ঈদ মোবারক
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে
আশা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। বছর ঘুরে আবারও সবার প্রাণে দোলা দিয়ে হাজির হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর । ঈদে আমরা অনেকেই আমাদের প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাই । তো আজকের পোস্টে আমি একটু ভিন্নভাবে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানো দেখাবো ।
প্রথমত , একটি লিঙ্ক পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো ।
এজন্য আপনাকে আপনার প্রিয়জনকে একটি লিঙ্ক পাঠাতে হবে । সে যদি ওই লিংকে ক্লিক করে , তবে সেখানে তাকে আপনার নামসহ কিছু এনিমেশন এর সমন্বয়ে ঈদের শুভেচ্ছা জানানো হবে ।
প্রথমে এই লিঙ্কে প্রবেশ করতে হবে । এখানে প্রবেশ করার পর পবিত্র কাবা ঘর এর আইকন সম্বলিত স্থানে ক্লিক করতে হবে । ⤵️
এরপর আপনাকে সেই এনিমেশন টি দেখাবে । এরপর নিচের দিকে স্লাইড করুন । ⤵️
নিচের ঘরে আপনার নাম লিখুন এবং GO তে ক্লিক করুন । ⤵️
ব্যস , আপনার ঈদের শুভেচ্ছা লিঙ্ক টি তৈরি । Share with friends এ ক্লিক করুন । ⤵️
যে মাধ্যমে শেয়ার করতে চান , সেখানে ক্লিক করুন , এবং শেয়ার করুন । ⤵️
দ্বিতীয় উপায়ে , আমরা একটি ইদ শুভেচ্ছা কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাবো ।
এজন্য , আপনাকে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে । লিঙ্ক এ ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে । সেখান থেকে আপনি আপনার পছন্দের ইদ শুভেচ্ছা কার্ডটি বেছে নিতে পারেন । এরপর Enter text অপশনে আপনার নামটি বসিয়ে দিন এবং click me to create card অপশনে ক্লিক করুন । ⤵️
খুব অল্প সময়েই আপনার কার্ডটি তৈরি হয়ে যাবে । ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন । ⤵️
এবারে শেয়ার করার জন্য আপনার ছবিটি প্রস্তুত । ⤵️
তৃতীয় উপায়ে , আমি আপনাদের চমৎকার কিছু (১৪ টি) ঈদ ব্যানার এর png ফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি । সেখান থেকে ফটো ডাউনলোড করে pixelab এর মাধ্যমে ফাঁকা জায়গায় আপনার ছবি বসিয়ে দিবেন ।
বি: দ্র: ব্রাউজারে নাইট মোড অন থাকায় স্ক্রিন সট গুলো আবছা হয়ে গেছে , আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ।
মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন । আপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়।
” নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে ! “
– পর্তুগীজ প্রবাদ