আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আটিকেল লেখার উপকারিতা সম্পকে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
আটিকেল শব্দের অথ হলো ধারা বা উপাদান । আটিকেল লেখা বলতে বোঝায় কোন নিদিষ্ট বিষয় নিয়ে আলোচনা বা বিস্তারিত উল্লেখ করা । এই আটিকেল লেখার উপকারিতা সম্পকে আজ আলোচনা করছি ।
আটিকেল লেখার উপকারিতা :১। কোন কিছু মনে রাখার ক্ষেত্রে আটিকেল লেখা একটি গুরুত্বপূণ বিষয় । আমরা যদি কোন একটি বিষয়ের উপর নিজ জ্ঞানে একটি আটিকেল লিখি তাহলে সেই বিষয়টি আমাদের ভালো থাকবে । তবে যদি কেউ নিজ জ্ঞানে না লিখে বইয়ে থাকা লেখা হুবহু লিখে যায় তাহলে কোন কিছুই মনে রাখা সম্ভব হবে না । কারণ ঐ বিষয়ের উপর কোন জ্ঞানই তো তার নেই । তাই আটিকেলটি যদি স্মরণ রাখার উদ্দেশ্যে করি তাহলে ঐ বিষয়ে আগে জ্ঞান অজন করতে হবে তারপর আটিকেল লিখতে হবে । এতে করে উপকারে আসবে ।
২। বানান শুদ্ধ রাখতেও আটিকেল লেখার অবদান অপরিসীম । আমাদের মধ্যে অনেকেই আছে যারা বানান শুদ্ধ রাখতে পারে না । পড়াশোনায় ভালো হলেও বানান শুদ্ধ হয় না । আর আটিকেল লিখতে সব সময় ভালো ভালো শব্দ ব্যাবহার করতে হয় । তাই যদি কেউ আটিকেল লিখে তাহলে তার বানান আরও শুদ্ধ হতে পারে ।
৩। কোন বিষয়ের উপর চচা রাখার জন্য আটিকেল একটি অনবদ্য বিষয় । যেমন আমরা অনেকেই ইংরেজিতে পারদশী হতে চায় । আবার অনেকে পারদশীও বটে । তারা যদি ইংরেজিকে ভালোভাবে চচায় রাখতে চায় তাহলে তারা ইংরেজিতে আটিকেল লিখতে পারে । কারণ ইংরেজিতে আটিকেল লিখলে ইংরেজিতে বানান শুদ্ধও হবে আবার গ্রামার চচাও হতে পারে । এভাবে বিভিন্ন বিষয়ে পারদশী হতে ও চচা রাখতে আটিকেল লেখা গুরুত্বপূণ ভূমিকা পালন করে ।
৪। আটিকেল লেখার আরও একটি বড় উপকার হচ্ছে অন্যদেরকে শেখানো ও তাদেরকে পারদশী করা । আপনি যদি কাউকে কোন বিষয়ে স্পষ্ট ধারণা দেন একটি আটিকেলের মাধ্যমে তাহলে তারা ঐ বিষয়ে পারদশী হতে পারবে । এতে করে অন্যরাও শিখতে ও শেখাতে আগ্রহী হবে । আর যে অন্যকে শেখায় তার জ্ঞান কখনো কমে না বরং চচা থাকে ।
৫। ইনকাম করার ক্ষেত্রে আটিকেল লেখা একটি জনপ্রিয় বিষয় । আটিকেল লিখা যে শুধু মনে রাখা ও অন্যকে শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয় । আজকাল অনেক ওয়েবসাইটে নিজের লেখা আটিকেল পোস্ট করে কিছু পরিমাণ টাকা ইনকাম করছে অনেকে ।
তো এই ছিল আমার পক্ষ থেকে । সবাইকে ধন্যবাদ ।
One thought on "জেনে নিন আটিকেল লেখার উপকারিতা"