সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংক 

Screenshot

 

সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই

কিন্তু তার প্রতিফলন কতটুকই বা হচ্ছে!

 

মানুষের মাঝেই জাতি,গোত্র, শ্রেণী বৈষম্য যে কতটা ভয়াবহ হতে সেটা বোধহয় অনেকের কল্পনারও বাইরে।

 

Movie : Jai Bhim (2021)

Language : Tamil (Hindi Dubbed)

 

প্লটঃ

 

উপরমহল থেকে ঘোষণা আসে যেসব পুলিশ অফিসার দের পেন্ডিংয়ে কোন কেস নেই তাদের প্রমোশন দেওয়া হবে।আর তার ঠিক কিছুদিনের মাঝেই হুট করে সবার পেন্ডিং কেস সলভড হয়ে যেতে থাকে। সবাই রাতারাতি কেসের অপরাধী দের গ্রেফতার করে কেস ক্লোজড করে দিচ্ছে।

পুরোটাই যেন একটা জাদু আর এই জাদু সম্ভব হচ্ছে কিছু নিম্নশ্রেণীর মানুষের জন্য, যাদের নেই কোন পরিচয় বা সাহায্য করার লোক..

 

ঠিক এরকমই এক আদিবাসী দলে থাকতো রাজাকান্নু।

 

পেশায় একজন সাপুড়ে।নিজের স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিলো দিন কিন্তু হঠাৎ গ্রামপ্রধান এর বাড়িতে চুরি হয় আর সেই চুরির ঘটনায় অভিযুক্ত করা হয় রাজাকান্নু কে।পুলিশ রাজাকান্নু কে না পেয়ে তার ভাই, বোন,স্ত্রী কে নিয়ে অত্যাচার শুরু করে থানায়..

 

ব্যাস এখান থেকেই মুল ঘটনা শুরু..

ক্ষমতার দাপটে প্রকৃত ন্যায়বিচার কি পাবে আদিবাসী পরিবার নাকি অন্য দের মত তারাও একসময় হারিয়ে যাবে তথাকথিত সিস্টেমের বেড়াজালে সেসব নিয়েই এগিয়ে চলে মুভির প্লট….

 

নিজস্ব মতামতঃ

 

প্রথমেই বলতে হয় কনসেপ্টের কথা।খুব নতুন কিছু না হলেও পরিচালক এমন একটা কনসেপ্ট তুলে ধরেছেন পর্দায় যেটা নিয়ে সবসময়ই আলোচনা হওয়া উচিত।মানুষে মানুষে ভেদাভেদ আর তার রোষানলে সবসময় ক্ষতির সম্মুখীন হয় অসহায় লোকজন।পরিচালক শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈষম্যের ভয়াবহতা আমাদের কাছে তুলে ধরেছেন কোন রকম বাড়তি কিছু যোগ করা ছাড়াই। একটা অসহায় পরিবার যাদের ভোট দেওয়ার অধিকার টুকু পর্যন্ত নেই তারা যখন সিস্টেম এর বিরুদ্ধে লড়তে যায় সেটা কতটা বেদনাদায়ক বা ভয়াবহ হতে পারে তা প্রত্যেকটা সীনে ফুটিয়ে তুলেছেন পরিচালক আর সাথে সবার অভিনয় সেটা কে করেছে আরও বাস্তবিক।কোর্টরুম ড্রামা সেটাকে আরো উপভোগ্য করে তুলেছে।রানটাইম কিছুটা বেশী হলেও স্ক্রীন প্লে বেশ ভালো ছিলো তাই কোথাও বোরিং লাগে নি।

 

সুরিয়া,প্রকাশ রাজ,রাও রমেশ এর মত অভিনেতা’রা থাকতেও আদিবাসী চরিত্রে যারা ছিলো তারা আলাদা করে নজর কেড়েছে।আর সুরিয়া’র ক্যারিয়ারের আরো একটা দারুণ পারফরম্যান্স ছিলো জয় ভীমে..

 

সবমিলিয়ে তামিল ইন্ডাস্ট্রি থেকে আরও একটা চমৎকার মুভি বলা যায় জয় ভীম কে।

 

একটা সেন্সেটিভ ইস্যুকে পারফেক্ট স্ক্রীনপ্লে আর ইমোশন দিয়ে খুবই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক

 

Final Opinion: Highly Recommended

Link: Click Here

 

2 thoughts on "সাউথ ইন্ডাস্ট্রির বিগেস্ট ব্লকবাস্টার মুভি Jai Bhim মুভির রিভিউ + লিংক"

  1. Riyad Contributor says:
    Fb te sobai recommend kortece…dekhte hobe movie ta <3
  2. SUMON69 Contributor says:
    Awesome bro

Leave a Reply