NFT Domain কি?
বর্তমানে .crypto .nft .x .wallet .bitcoin .dao .888 .zil ও .blockchain এই এক্সটেনশনগুলো এনএফটিতে অ্যাভেইলেবল রয়েছে।
যেভাবে একটি NFT Domain ফ্রিতেই রেজিস্ট্রেশন করে নিবেন
1. প্রথমে একটি ব্রাউজার ওপেন করে, আপনার টুইটার অ্যাকাউন্ট লগইন করুন। টুইটার একাউন্ট না থাকলে, নতুন করে একটি টুইটার একাউন্ট খুলে নিন।
2. দ্বিতীয় ধাপে, সেম ব্রাউজার থেকেই UnstoppableDomains.com এ লগইন করুন। একাউন্ট না থাকলে, নতুন করে একটি একাউন্ট খুলে নিন।
3. তৃতীয় ধাপে, সেম ব্রাউজার থেকে, https://t.ly/_Glr এই লিঙ্কে প্রবেশ করে, ভেরিফাই টুইটারে ক্লিক করুন। তারপর টুইটার এর সাথে কানেক্ট করুন। এখন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম এর সাথে মিল করে, ফ্রীতে একটি .NFT ডোমেইন রেজিষ্ট্রেশন করার সুযোগ দিবে।
এখন আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম এর সাথে মিল করে, ফ্রীতে একটি .NFT ডোমেইন রেজিষ্ট্রেশন করার সুযোগ দিবে।
যদি আপনার Claim করতে চাওয়া ডোমেইন Name টি আপনার টুইটার ইউজারনেমের সাথে না মিলে তাহলে আপনি যে ডোমেইনটি নিতে চান সেই অনুযায়ী টুইটার ইউজারনেম চেঞ্জ করে ডোমেইন নেওয়ার পর আবারো আগের ইউজারনেম দিয়ে দিতে পারেন।
টুইটারে যত ইচ্ছা তত Username চেঞ্জ করা যায়, so প্যারা নাই ।
4. রেজিস্ট্রেশন শেষে, https://unstoppabledomains.com এ গিয়ে লগিন করে আপনার ডোমেইনটি ম্যানেজ করতে পারবেন।
আর হ্যাঁ, ডোমেইন এর মেয়াদ পাবেন আজীবন। কখনো ডোমেইন রিনিউ করতে হবে না
Here is the Proof:
এদের থেকে না নিলে আর কার থেকে নিবেন
Web 2.0 তে এই ডোমেইন ইউজ করতে পারবেন না
Web3.0 তো এখনো আসেই নি। আসতে আসতে আরো ১০-১৫ বছর লেগে যাবে।
আর তাছাড়া Domain Redirect System আছে
Visit My Personal NFT domain: https://MahbubDev.nft
বিঃ দ্রঃ ডোমেইনগুলো Brave browser থেকে ভিজিট করবেন কারণ brave web 3.0 support করে
যেহুতু ফ্রি ডোমেইন তায় ভয় হচ্ছে
Visit My Personal NFT domain: https://MahbubDev.nft
বিঃ দ্রঃ ডোমেইনগুলো Brave browser থেকে ভিজিট করবেন কারণ brave web 3.0 support করে
ei lekha ase.. ki korbo?
এখন আর কেউ ট্রাই করবেন না
সময় পেলে এ বিষয়ে পোস্ট করার ট্রাই করবো ?