Part:01(SignUP and Description)


শুভ সন্ধা বন্ধুরা,
আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।
TrickBD তে অনেক Visitor আছে যারা Online Earnings এর সাথে জড়িত।এছাড়াও রয়েছে নতুনেরা,যারা Online Earnings শুরু করেছেন বা ভাবছেন করবেন!

কিন্তু সবার মনে একই Question টাকা হাতে পাবো কীভাবে?


কোন কিছু জমা করার জন্য যেমন আগে থেকে এর জায়গা করতে হয়।তেমনি টাকা Income করতে হলে আগে ,এমন একটা বিশ্বস্ত Account দরকার যেখান থেকে আপনি এটা সহজে হাতে পেতে পারেন।

হ্যা বন্ধুরা,এমন একটা বিশ্বস্ত Account হতে পারে Skrill ।

Skrill কী?
Skrill হচ্ছে Online Banking এর মত একটা মাধ্যম,যেটা থেকে আপনি Instantly টাকা পাঠাতে পারবেন,Online এ payment করতে পারবেন।যে কোন Skrill supported website বা app থেকে টাকা Withdraw করে Skrill Account এ নিতে পারবেন।
সব থেকে বড় বিষয়টা হলো Skrill Bangladesh Supported ।

∆Skrill Account এর আরো কিছু সুবিধাঃ
১.এই Account থেকে যে কোন Master Card এর আবেদনের জন্য টাকা Upload করতে পারবেন।
২.যে সব Account গুলো খুলতে Doller Upload করা লাগে,Skrill থেকে সেখানে Doller Upload করতে পারবেন।(যেমন Paypal)
৩.Whaff Rewards/Bitcoin/Make Money এবং যে App গুলো Skrill supported সেখান থেকে Payment নিতে পারবেন।
৪.Skrill ব্যবহার এর মাধ্যমে আপনি পেতে পারেন,একটি Skrill Master Card(plastic card,virtual নয়) যেটা চলে আসবে আপনার বাসায়।

প্রশ্নঃ সবই বুঝলাম,কিন্তু টাকা হাতে পাবো কিভাবে?

সব থেকে Safe উপায়টা হচ্ছেঃ
∆Bank Account
আপনি Skrill এ আপনার Bank Account Add করতে পারবেন।তাই Easily আপনি টাকা Bank এ পেয়ে যাবেন।(Bangladesh এর প্রায় সব Bank Skrill Support করে।)
তবে এক্ষেত্রে টাকা আসতে ৪/৫ দিন সময় নিবে।

আর আপনি যদি,আরো দ্রত টাকা হাতে পেতে চান,তাহলে আপনি Bkash এ টাকা পেতে পারেন।


∆এ জন্য আপনাকে Bkash এর Online Servise এ গিয়ে,আপনার Bkash No. দিতে হবে এবং Skrill থেকে তাদেরকে আগে Money Send করতে হবে।
এজন্য এটা একটু UnSafe।তবে এমনটা হয় না বললেই চলে।(টাকা এসে যাবে 2/3 ঘন্টার মধ্যে)

তো বন্ধুরা এখন যদি মনে হয় যে এটা Safe and Trusted, তাহলে চলুন Account খুলি এবং Verify করি।

যা যা দরকারঃ
1.National Id Card
অথবা,
2.Driving License
অথবা,
3.Passport
আর আপনার ঠিকানা,যে ভাবে ID card এ দেওয়া আছে।(Passport বা Driving license এ English এ থাকে।এজন্য ওখান থেকে Sure Address পাবেন।)

এবার শুরু করা যাকঃ
Skrill এ SignUP করতে নিচের Link এ যান।
Skrill SignUP
First Step:

Country: Bangladesh
Currency: USD DOLLER দিন।

NEXT



Email:এটা আপনার mail address দিবেন।এই Address টাই আপনার Skrill Account এর Address হবে।
এক্ষেত্রে একটা নতুন এবং সঠিক Name এ gmail অথবা Yahoo Account খুলতে পারেন।
Password:নিশ্চয়ই বলা লাগবে না।

NEXT



আপনার Full নাম/জন্মতারিখ দিন।(ID card অনুযায়ী)

NEXT



আপনার ঠিকানা দিন।(ID card এর পিছনে পাবেন।)
City:আপনার জেলার নাম দিন।
Postal Code:(ID card এর পিছনে পাবেন।)

NEXT



একটা Phone No. দিন।
Capcha সমাধান করে OPEN ACCOUNT এ click করুন।

Continue My Account এ click করুন।
কাজ এখনো শেষ হয় নি।

আপনার Mail check করুন।একটা mail পাবেন যেটা Skrill থেকে আসবে।

Open করুন।একটা link পাবেন,click করুন।(Android User রা একই Browser select করবেন,যেটা দিয়ে Account খুলেছেন।

Email verified হয়ে গেল।

কিন্তু Account কি Verified হয়ে গেল? না।আপনি এই Account থেকে এখন 2500£=2665$ চালাতে পারবেন।তাই Account টা এখনো Limited ।এখন আমরা Account সম্পূর্ণ verify করবো।

See Part:2{Verification}

বেশি Screenshot এক Post দেওয়া যায় না,তাই Part করতে বাধ্য হলাম…..

28 thoughts on "[Mega Post]{বাংলাদেশ থেকে কীভাবে ফ্রিতে Verified Skrill Account খুলবেন। সাথে জেনে নিন Skrill এর বিস্তারিত।}[Exclusively by SK SUMON]{Part:01}"

  1. WapmasterArif Contributor says:
    প্লিস কোনো ওয়াপকা এক্সপার্ট থাকলে আমাকে
    ফেসবুক লিন্ক টা দিন।
    আমাকে সাহায্য করুন। আমি কিছু প্রশ্ন করতে চাই।
    fb.com/hd.jibon.503
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Kew thakle..uneke help korun
    2. K.M. Jalal Hossen Contributor says:
      ki help lagbe
    3. Silent Killer Sumon Author Post Creator says:
      Bro..amk na..arif vai k help korun
  2. WapmasterArif Contributor says:
    tnx sumon bro…
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Welcome bro..sob amra amrai toh
  3. K.M. Jalal Hossen Contributor says:
    address1
    address2 a ki akeu address dibo
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Bro..eki address dite paren…ba alada 2ta dite paren..eki deoya vlo
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Welcome..
  4. MaksuduL HasaN Contributor says:
    Nid verified na kore ki tk lenden kora jay bro???? janaben please
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Ora bole je jai…kintu ami sure na korle jamela hoi
  5. Noyon Raj Author says:
    Thanks you…carry on
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      thanks you
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      welcome
  6. Rabby1234 Contributor says:
    Bro amar Ammu/Abbu r I’d card dia korle hoba at gmail amar dibo….
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      hobe…Apner abbu ter nin…sob kisu oi id card theke diben…perle ekta new gmail..kule nin abbur name e
  7. Shuvo Raz Contributor says:
    প্রিমিয়াম ব্যবহার করা ভাল, এ ব্যপারে ফ্রি এর কোন ভরসা নেই। তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ,
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Wwlcome
  8. Ezaz Author says:
    yes..

    10000000% best post… thx..

    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Welcome bro…kono help lagle bolben
  9. blackmailernahid Contributor says:
    vai apnar fb id ta dan @sumon
  10. Semu Contributor says:
    vai dbse wallet k payment dey.I mean bitcoin to bkash or skrill to bkash.
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Haa..2tai kaaj kore
  11. Semu Contributor says:
    koy ghontar moddhe payment dey & minimum koto?
    1. Silent Killer Sumon Author Post Creator says:
      Minimum 1$ …3/4hours

Leave a Reply