১. Nudity or sexual content: (নগ্নতা বা যৌন
সামগ্রী)
পর্নোগ্রাফি বা যৌনতাপূর্ণ বিষয়বস্তুর ইউটিউব এলাও
করেনা।. এমনকি নিজের ভিডিও না।যদি প্রাথমিক উদ্দেশ্য,
শিক্ষাগত তথ্যচিত্র, বৈজ্ঞানিক, বা শৈল্পিক একটি ভিডিও
নগ্নতা বা অন্যান্য যৌন বিষয়বস্তু অনুমোদিত হতে পারে,
এবং তা অযৌক্তিকভাবে নয়. উদাহরণস্বরূপ: স্তন
ক্যান্সারের উপর একটি তথ্যচিত্র উপযুক্ত হবে, শিক্ষাগত
তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক হয়. কিন্তু একই তথ্যচিত্র
থেকে প্রসঙ্গের বাইরে পোস্ট করা যাবে না. শিরোনাম এবং
বর্ণনা দিয়ে পুরো বিষয় টা বুঝিয়ে দিতে হবে।নগ্নতা বা
নাটকীয় যৌন আচরণ ধারণকারী ভিডিও বয়স-সীমাবদ্ধতা
করে দিতে হবে।

২.Violent or graphic content: (হিংসাত্মক বা
গ্রাফিক সামগ্রী)
হিংসাত্মক বা রক্তাক্ত সামগ্রী, উত্তেজনাপূর্ণ, ।সহিংসতা,
প্রতিবাদকারী ফুটেজ কারো অসম্মান করার উদ্দেশ্যে
পোস্ট করা যাবে না।যদি আপলোড করতেই চান তাহলে
অনেক তথ্য দিতে হবে।যেমন: তারিখ, অবস্থান, বিষয়বস্তু,
প্রাসঙ্গিক বা শিক্ষাগত তথ্য। তবে মুভি গান ভিডিও তে যদি
ওগুলো থাকে তবে তেমন সমস্যা নেই।মাত্রা অনুযায়ী বয়স
সীমাবদ্ধতা থাকতে হবে।সন্ত্রাসী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের
উপর কোন ভিডিও আপলোড করবেন না।

৩. Hateful content : জাতি ধর্ম, অক্ষমতা, লিঙ্গ,
বয়স, জাতীয়তা, প্রবীণ অথবা যৌন অভিযোজন / লিঙ্গ
পরিচয়, অথবা যার প্রধান উদ্দেশ্য ঘৃণা উস্কে দেয়ার উপর

ভিত্তি ব্যক্তি বা দলের বিরুদ্ধে সহিংসতা এই রকম ভিডিও।
ঘৃণাবাচক কথা যেমন: জাতি বা জাতিগত
উত্স,ধর্ম,অক্ষমতা,লিঙ্গ,বয়স,প্রবীণ, যৌন অভিযোজন /
লিঙ্গ পরিচয় ইত্যাদি আপলোড করবেন না।

৪. Spam, misleading metadata, and scams:
(স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা এবং স্ক্যাম) দর্শন
বাড়ানোর জন্য ভুল বিবরণ, ট্যাগ, শিরোনাম, বা থাম্বনেল
তৈরি করবেন না. মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা সহ
অলক্ষিত, অযাচিত বা পুনরাবৃত্তিমূলক বৃহত পরিমাণে
বিষয়বস্তু পোস্ট করা ঠিক নয়। বেশী লাইক, কমেন্ট,
ভিউয়ার, সাবস্ক্রইবার বাড়ানোর জন্য কোন প্রকার
সফ্টওয়ার ব্যাবহার করা যাবে না।আপনার ভিডিওতে যা আছে
তাই ট্যাগ লিখেন, সেই অনুপাতে টাইটেল লিখেন, বর্ণনা
লিখেন। থাম্বনেইল এবং ভিডিও বিষয় বস্তু একই রাথুন।
ভিউয়ারা বিভ্রান্ত হয় এমন থাম্বনেইল দেবেন না।বেশি
আর্ন করার জন্য অন্য কাউকে এ্যাড ক্লিক করতে বলবেন
না।

৫. Harmful or dangerous content: (ক্ষতিকারক
বা বিপজ্জনক বিষয়বস্তু) বাচ্চাদের উত্সাহিত করে এমন
পোস্ট করবেন না. যেমন ক্ষতিকর বা বিপজ্জনক কাজ
দেখানো ভিডিও, তীব্রতার উপর নির্ভর করে মুছে বয়স-
সীমাবদ্ধ হতে পারে।
হিংসার উদ্রেক করে, বিপজ্জনক, বেআইনী কাজে, মারাত্মক
শারীরিক ক্ষতি, ঝুঁকি আছে, বিপজ্জনক বা বেআইনী কাজ,
বোমা তৈরির নির্দেশ, বিষম গেম, হার্ড মাদক ব্যবহার, বা
অন্যান্য কাজ যেখানে গুরুতর আঘাত হতে পারে। যদি
প্রাথমিক উদ্দেশ্য, শিক্ষাগত তথ্যচিত্র, বৈজ্ঞানিক, অথবা
শিল্পসম্মত (EDSA) একটি ভিডিও বিপজ্জনক ঘটনাপূর্ণ
মঞ্জুরিপ্রাপ্ত হতে পারে, এবং তা অযৌক্তিকভাবে গ্রাফিক
নয়. উদাহরণস্বরূপ, বিষম গেম বিপদ এক সংবাদ টুকরা

উপযুক্ত হবে, কিন্তু ছাঁট একই তথ্যচিত্র থেকে প্রসঙ্গের
বাইরে পোস্ট করা যাবে না.

৬. Copyright: (কপিরাইট) এটার ব্যপারে তো সবাই যানে।

৭. Threats: (হুমকি) শিকারী আচরণ, ছদ্ম, হুমকি,
হয়রানি, ভয় দেখানো, গোপনীয়তায় হস্তক্ষেপ, মানুষের
ব্যক্তিগত তথ্য প্রকাশ, অন্যদের হিংসাত্মক কাজে
প্ররোচিত করা অথবা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন এই গুলো
ইউটিউব খুব গুরুত্বের সাথে গ্রহণ করে। এই ধরনের ভিডিও
আপলোড করবেন না।

How To Get back SuspendedTerminated /
Youtube Channel In Five 5 Minute Bangla
2017

আজ এই এখানেই থামতে হচ্ছে, অন্য কোন টিউনে কথা হবে। সবাই সুস্থ থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

 

Full Credit Error

যে কোন ডিজাইনের WordPress, Php, Zomlar অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন।

যোগাযোগব্যবস্থা : 01758143289

5 thoughts on "ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার কারণ !!! এবং কিভাবে সাসপেন্ড হয়ে যাওয়া চ্যানেল ফিরিয়ে আনবেন How to Recover Suspended Terminated By Error"

  1. Md Khalid Author says:
    bollei to hobena baia egulo niyei youtube, khali BD er amra kichu korle joto ruls proyog (ami korina eshob)
  2. Md Khalid Author says:
    1000 subscriber needed for my channel
    1. Rafisarkar Contributor says:
      Inbox me
    2. Md Khalid Author says:
      inbox dewar system nai ekhanem khoros koto lagbe tai bolen agee
  3. Emrus Legend Author says:
    আমার চ্যানেল ব্যান করা হয়েছে।
    এখন পুনরায় ফেরত পাওয়া যাবে কি?

Leave a Reply