প্রথমে আমার সালাম নেবেন। আশা
করি ভালো আছেন। কারন আমাদের
সাথে থাকলে সবাই ভালোই থাকে।
তাই আজ
আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসলাম।
আর কথা বাড়াবো না কাজের কথায়
আসি।

বাংলাদেশ সেনাবাহিনী ৭৭
বিএমএকোর্সে দ্বিতীয় ধাপে ভর্তির
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দীর্ঘমেয়াদি এ কোর্সে প্রশিক্ষণ
শেষে ক্যাডেটদের সরাসরি
লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া
হবে।
প্রশিক্ষণকালীন এমআইএসটিয়ের (MIST)
অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক
অ্যান্ড কমিউনিকেশন
ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও
সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে
এবং বিইউপির (BUP) অধীনে
আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি,
পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে
ডিগ্রি অর্জন করা যাবে।
♥♦কোর্সটিতে আবেদনের জন্য
বিস্তারিত br />
♦শিক্ষাগত যোগ্যতা br />

প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ
হতে হবে। ইংরেজি মাধ্যমের
প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি
বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড ও
তিনটিতে বি গ্রেড এবং ‘এ’
লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটি
বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’
গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের
এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন
করতে পারবেন।
♦শারীরিক যোগ্যতা br /> পুরুষ
প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট
চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের
মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও
স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই
ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ
স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত
অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
♦অন্যান্য যোগ্যতা br />
প্রার্থীদের বয়স আগামী ১
জানুয়ারি-২০১৭ তারিখে ১৭ থেকে
২১ বছর হতে হবে। তবে
সেনাবাহিনীতে কর্মরত
প্রার্থীদের
ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর
পর্যন্ত গ্রহণযোগ্য। শুধু অবিবাহিত
প্রার্থীরা আবেদন করতে পারবেন
পদটিতে।
♦নির্বাচন পদ্ধতি br /> আবেদনকারী
প্রার্থীদের আগামী
১৯ থেকে ২৯ জুন তারিখ পর্যন্ত
বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক
মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া
হবে। উত্তীর্ণ প্রার্থীরা বাংলা,
ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞান
বিষয়ে ১৫ জুলাই লিখিত পরীক্ষায়
অংশগ্রহণ করবেন। এরপর আইএসএসবি
পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও
চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে
প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
♦আবেদন প্রক্রিয়া br /> আগ্রহী
প্রার্থীরা এক হাজার টাকা
আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ
সেনাবাহিনীর ওয়েবসাইট
ঠিকানায়
(www.joinbangladesharmy.mil.bd) আবেদন
করতে পারবেন। আবেদন করা যাবে ৩১
জুন-২০১৬ তারিখ পর্যন্ত।

ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !

7 thoughts on "সেনাবাহিনীতে আকর্ষণীয় নিয়োগ , যোগ্যতা উচ্চ মাধ্যমিক।"

  1. R-Nahin Contributor says:
    ধন্যবাদ
  2. abirbai Contributor Post Creator says:
    wlc
  3. Shakil53 Contributor says:
    সেনাবাহিনী, বর্ডার গার্ড, পুলিশের সবার বিঙ্পতি দিবেন।
  4. abirbai Contributor Post Creator says:
    yes
  5. Parvez0328 Contributor says:
    very helpful post……এই রকম পোস্ট আরও চাই।।।।
  6. abirbai Contributor Post Creator says:
    ok

Leave a Reply