আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
বর্তমানে সময় ফ্যাশন জগতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সবাই চেষ্টা করে নিজেকে ইউনিক ভাবে উপস্থাপন করতে।
এই জন্য বিশেষ করে বর্তমানে তরুণীরা চোখে লেন্স পরিধান করে, বিশেষ করে শখের বসেই তারা এটি করে।
তবুও কিছু নির্দিষ্ট নিয়ম এর বাইরে লেন্স এর ব্যাবহার করলে উল্টা হতে পারে,,চোখের ক্ষতি হয়ে যেতে পারে।
তাই বেশ সতর্কতা অনুযায়ী চোখে লেন্স পরা দরকার।
মেয়েরা বিশেষ করে চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে কাজল, মাসকারা, লিপস্টিক, ইত্যাদি বিভিন্ন প্রসাধনী ব্যাবহার করেন, সেই সাথে বর্তমানে লেন্স পরার প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ।
কিন্তু সতর্কতা এর সাথে যদি লেন্স না পরা হয় সেটা চোখের ক্ষতি করে দিবে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে চোখের লেন্স পরবেন,,
প্রথমত লেন্স পরার আগে হাত ভালো মত পরিস্কার করে নিতে হবে, যাতে লেন্স হাত দেওয়ার পর হাতের জীবাণু লেন্সে সংক্রমিত হবে না।
দ্বিতীয়ত লেন্স পরে যদি কোথাও ঘুরতে যান, রাতে ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে পরিষ্কার করে ঘুমাবেন ।
নয়তো দেখা যাবে চোখের দৃষ্টি শক্তি নস্ট হয়ে যাবে বেশি ব্যাবহারে।
তৃতীয়ত কখনই মেক আপ করার সময় চোখে লেন্স পরবেন না, কারণ এই সময় লেন্স পরলে, মেক আপ এর সাথে সেইগুলো চোখের মধ্যে পড়তে পারে।
যার জন্য চোখ জ্বালাপোড়া করতে পারে, এবং চোখের ক্ষতি হতে পারে।
চতুর্থত লেন্স ব্যবহার করতে যেই পত্র ব্যাবহার করেন সেটা কিছুদিন পর পর পরিবর্তন করুন,, নয়তো বার বার হাতের স্পর্শে সেটাই জীবাণু লেগে যেতে পারে এবং লেন্স পরলে চোখের ক্ষতি হতে পারে।
পঞ্চমত প্রত্যেক লেন্স এর নির্দিষ্ট একটা মেয়াদ থাকে,, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কখনো সেই লেন্স পরা যাবে না। কারণ মেয়াদ এর বাইরে কিছু করা ঠিক না।
এইসব বিষয় মাথায় রাখতে হবে লেন্স ব্যাবহার এর আগে,, তাহলে চোখ ভালো থাকবে,,
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য। TRICKBD এর সাথেই থাকুন।দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে,,
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
আমি মরি আমার রঙ্গে কানা মনে চক্ষের রঙ্গে।
LOL