বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। পুরো নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১৯৮৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশ। এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে।

টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।

তো আছকে আমি দেখাবো এই বৃহত্তম ব্যাংকে কি ভাবে একাউন্ট খুলবেন এবং তাও আবার ঘরে, কি অভাক হচ্ছে, অভাক হওয়ার কিছুই ঘরে বসেই মাত্র ২টী ধাপ সম্পন্ন করে আপনি খুলতে পারবেন ইসলামী ব্যাংক একাউন্ট।

চলু আগে জেনে নেয়া যাক ইসলামিক ব্যাংক কত প্রকার? ইসলামিক ব্যাংক সাধারণত ৩ প্রকারঃ ১. সেভিংস একাউন্ট।

২. কারেন্ট/ নিয়মিত একাউন্ট

৩. স্টুডেন্ট একাউন্ট।

৩টি একাউন্ট এর মধ্যে যেকোনো একটা একাউন্ট খুলতে একই ডকুমেন্ট দরকার হবে.!

এবার ওই ৩টি একাউন্ট সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিয়া যাক

১. সেভিংস একাউন্ট.!

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলা হয় টাকা জমানো জন্য যে কেও চাইলে এই একাউন্টটি খুলতে পারবেন

২. কারেন্ট/ নিয়মিত একাউন্ট.!

ইসলামিক ব্যাংকে কারেন্ট/ নিয়মিত একাউন্ট খুলত ব্যবসায়ীরা খুলে থাকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো। কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট এ প্রতিদিন আনলিমিটেড ট্রানজেকশন বা লেনদেন করতে পারবেন।

৩. স্টুডেন্ট একাউন্ট.!

ইসলামিক ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট শুধু মাত্র ছাত্র-ছাত্রী একাউন্ট খুলতে পারবেন। মূলত এই ব্যাংকিং সুবিধাটি চালু করা হয়েছে ছাত্র-ছাত্রীদের উপকারে জন্য এই একাউন্ট অন্যান্য অ্যাকাউন্ট এর চেয়ে অনেক সুযোগ-সুবিধা রয়েছে.!

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবে? ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে ১. আপনার বয়স ১৮ প্লাস বয়স হতে হবে

২. জাতীয় পরিচয় পত্র থাকতে হবে

৩. একটি সচল ফোন নাম্বার লাগবে

৪. নমিনির জাতীয় পরিচয় পত্র এর ছবি

৫. নমিনির পাসপোর্ট সাইজের ছবি

মোটামুটি এই সব ডকুমেন্ট থাকলে চলবে।

সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আপনি দেশ বা দেশের বাহিরে থেকেও এই একাউন্টটি খুলতে পারবেন.!

তো এই পোস্ট টা দুই ভাগে ভাগ করা হয়েছে মানে দুটি পাট এ কারণ বিস্তারিত সব কিছু লিখলে বা দেখালে পোস্টটি অনেক বড় হয়ে যাবে এবং বুঝতে সমস্যা হতে পারে তাই.! আছকে এই পোস্ট টি হচ্ছে পাট-১

ইসলামী ব্যাংক একাউন্ট ঘরে বসে খুলতে আগে খুলতে হবে আপনাকে CellFin একাউন্ট এটি হচ্ছে ধাপ-১। এই CellFin একাউন্ট এর মাধ্যমে খুলা যাবে ইসলামী ব্যাংক একাউন্ট। যাদের CellFin একাউন্ট আগে থেকে খুলা আছে তারা পাট-২ এর জন্য অপেক্ষা করুন আর যাদের CellFin একাউন্ট নেই তাড়া নিচের নিয়ম অনুসরণ করে একাউন্ট খুলে দিন।

CellFin অ্যাপটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

অ্যাপ টি ডাউনলোড করা হলে অ্যাপটি ওপেন করুন এবং Reglster এ ক্লিক করুন।

Bangladesh এ ক্লিক করুন।

National ID তে ক্লিক করুন।

১. আপনার সিমের অপারেটর সিলেট করুন

২. ফোন নাম্বার প্রদান করুন।

৩. আপনার গোপন ছয় সংখ্যার পিন নম্বর প্রদান করুন

সব তথ্য দিয়া শেষ হলে Reglster এ ক্লিক করুন।

তার পর আপনার প্রদান করা ফোন নাম্বার এ ৬ সংখ্যা একটি কোড যাবে তা এখানে বসে দিয়ে Submit এ ক্লিক করুন।

১. আপনার জাতীয় পরিচয় পত্র এর সামনের দিকের ছবি তুলে আপলোড করুন।

২. আপনার জাতীয় পরিচয় পত্র এর সামনের দিকের ছবি তুলে আপলোড করুন।

জাতীয় পরিচয় পত্র আপলোড দিলে আপনি আপনার সকল তথ্য দেখতে পাবে, সব কিছু যদি ঠিক থাকে তো Next এ ক্লিক করুন।

open camera এ ক্লিক করে আপনার সামনের দিকের ক্যামেরা দিয়ে একটি ছবি তুলুন।

আপনার ছবি যদি ঠিকঠাক থাকে তাহলে confirm upload এ ক্লিক করুন।

তার পর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, অন্য একটি ফোন নাম্বার দিয়ে Next এ ক্লিক করুন।

এখন আপনার CellFin একাউন্ট নাম আর পিন নাম্বার প্রদান করে লগইন এ ক্লিক করুন।

ব্যাস CellFin এ আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল.!

তো আছকে এটুকুই, সবাই পাট-২ এর জন্য অপেক্ষা করুন খুব আগামীকাল পাট-২ প্রকাশ করা হবে.!

পর্ব-২ এর পোস্ট লিংক

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

11 thoughts on "ঘরে বসে খুব সহজেই ইসলামী ব্যাংক একাউন্ট খুলুন মাত্র ২টি ধাপ সম্পন্ন করে (পর্ব-১)"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ইসলামী ব্যাংক নিয়ে যা সুনা যাচ্ছে একাউন্ট খুলতে ভয় লাগছে
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      সবই গুজব
  2. Danger Rafi Author says:
    ভাই আপনার পোস্ট গুলো আসলেই অনেক কাজের।এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Thanks
  3. Levi Author says:
    অ্যাডসেন্স এর পেমেন্ট নেয়ার জন্য কোনটা খুলা ঠিক হবে?স্টুডেন্ট একাউন্ট? সেভিংস একাউন্ট? নাকি কারেন্ট একাউন্ট?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      স্টুডেন্ট একাউন্ট খুলেন সব কিছু ফ্রি কোনো কিছুর চার্জ কাটবে না.! সাথে আরো অনেক কিছুর সুবিধা পাবেন.!

Leave a Reply