**বিসমিল্লাহির রাহমানির রহিম**
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশা করি, আল্লাহর রহমতে সবাই ভলো আছেন।
আজ আমি যে সাইটটির কথা আলোচনা করব তা হলো Traffic-monsoon

এই site টি online এ insant pay করে। এই সাইট থেকে আপনি যত খুশি ডলার আয় করতে পারেন এর জন্য আপনাকে
কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে না। আর কোন invest ও করতে হবে না। সম্পূন ফ্রি!
ট্রাফিক-monsoon কাজ করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ
*ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার / laptop
*একটি ইমেইল একাউন্ট।
* ১টি paypal/ payza account. account খোলার আগেই paypal/payza account খুলতে হবে। acount খোলার সময় paypal/payza এর email দিতে হবে। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
* দিনে সবোচ্চ 20 মিনিট সময়
* আর সবথেকে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা & ধৈয।
কাজের ধাপঃ
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
2. সব এড সময় মতো দেখা।
3. রেফারেল বানানো।
4. 10টি surf এড নিয়মিত দেখা। (Referral থাকলে আবশ্যক)
5. ডলার কেস আউট করা। অথ্যাৎ টাকা আয় থেকে শুরু করে হাতে পাওয়ার A to Z.
এবার কাজ শুরু করা যাকঃ
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে ট্রাফিক-monsoonরেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে নিচে ক্লিক করুন।

এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে register এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন। এবার নিচের ছবির মত পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার ট্রাফিক-monsoon একাউন্টটি তৈরি করুন।

* First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
* Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
* Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে)
* Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)
* Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)
* Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রখবেন)
* Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।)
* Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিডসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
*এবার I understand and fully agree to ট্রাফিক-munsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।
এবার আপনি একটি সমস্যা দেখতে পারেন যে, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়েগিয়েছে। এখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিকানেক্ট করে আবার কানেক্ট করুন। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “procced” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। এখন আনার gmail/ yahoo তে log in করুন। যদি উপরের লিখার মত না আসে তাহলে আপনার internet connection Disconnect করে আবার connect করে কয়েক বার চেষ্টা করুন, আসা করি হয়ে যাবে।
(Note: IP সমস্যা এর জন্য এমন না হতে পারে। এ সমস্যা দূর করতে Connection Off করে On করুন। বেশ কিছুবার করতে হতে পারে। তবে Register Under System এ যাবেন না।)
এবার আপনাকে আপনার ট্রাফিক-monsooon একাউন্ট ভেরিফাই করতে হবে:
ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিক-monsoon থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটিব করার একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিং করুন। আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।
2. সব এড সময় মতো দেখাঃ
একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হল প্রতিদিন নিয়মিত এডগুলো দেখা। এড দেখতে দিনে ২-৩ বার প্রতি ৩-৪ঘণ্টা পর পর account এ একাউন্টে লগিং করুন। [একাউন্টে লগিং করার সময়ও IP সমস্যা হবে। সমস্যা হলে মডেম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগিং করুন।] লগিং করে কিছু এড পাবেন এড ভেলু 0.01 ও 0.02 হয় প্রতিদিন এই সাইট তিনবার এড দেয় তিনবারে ১০-২০ টি এড দেয়। প্রতিদিন নিয়মিত এডগুলো দেখুন। প্রতিদিন রাত ১২টার পর; দুপুর 12 টার পর এড দেয় তারপর সকাল ৫টার পর আবার এড দেয় আবার বিকালেও কিছু কিছু এড দেয় তবে প্রতিদিন দেয় না।
ads দেখার ধাপ সমুহ:
account এ login করে নিচে গেলে নিচের picture এর মত দেখতে পাবেন click করুন। তবে রেজিস্টার করার সাথে সাথে এতো add নাও পেতে পারেন, তবে ২-৩ ঘন্টা পর পেয়ে যাবেন।

3. রেফারেল বানানোঃ

এই সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে ১০০% রেফারেল কমিশন। আপনি যেভাবে 0.4-0.5 সেন্ট প্র্রতিদিন পাবেন টিক একই ভাবে আপনার রেফারেল যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার রেফারেল থেকে আপনি আরও0.4-0.5 পাবেন প্রতিদিন। তাহলে আপনার যদি ১ জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন আয় করতে পারবেন 0.5+0.5 = $1 ডলার। এখন আপনি যত বেশি রেফারেল করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন এখন আপনি যদি প্রথম দিনই ২০ জন রেফারের বানাতে পারেন তাহলে আপনার প্রতিদিন আয় হবে, যদি ১০ সেন্টের এড দেয় তাহলে, ১০ × ২০ = ২ ডলার + আপনার আয় ১০ সেন্ট মোট ২ডলার ১০ সেন্ট এখন আপনি এইভাবে যত বেশি রেফারেল করতে পারবেন আপনার আয় তত বেশি হবে।
4. ১০টি surf এড নিয়মিত দেখাঃ
আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। লগিং করার পর সামান্য নিচে “Start Surfing” বাটনে ক্লিক একটি এড দেখে “Next“-এ ক্লিক করলে আরও একটি এড অপেন হবে এভাব মোট ১০টি এড দেখে “Back to Account” বাটনে ক্লিক করে আপনার একাউন্টে চলে আসুন এখন দেখতে পাবেন “Start Surfing” এরনিচে একটি টাইম শুরু হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে আপনার যত রেফারেল যতটি ক্লিক করবে আপনি সবক্লিকের ১০০% কমিশন পাবেন। তাই এই ১০টি এড দেখা খুব প্রয়োজন

কতটা earn হবে এই সাইট থেকে। এখানে আপনি 0.15 এর এড প্রতিদিন sure পাবেন। আপনার ১ টা রেফারেল থাকলে পাবেন সেই পরিমান কমিসন। মানে আপনার এক দিনের আয় হল ০.৩$. এখন ভাবুন ১০ তা রেফারেল হলে কি হবে, ১০x০.15=1.5$। শুরু করার ক্ষেত্রে ভাল আয়। মাসে আয় হচ্ছে ৩০x১.৫=৪৫ আর কি চায়। আয় বারাতে শুধূ রেফারেল বারান,ব্যাসসসসস। ছাত্রদের জন্য এটি খুব ভাল উপায়, কেননা এতে বেশি সময় লাগে না আর যা টাকা পায় তাই জমা করতে পারে। ১ বছরে ২০ টা রেফারেল থাকলেই ১২x৯০=১০৮০$ যা টাকাতে ৮১০০০ টাকা। এটা তো তারা পড়াশোনা করতে টাকার অসুবিধা হলেও কাজে লাগাতে পারে, তাই না কি? আর সময় ও কম লাগে তাই পড়ার ও ক্ষতি হবে না।
কিভাবে দৈনিক 10$ আয় করা যায়ঃ নিচের হিসাবটি দেখুনঃ

Your Daily Earning = $0.5
1Referral = $0.5Daily Earning
20refarel=$10 daily Earning
100Referrals = $50 Daily Earning
আশা করি বুঝতে পারছেন কিভাবে দৈনিক 10$ আয় করা যায়। এখন আপনি যত referral বানাবেন তত গুন আয় করতে পারবেন।

তো আপনারা আর দেরি না করে তারাতারি শুরু করে দিন.
আপনারা সবাই allah এর অনুগ্রহে ভালো থাকবেন.
সময় পেলে আমার জন্য দোয়া করবেন!
কিছুু বুঝতে না পারলে comment করে জানাবেন অবশ্যই আমি reply দিবো.

ধন্যবাদ সবাইকে

20 thoughts on "এবার Traffic-mon-soon থেকে প্রতিদিন $1 থেকে $10 ডলার income করুন এবং Referral ছাড়াই 0.5 আয় করুন,বিস্তারিত দেখুন dont miss it"

  1. VakToShai Contributor says:
    এখানে কি Rented Ref পাওয়া যায়?
    1. Akram Contributor Post Creator says:
      na direct ref korte hobe
  2. Mizanur.Rahman496 Contributor says:
    payza account verify kortay partayse na,amr kono voter id card nai…onno babe ki kora jabe??plz help…
    1. Akram Contributor Post Creator says:
      passport no din
  3. nournovey0 Contributor says:
    নিজের মূল্যবান সময় অন্য কাজে ব্যায় করুন।
  4. mdanisur Contributor says:
    Amr traficmonsoon account block hoe gase….. Parle aktu solution dan
    1. Akram Contributor Post Creator says:
      modem disconnect kore reconnect korun
  5. 420 AL-AMIN Contributor says:
    TK pabo ki vaba
    1. Akram Contributor Post Creator says:
      payza te tulun
  6. rafinrafin Contributor says:
    reneted reff powa jay na
    1. Akram Contributor Post Creator says:
      na
  7. foyjulalishah Contributor says:
    Refal kibabe banabo ektu bolben
    1. Akram Contributor Post Creator says:
      ref link er maddome
  8. Akram Contributor Post Creator says:
    jara account khulcen sobai plz account active korun email a jan. tana hole account delete hoe jabe
  9. rabdur041.bd Contributor says:
    আমি trafficmonsoon এ কাজ করে $৫+ আন করেছি। কিন্তু $ payza te sent করতে পারছিনা। payza te balance ও নেই। এখন কি করব? plz help me.
  10. jawadAfnan Contributor says:
    singup to koresi bt lpgin ar time a no bot likha ashce

    ank bar. trpor blockd dkhasse…

  11. Habib Ex Contributor says:
    traffc theke ki vabe payza te dollar withdraw korbo…..plz bolen………
  12. mdmonnap Contributor says:
    ভাই ad কি ভাবে দেখে, একটু বুঝায়ে বলুন plz…..

Leave a Reply