আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের সামনে নতুন টিউন নিয়ে হাজির হলাম।
আজকের টিউনটি হচ্ছে কিভাবে আপনার ইউটিউব এ আপলোড করা ভিডিও এর ads show করাবেন।
বর্তমান এ কম বেশি সকলেরই ইউটিউব চ্যানেল রয়েছে।
কিন্তু দেখা যায় যে ইউটিউব এ ভিডিও আপলোড করার পর monetization করার পরও ads show করে না।
আজকে দেখাব কিভাবে ads show করাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে google chorme or firefox ওপেন করুন।
তারপর এড্রেস বারে http://youtube.com টাইপ করুন।
এরপর menu বাটনে ক্লিক করে my channel এ ডুকুন।

আপনার channel থেকে video maneger এ ক্লিক করুন।

তারপর আপনি যে ভিডিও টি তে ads দেখাতে চান সেটি select করুন।
তারপর উপর থেকে action এ ক্লিক করুন।এরপর more action এ ক্লিক করুন।

তারপর Monetization এ ক্লিক করুন।

এরপর Monetization with ads select করুন।
তারপর submit বাটনে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ।আপনাদের বুঝার সুবিধার্থে স্ক্রিনশট ব্যবহার করেছি।এরপর ও যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও টি দেখে নিতে পারেন।যদি পারেন তাহলে subscribe বাটনে ক্লিক করবেন।

যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আজ আর নয়, দেখা হবে অন্য কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।আর সব সময় ট্রিকবিডি এর সাথে থাকুন।

আল্লাহ হাফেজ
সৌজন্যে:আমার সাইট

8 thoughts on "আপনার কি ইউটিউব ভিডিও এর ads show করে না?তা হলে আজই নিন তার সমাধান।ভিডিও +স্ক্রিনশট সহ"

  1. Shaheen Uddoula Author says:
    Android দের জন্য chrome এ Desktop করে চালান
  2. Nh Nirob Contributor says:
    nice….post… but ata jani
  3. JSzabed Contributor says:
    SMS delete Hole kivabe Piriye anajai please help me…
  4. Emrus Legend Author says:
    আমি তো এডসেন্স ই পাচ্ছিনা!
    বিঃদ্রঃ এন্ড্রয়েড দিয়ে ট্রাই করেছি।
    হেল্প করতে পারবেন?
    1. Hasan Mamun Contributor Post Creator says:
      আপনি google chrome ব্যবহার করুন।Descktop version করে।
    2. Hasan Mamun Contributor Post Creator says:
      আর কোনো সাহায্য লাগলে যোগাযোগ করুন।
      http://facebook.com/mmhasan.mamun
    3. Emrus Legend Author says:
      ধন্যবাদ ভাইয়া,
      আমি ট্রাই করবো।
      আর না পেলে আপনাকে হেল্প এর জন্য বলবো!

Leave a Reply