pixelab এর মাধ্যমে ফাঁকা জায়গায় আপনার ছবি বসিয়ে দিবেন ।

png photo download




বি: দ্র: ব্রাউজারে নাইট মোড অন থাকায় স্ক্রিন সট গুলো আবছা হয়ে গেছে , আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ।
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেনআপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়। 
YouTube

 ” নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে ! “

– পর্তুগীজ প্রবাদ

Leave a Reply