আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে মানুষ যুক্ত হচ্ছে । বিভিন্ন কাজের জন্য ব্যাংক একাউন্ট এর দরকার পড়ছে।

বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে অন্যান্য ব্যাংক এর তুলনায় IFIC ব্যাংক বেশি সুবিধা প্রদান করছে গ্রাহকদের।

সবচেয়ে বেশি সুবিধা প্রদান করার জন্য বিভিন্ন পুরস্কার সহ গ্রাহকসেবা এর জন্য দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক এর তালিকাভুক্ত হয়েছে ।

আজকে আমি আপনাদের দেখাবো আইএফআইসি ব্যাংকের “সহজ একাউন্ট” কিভাবে করবেন কি কি সুবিধা পাবেন এই সম্পর্কে।

প্রথমত অনেকেই আছেন সামান্য কিছু টাকা ব্যাংক এ জমা রেখে মুনাফা পেতে চান তাদের জন্য আইএফআইসি সহজ একাউন্ট টা সব চাইতে ভালো হবে। কারণ সকল বয়সী গ্রাহকদের জন্য আইএফআইসি সহজ একাউন্ট।

কিভাবে খুলবেন সহজ একাউন্ট

সহজ একাউন্ট খুলতে চাইলে আপনি মাত্র ১০ টাকা খরচ করে সহজ একাউন্ট খুলতে পারবেন।
যা অন্যান্য ব্যাংকের তুলনায় কম খরচে খুলতে পারবেন।

✅ ২কপি পাসপোর্ট সাইজ ছবি

✅জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

✅ ইউটিলিটি বিলের কপি (গ্যাস বিল/ পানির বিল/ ইলেক্ট্রিক বিলের কপি), (বাধ্যতামূলক নয়)। না দিলেও চলবে

✅যাকে নমিনি করছেন তার ১ কপি ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। (বাধ্যতামূলক নয়)। না দিলে সমস্যা নেই তবুও দেওয়া ভালো।

সহজ একাউন্ট এর সুবিধা গুলো কি কি

✅সহজ একাউন্ট এর রয়েছে আকর্ষণীয় হারে দৈনিক মুনাফা সুবিধা।

আপনার একাউন্ট ব্যালেন্স যদি ৫ হাজার টাকা বা তার বেশি থাকে আপনি প্রতি মাসে ২% করে মুনাফা পাবেন।

✅একাউন্ট মেইনটেনেন্স চার্জ সম্পূর্ণ ফ্রী। আপনার একাউন্ট এর জন্য বছর বছর ফি দিতে হবে না ।

✅সহজ একাউণ্টের এর আওতায় আপনি লোন সুবিধাও পাবেন। চাইলে হোম লোন ১ কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন।

✅ সারা দেশে সব ? এ চার্জ ফ্রী ক্যাশ আউট করতে পারবেন । কোনো এক্সট্রা চার্জ যদি কাটে আপনার একাউন্ট এ ৩ কর্ম দিবস এর মধ্যে সেই টাকা ফেরত দেওয়া হবে।

আপনি চাইলে ভিসা কার্ড ও নিতে পারবেন। তবে এই জন্য আপনাকে বাৎসরিক ৪০০ টাকা এর মত খরচ বহন করতে হবে।

সহজ একাউন্ট এর অসুবিধা কি কি

✅আপনি কোনো চেক বই পাবেন না, ব্যাংক এ টাকা জমা দিতে হলে স্লিপ দেওয়া হবে সেই স্লিপ এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।

✅ আপনি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড ব্যাবহার করতে পারবেন না। শুধু দেশে ব্যাবহার করতে পারবেন।

✅ একদিনে সর্বোচ্চ 5 বার টাকা উত্তোলন করতে পারবেন ।

মূলত সব ব্যাংকের কিছু সুবিধা এবং,অসুবিধা আছে তবে সব ব্যাংকের চাইতে আইএফআইসি ব্যাংকের সুবিধা এর পরিমাণ বেশি

এবং ঝামেলা কম আপনি চাইলে যেকোনো শাখা এবং উপশাখা থেকে একই ধরনের সেবা নিতে পারবেন

তাই, আমার মতে সকল সুবিধা এক সাথে পেতে আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা ভালো হবে সকল পেশার মানুষের জন্য। সব ধরনের সুবিধা এক জায়গাতেই পাওয়া যাবে।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে।

ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

20 thoughts on "আইএফআইসি ব্যাংকের সহজ একাউন্ট এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জেনে নিন!!"

  1. Charm. Contributor says:
    Dual currency card er jonno kon bank vlo hobe?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      IFIC bank এর আমার অ্যাকাউন্ট করলে ভালো হবে এছাড়াও আপনাকে আমি সাজেস্ট করবো ইস্টার্ন ব্যাংক সব চাইতে ভালো হবে ডুয়াল কারেন্সি এর জন্য
  2. Limon Sarkar Contributor says:
    সুন্দর পোস্ট করছেন ভাই ?
    আমার মামাতো ভাই এই ব্যাংকে চাকরি করছে কয়েকমাস হচ্ছে।
    কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝলাম না যে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহারের জন্য যদি আমি পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স ও করি তাহলেও কি আমি এই সুবিধা টা পাবো না?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনি যদি আইএফআইসি আমার একাউন্ট করেন তাহলে ডুয়াল কারেন্সি এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন শিগ্রই এই বিষয় নিয়ে পোস্ট করবো
  3. Limon Sarkar Contributor says:
    ইসলামী ব্যাংক এর বর্তমানে যে অবস্থা সেই বিষয়ে একটা পোস্ট দিলে জনগণের উপকার হতো ভাই আর ডুয়াল কারেন্সি ভিসা কার্ড এর জন্য অথবা সেলফিন এর মাধ্যমে ডলার এন্ডোর্স করে কিভাবে সুবিধা পাবো এই বিষয়ে একটা আপডেট পোস্ট দিবেন।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জি ইনশাআল্লাহ চেষ্টা করবো
  4. Levi Author says:
    Dual Currency কার্ড দিলো,কিন্তু দেশের বাইরে লেনদেনের সুযোগ দিলো না। ?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ডুয়াল কারেন্সি কার্ড সহজ একাউন্ট এ নাই ভাই সিঙ্গেল কারেন্সি কার্ড শুধু দেশে লেনদেন করতে পারবেন
  5. ভালো লাগলো পোষ্ট টি
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      মন্তব্য করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ
    2. ওয়েলকাম।
  6. MD Shakib Hasan Author says:
    ব্যাংক সম্পর্কে ভালো কিছু জানতে পারলাম ধন্যবাদ
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
  7. Israel Contributor says:
    এইটা দরবেশ বাবার ব্যাংক….
    শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান F রহমানের ব্যাংক। যিনি অতীতে share কেলেঙ্কারি র সাথে জড়িত ছিলেন। লাখ লাখ লোক পথে বসছে এর জন্যে…
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হতেই পারে এত কিছু জানা নেই ভাই
  8. Israel Contributor says:
    বিস্তারিত জানতে পারেন এখানে:
    https://m.somewhereinblog.net/mobile/blog/zeebrann/29390327
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ওকে
    2. Israel Contributor says:
      আপনে ভাই ok, হুম, জ্বি; then, ok বলার পর আবার হুম, ok, hum, জী এসব বলা বন্ধ করেন তো। কমেন্ট করে পুরষ্কার পাওয়ার আশায় এসব ফাও কমেন্ট করে commentbox এর পরিবেশ টা নষ্ট করেন….
  9. Samim Author says:
    1mas a 6000 taka rakle koto taka pabo aktu hisab kore dan toh via?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      1 বছর শেষ এ 250/300 টাকা মুনাফা পাবেন যদি 6000 করে রাখেন

Leave a Reply