আসসালামু আলাইকুম, বন্ধুরা।

কার্টুন তৈরি করে ইনকাম এর দ্বিতীয় পর্ব আপনাকে স্বাগতম।
Part 1 এ আপনাদের Plotagon এর মাধ্যমে কার্টুন তৈরি করা দেখেছিলাম।
যারা এখনো সেই পোস্টটি পড়েননি তা নিচের দেয়া লিংকে গিয়ে পড়েন। Plotagon দিয়ে কার্টুন তৈরির ক্ষেত্রে কিছুটা সুবিধা রয়েছে তা আগের পোস্টে তুলে ধরেছিলাম।
যেমন ভালো ভালো ক্যারেক্টার, ভালো ভালো স্কিন, ক্যারেক্টারের ভালো পোশাক ও ক্যারেক্টার হাটার অপশন ইত্যাদি ফ্রিতে নেয়া যায় না।
কিন্তু এখন যে অ্যাপসটি নিয়ে লিখব সে মাধ্যমে ফ্রিতে নিতে পারবেন। অবশ্য সে ক্ষেত্রে 1 টি এড দেখে popcorn earn করে নিতে হয়।
অ্যাপসটির স্পেশাল ফিচার
সুন্দর ক্যারেক্টার, সুন্দর স্কিন, হাঁটার স্ক্রীন, কাস্টম ক্যারেক্টার তৈরি, কাস্টম পোশাক ডিজাইন ইত্যাদি।

কিভাবে তৈরি করবেন
গুগল প্লে স্টোরে Z-Cut movi maker লিখে সার্চ করে ইন্সটল করে নিন।

অ্যাপসটি কে পারমিশন দিয়ে + প্লাস আইকনে ক্লিক করুন।pick scene অপশনে ক্লিক করে যেকোন স্কিন সহজে ব্যবহার করতে পারবেন। আমি একটি হাঁটার স্কিন নিলামpick actor এ ক্লিক করে এক বা একাধ িক এক্টর কে নিতে পারবেন। dialogue অপশনে ক্লিক করে এক্টার কে কথা বলাতে পারবেন। প্রথম তিনবার ফ্রিতে। তারপর ১টি এড দেখার মাধ্যমে আবারো তিনবার করে আনলিমিটেড নিতে পারবেন নিচে দেখানো save আইকনটিতে ক্লিক করে ভিডিও গ্যালারিতে সেভ করতে পারবেন।
Special Features

Plotagon or Z-Cut কার্টুন তৈরি করার জন্য খুবই জনপ্রিয় এবং ইজি। এই দুইটি অ্যাপস এর মাধ্যমে আমি কার্টুন তৈরি করি।
তাই আপনি কার্টুন তৈরি করতে চাইলে অবশ্যই এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন – 1
ব্লগার সাইটে পপ আপ youtube চ্যানেল সাবস্ক্রাইব বাটন যুক্ত করুন। Add pop up subscribe button on blogger site.

1st part

4 thoughts on "[?Hot]কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম 2023। কার্টুন হাটবে ফ্রিতে।[last part ]"

  1. saiful Contributor says:
    Mod version use kra jabe?
    1. My Story 111 Author Post Creator says:
      Na
  2. Md Himul Contributor says:
    ডেমু ভিডিও দিলে ভাল হত।

    ধন্যবাদ শেয়ার করার জন্য

    1. My Story 111 Author Post Creator says:
      আমার ফেসবুক আইডিতে গেলে ডেমো ভিডিও পাবেন

Leave a Reply