PAYZA কি???
PAYZA হল একদরনের ভারচুয়াল ব্যাংক।
ধরুন আপনি অনেক কষ্ট করে অনলাইনে
কিছু ডলার আয় করলেন ……………… কিন্তু
এই ডলার আপনি বাংলাদেশ থেকে
কিভাবে টাকা হাতে পাবেন ???
তখন আপনার একটা অনলাইনে ব্যাংক
লাগবে যার মাদ্দমে আপনি আপনার
আয় তুলতে পারবেন । PAYZA হল অনলাইন
ব্যাংক……..। PAYZA
হতে বাংলাদেশ এ
সরাসরি যেকোন অনলাইন
ব্যাংক এ অথবা/CREDIT CARD
মাধ্যমে টাকা তোলার
সিস্টেম রয়েছে। তাই
এখানে টাকা তুলতে কোন
ঝামেলা হয় না বললেই চলে।
এবারে আসুন
কিভাবে আপনি একাউন্ট
খুলবেন।
PAYZA ( পায়যা)একাউন্ট খুলার জন্য
এখানে ক্লিক করুন।

সাইটটি লোড
না হওয়া পর্যন্ত
অপেক্ষা করুন।
SIGN UP NOW লিখায় ক্লিক করুন।
SIGN UP লেখা বাটনটিতে ক্লিক
করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।
1. CHOOSE YOUR COUNTRY
বক্সটি থেকে BANGLADESH
সিলেক্ট করুন।
2. CHOOSE YOUR ACCOUNT TYPE
থেকে PERSONAL STARTER
অথবা PERSONAL PRO সিলেক্ট করুন।
এখানে :
একটি সাদা কাগজে রেজিস্ট্রেশন
সংক্রান্ত গুরুত্বরপূর্ন
তখ্যগুলো লিখে রাখতে ভুলবেন্
না।]
PAYZA একাউন্ট খুলার জন্য
এখানে ক্লিক করুন।
তারপর পেইজটির নিচের
অংশে ডান পাশে NEXT
বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য
অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন
হওয়ার পর CONTACT INFORMATION
নামে একটি REGISTRATION FORM
দেখতে পাবেন।
REGISTRATION FORM
টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ
করুন।
FIRST NAME: এখানে আপনার
নামের প্রথম অংশ লেখুন।
LAST NAME: এখানে আপনার
নামের শেষ অংশ লেখুন।
ADDRESS LINE 1: এখানে আপনার
ঠিকানা লেখুন।
ADDRESS LINE (OPTIONAL) 2:
প্রয়োজন নাই।
CITY / TOWN: আপনার শহরের নাম
লেখুন।

COUNTRY: এখানে আপনার দেশের
নাম (BANGLADESH) লেখুন।
REGION: এখানে লেখুন দক্ষিন
এশিয়া (SOUTH ASIA).
POSTAL CODE:
এখানে পোস্টকোড লেখুন।
COUNTRY OF CITIZENSHIP: BANGLADESH
সিলেক্ট করুন।
HOME PHONE: এখানে বাসার
ফোন নাম্বার লেখুন। OR MOBILE
NUMBER
WORK PHONE (OPTIONAL): প্রয়োজন
নাই। EXT: প্রয়োজন নাই।
MOBILE PHONE (OPTIONAL): প্রয়োজন
নাই। OR MOBILE NUMBER
OCCUPATION: আপনার
পেশা কী সেটা সিলেক্ট করুন।
( ANY )
DATE OF BIRTH: আপনার জন্ম তারিখ
সিলেক্ট করুন।
এরপর পেইজটির নিচের
অংশে ডান পাশে NEXT
বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য
অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন
হওয়ার পর PAYZA (পায়যা) ACCOUNT
LOGIN
নামে একটি FORM
দেখতে পাবেন।
FORM টি প্রয়োজনীয় তথ্য
দিয়ে পুরণ করুন।
পায়যা ACCOUNT LOG IN:
EMAIL ADDRESS: এখানে ইমেইল
এড্রেস লেখুন।
PASSWORD: এখানে নূন্যতম ৬
অক্ষরের একটি পাসওয়ার্ড
লেখুন।
RE-ENTER PASSWORD: পুনরায় নূন্যতম ৬
অক্ষরের পাসওয়ার্ডটি লেখুন।
TRANSACTION PIN: ৪ থেকে ৮
অক্ষরের যে কোন
একটি নাম্বার লেখুন।
RE-ENTER TRANSACTION PIN: পুনরায় ৪
থেকে ৮ অক্ষরের
নাম্বারটি লেখুন।
PASSWORD RECOVERY:
SECURITY QUESTION #1: তীর
চিহ্নটিতে ক্লিক
করে একটি প্রশ্ন সিলেক্ট করুন।
ANSWER #1: এখানে প্র্রশ্নটির
উত্তর লেখুন।
THIRD PARTY INFORMATION:
এখানে NO এর পাশে ছোট
গোল ঘরটিতে (রেডিও বাটন)
ক্লিক করুন।
WORD VERIFICATION:
এই অংশে বড় বড়
যে অক্ষরগুলো দেখতে পাবেন
সেগুলোকে ঠিক সেইভাবেই
নিচের বক্সটিতে লেখুন।
USER AGREEMENT:
I AGREE TO পায়যা USER AGREEMENT
এর পাশে ছোট
চারকোনা বক্সটিতে ক্লিক
করুন।
এখন আপনি আপনার ইমেইল
একাউন্টটিতে লগ ইন
করে ইনবক্সটি চেক করুন। লক্ষ্য করুন
PAYZA: VALIDATE YOUR EMAIL
শিরোনামে একটি MESSAGE
দেখা যাচ্ছে। MESSAGE
টি ওপেন করুন।
আপনাকে সম্বোধন
করে নিচের মত কিছু
লেখা থাকবে:
পায়যা একাউন্ট খুলার জন্য এখানে
ক্লিক করুন।
DEAR অমুক/তমুক,
YOU HAVE 1 STEP REMAINING TO
COMPLETE YOUR REGISTRATION. PLEASE
CLICK ON THE FOLLOWING LINK OR COPY
AND PASTE IN YOUR BROWSER TO VALIDATE
YOUR E-MAIL ADDRESS:
উপরের লেখাগুলোর পরেই
একটি হালকা নিল VALIDATION LINK
থাকেব, সেটার উপরে ক্লিক
করুন। নিচের মত তথ্য নিয়ে নতুন
একটি পেইজ ওপেন হবে:
LOGIN AT PAYZA.COM
লেখা বাটনটিতে ক্লিক
করুন। নতুন
একটি পেইজ ওপেন
হবে।
EMAIL ADDRESS: এখানে ইমেইল
এড্রেস লেখুন।
PASSWORD : পাসওয়ার্ড লেখুন।
LOGIN ক্লিক করুন।
TRY IT NOW ক্লিক করুন।
{বি.দ্র:
পায়যা সাইটিকে আমরা একটি
ব্যাংকের
সাথে সাদৃশ্য
করতে পারি। অর্থাৎ, ব্যাংক
একাউন্টে যেমন
আমরা টাকা জমা রাখা বা তুলেত
পারি, PAYZA তে একাউন্ট
মানে ঠিক ঐ কাজগুলোই করার
সুযোগ
গ্রহন করা।}
PAYZA একাউন্ট খুলার জন্য
এখানে ক্লিক করুন।
PAYZA অ্যাকাউন্ট
যে ভাবে ভেরিফাই
করবেন ………………
এখন অনেক দিন
ধরে আমাকে প্রায় 70/80 বার এর
মত এই প্রস্ন টা জিজ্ঞেস
করা হয়েছে – কি ভাবে PAYZA
অ্যাকাউন্ট ভেরিফাই
করা যায় ? কিন্তু আমি প্রতিবার
প্রস্নটাকে এরিয়ে গেছি আমি এর
উত্তর জানি না বলে কিন্তু
এবার আর পারলাম না কারন
আমার নিজের ই প্রয়োজন পরল
তাই আমি টিউনসটি দিলাম

28 thoughts on "দেখে নিন কিভাবে Payza একাউন্ট খোলা যায়"

  1. mdsaifur Contributor says:
    Improtent post bro
  2. GM Shohagh Hasan Contributor says:
    রানা আমি টিউনার হতে চাই।আমার পোষ্টগুলো দেখুন প্লিজ
  3. GM Shohagh Hasan Contributor says:
    রানা ভাই আমি টিউনার হতে চাই।আমার পোষ্টগুলো দেখুন প্লিজ
  4. Masum Billah Author says:
    স্কিন শুট সহ পোস্ট করেন না কেন…… শুধু কপি করে পেস্ট করে দিচ্ছেন….
  5. showkhin islam Contributor says:
    credit card daba ke?
    1. ব্লগার আকাশ Contributor Post Creator says:
      ha dibe
  6. Rk Rakib Contributor says:
    Pic Soho post dan
  7. ব্লগার আকাশ Contributor Post Creator says:
    next time try korbo vai
  8. mokther Contributor says:
    credited card chara ki direct taka tola jaba na..?? bank a gia
    1. ব্লগার আকাশ Contributor Post Creator says:
      ha zabe
  9. mokther Contributor says:
    amr account a $12 assa taila ki…payza accoun khula dirict bkash korata parbo aksh..??
    1. Rubel Author says:
      na সরাসরি bkash এ transfer করা যায়না। আপনি 20$ দিয়ে payza mastercard নিতে পারেন। তারপর Atm থেকে Taka তুলবেন
    2. arnob007 Contributor says:
      bkash e taka tola jai
  10. munnabd93 Contributor says:
    vie link e to dhuka jacce na?
    1. Rubel Author says:
      see this
  11. Rubel Author says:
    http: //income77 .heck. in/android-payza-verify. xhtml screenshot সহ যারা পারেন নি তারা দেখতে পারেন।
    space গুলো কেটে দিবেন
    আকাশ ভাইয়া youtube সম্পর্কে একটু জানতে চাই,, তেমন অভিজ্ঞতা নাই। fb link টা দিবেন pls… অথবা আমার link fb. com/rubelt77
    1. Mikdad Micky Contributor says:
      Xhtml ta ki likbo ? Url e lekha
  12. Mikdad Micky Contributor says:
    Nice bro. Taka tular beparta bujiye bolle ektu valo hoto
    1. ব্লগার আকাশ Contributor Post Creator says:
      ভাই
      গুগল এ সারচ দিন
      তাহলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন
    2. Mikdad Micky Contributor says:
      Vaiya,please give me your fb id address. Please bro please
  13. Md Yasin Contributor says:
    দারুন পোষ্ট! screenshot সহ দিলে ভালো হত।
    1. ব্লগার আকাশ Contributor Post Creator says:
      ভাইয়া
      ভুল হয়েছে।
      অবশ্যই পরের বার চেস্টা করব
    2. Rubel Author says:
      income77. heck. in space কেটে দিলেই হবে
  14. Rubel Author says:
    আমার দেওয়া link থেকে দেখতে পারেন
  15. Mujibur Contributor says:
    verified korbo kibabe..verified na korle. payza acount khule ki hobe…?
  16. jani na Contributor says:
    Akjon ar nid dia koita varifai hoibo
  17. অচেনা পাখি Contributor says:
    Online money gula payza te patanur jonno card number cay ..eta koi pabo?

Leave a Reply