ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ পাওয়ার জনপ্রিয় ওয়েবসাইট আপওয়ার্কে
কীভাবে কাজের সাফল্যের (জব সাকসেস স্কোর) হিসাব করা হয়, এটা
নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। আগে যখন ওডেস্ক
এবং ইল্যান্স (ওডেস্ক ও ইল্যান্স মিলে বর্তমানে আপওয়ার্ক) ছিল, তখন
শুধু গ্রাহকের মন্তব্যের (ফিডব্যাক) রেটিং গণনা করা হতো। আপওয়ার্ক
হওয়ার পর থেকে আর শুধু ফিডব্যাক গণনা করা হয় না। এখন জব সাকসেস
স্কোর হিসাব করা হয়। জব সাকসেস স্কোর অনেক কিছুর ওপর নির্ভর
করে। জব সাকসেস স্কোর = সব ফিডব্যাক (পাবলিক ও প্রাইভেট) +
দীর্ঘদিন ধরে সম্পর্ক, চুক্তির পুনরাবৃত্তি ‍+ কোনো কাজ ছাড়া চুক্তি,
পর্যাপ্ত ফিডব্যাকের ঘাটতি। জব সাকসেস স্কোর = (চুক্তির সফল বাস্তবায়ন
– নেতিবাচক ফলাফল)/মোট কাজের ফলাফল আপওয়ার্ক প্রতি ১৪ দিন পরপর
রোববারে ৬ মাস, ১২ মাস এবং ২৪ মাসের জব সাকসেস স্কোর
আলাদাভাবে হিসাব করে। যে স্কোরটি বেশি হয় সেটি ফ্রিল্যান্সারদের

প্রোফাইলে যোগ করে। জব সাকসেস স্কোর ৯০ বা তার চেয়ে
বেশি হলে অনেক ভালো হিসেবে গণ্য হয়। ৭৫ বা এর কম হলে খারাপ
হিসেবে গণ্য হয়। জব সাকসেস স্কোর ৭৫-এর চেয়ে কমে গেলে
নতুন Outsourcing কাজ পেতে অনেক সমস্যা হয়।

দীর্ঘমেয়াদি চুক্তি এবং চুক্তির পুনরাবৃত্তি স্কোর বাড়ায়: কোনো চুক্তি যদি
অনেক দিন ধরে চলে এবং নিয়মিত কাজের পারিশ্রমিকের লেনদেন হয়,
তবে স্কোর বাড়ায়। আবার একই গ্রাহক বারবার কাজ দিলেও স্কোর বাড়ে।

বাজে গ্রাহকের ফিডব্যাক গণনা করা হয় না: যেসব গ্রাহক সব ফ্রিল্যান্সারের
সঙ্গেই বাজে ব্যবহার করে এমন ক্লায়েন্টদের ফিডব্যাক গণনা করা হয়
না এবং তাদের অ্যাকাউন্ট আপওয়ার্ক বন্ধ করে দেয়।

লেনদেন হয় না এমন চুক্তি স্কোর কমিয়ে দেয়: কোনো একটা চুক্তির
কাজ শুরু হওয়ার পর যদি পেমেন্ট লেনদেন না হয় তাহলে নির্দিষ্ট একটা
সময় পর এটা স্কোর কমিয়ে দেয়। তাড়াতাড়ি এই কন্ট্রাক্টটি শেষ করে এই
সমস্যা থেকে বাঁচা যায়।

ফিডব্যাক ছাড়া চুক্তি শেষ হলে কমে যায়: মাঝেমধ্যে ফিডব্যাক ছাড়া চুক্তি
শেষ হলে কোনো সমস্যা হয় না, কিন্তু নিয়মিত ফিডব্যাক ছাড়া চুক্তি শেষ
হলে স্কোর কমে যায়। গ্রাহককে অনুরোধ করে ফিডব্যাকসহ কন্ট্রাক্ট

এন্ড করলে এই সমস্যা থেকে বাঁচা যায়।

Full Credit Plopi Bhaiya(Find Me)

যে কোন ডিজাইনের WordPress অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন। এবং সাইট থেকে আয় করুন প্রতিদিন 150-200 টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ।আমার সাইট:- SomaiBD.Com

যোগাযোগব্যবস্থা : 01758143289


8 thoughts on "(মেগা পোষ্ট) কিভাবে আপওয়ার্কে কাজের সাফল্য হিসাব করা হয়। যেভাবে আপনি নিজের কাজের সফল হবে। By Plopi"

  1. jani Contributor says:
    php dow script den
  2. kawsar Contributor says:
    Ami ekta app link dissi jeitate shobtheke beshi income dewar chesta kore
    সরাসরি মোবাইল রিচার্জ দেয় বাংলাদেশে
    ?https://goo.gl/5Kzm4b?
  3. Sofikul Islam Author says:
    রানা ভাই, আমি নিজে তিনটি পোস্ট করেছি, কোন কপি করি নি। দয়া করে আমার পোষ্ট গুলো রিভিউ করেন।
  4. T@njil Contributor says:
    vai DBBL ki?
    1. Plopi Bhaiya Subscriber Post Creator says:
      Dutch-Bangla Bank Ltd
    2. T@njil Contributor says:
      Amar mobile a msg ase You DBBL acount has 36.30 point. Atadara ki buzache
    3. Plopi Bhaiya Subscriber Post Creator says:
      এসএমএস কমেন্ট করেন
  5. T@njil Contributor says:
    Msg ki ai,
    Dear sir, Monthend Balance of Feb-17 for DBBL AC no 3356 is BDT 36.30 accumulated reward point upto 30 march.
    .
    Ki ata plz bolen

Leave a Reply