নিচে আমি কোনো রিভিউ বা রেটিং ছাড়া Anime গুলা সাজেস্ট করতেছি। তবে এগুলা দেখে মন ভালো হবার এবং নতুন কিছু শেখার নিশ্চয়তা দিতে পারি আমি।
Anime আমার হৃদয়ের এক বড় অংশ জুড়ে, তাই আমি রেটিং দিতে ইতস্তত বোধ করি।
আর একসাথে ১০টা রিভিউ লিখতে অনেক সময় আর শ্রম প্রয়োজন যা আমি দিতে পারতেছিনা এই মুহুর্তে।
1. Josee: The Tiger and The Fish (Movie)
SC: Slice of life, EIL
Duration: 1 hour 38 minutes (Around)
Online Watch Link: English + Japanese
2. Weathering with you (Movie)
SC: Ritual and fictional
Duration: 1 hour 52 minutes (Around)
Online Watch Link: English + Japanese
3. Garden of words (Movie)
SC: Slice of life
Duration: 46 minutes (Around)
Online watch link: English + Japanese
4. I wanna Eat your pancreas (Movie)
SC: Slice of life, School, EIL
Duration: 1 hour 48 minutes (Around)
Online watch link: English + Japanese
5. Toradora (Series)
SC: Slice of life, Comedy, School
Duration: Around 24min/episode (25 episodes)
Online watch link: English + Japanese
6. Over the moon for you (Series)
SC: Slice of life, Comdey, EML
Duration: Around 24min/episode (12 episodes)
Online watch link: English + Japanese
7. A silent voice (Movie)
SC: Slice of life, School, EIL
Duration: 2 hours 7 mins (around)
Online watch link: English + Japanese
MEGA link: Hindi DUB
8. My dress up darling (Series)
SC: Slice of life
Duration: Around 24min/episode (12 episodes)
Online watch link: English + Japanese
9. Your Name (Movie)
SC: Ritual and Fictional with Slice of Life, School
Duration: 1 hour 47mins (around)
Online watch link: English + Japanese
MEGA Link: Hindi DUB
10. Tada never falls in love (Series)
SC: Slice of life, Comedy, EIL, School
Duration: Around 24min/episode (13 episodes)
Online watch link: English + Japanese
উপরের কিছু কিছু Anime এর প্রথম পর্ব দেখে হয়তো বোরিং লাগতে পারে, তাই আমি সাজেস্ট করবো অন্তত ২ পর্ব দেখুন, তারপরে ভালো না লেগে থাকতেই পারে না। কভার দেখে যাচাই করবেন না।
এদের মধ্যে একটা Anime এর Sad Ending আছে আর বাকী সবগুলার ই Happy Ending বলবো না কোনটা ?।
বিঃদ্রঃ আমি সাধারণত 9anime থেকে Anime গুলা দেখি, তাই লিংকে আমি এসব ওয়েবসাইট ই সাজেস্ট করেছি। কেউ আবার ভাববেন না আমি মার্কেটিং করতেছি। আমি অমন কেউ না যে ওয়েবসাইট আমাকে স্পন্সার করবে ?।
আমার পছন্দের আরো কিছু রোমান্টিক Anime আছে যা Age restricted, তাই সেগুলা দেই নি।
You must be logged in to post a comment.
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এটা কি কোনো ধরনের পোস্ট হলো? যেকোনো Anime downloading website এ গেলেও এর চেয়ে ভালোভাবে সবকিছু সাজানো পাওয়া যায়। প্রথমে পোস্টের টাইটেল দেখে ভেবেছিলাম In depth review করবেন প্রতিটা Anime কে। কিন্তু ভিতরে ঢুকে দেখি কয়েকটা image + anime title আর tag দেওয়া। এটা কেমন ধরনের পোস্ট হলো?
কেন আপনার পছন্দ সেটাও বললেন না। মানে google করে কয়েকটা image download করে আর title বসিয়ে দিলেই পোস্ট হয়ে গেলো?
at least বলেন anime গুলোর সম্পর্কে। কোনটার কি story, আপনার কেন ভালো লাগলো, কেন অন্যরা দেখবে ইত্যাদি ইত্যাদি। এর চেয়ে তো anime group গুলোতেও ভালোভাবে anime recommendation দেওয়া হয়।
মাফ করবেন কিন্তু একজন die hard anime fan হওয়ায় আমার কাছে বিষয়টা একেবারেই ভালো লাগেনি। ধন্যবাদ। পরের বার থেকে বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন।
Ok. Thank You for the suggestion. ?
সত্যি বলতে এরকম কিছুই খুঁজছিলাম আমি। পোস্ট আরো ভালো হতো যদি আপনি প্রতিটা অ্যানিমেশন সম্পর্কে কিছুটা হলেও বিস্তারিত জানাতেন। কোন টা কি নিয়ে সেটা ও জানতে পারতাম সাথে দেখার আগ্রহ আরো বাড়তো। যাইহোক কোনো ব্যাপার না ! আশা করছি আগামী তে আরো ভালো পোস্ট করবেন।
Anime আসলে আমার অনেক ভালো লাগে।
এখানে কয়েকটা দেখেছি।
পোস্টটিতে আর একটু সাজিয়ে সবগুলোর ডাউনলোড লিংক দিলে ভালো হতো।
ধন্যবাদ
২,৩,৪,৭ নাম্বার গুলো দেখেছি।
Try to give more details next time ??
গুড পোস্ট
১,২,৪ ও হিন্দি ডাব আছে কিন্তু আনঅফিসিয়াল ডাব তবে ডাব কুয়ালিটি খারাপ না ❤️
ভাই এরকম আরো এনিমেশন মুভি শেয়ার করেন। ১৮+ হলেও সমস্যা নাই
আপনার আমার সমস্যা নেই, কিন্তু এডমিন প্যানেল এর নিষেধাজ্ঞা আছে।
ei 10 tar moddhe 7 tai amar dekha. But anime gular review dile post ta aro valo hoto.
?? ভালোবাসা শেখায়। peasant minded semi depressed desperate দের জন্য, এটা লিখে দিলে বুঝতে সুবিধা হতো