আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন , আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আমি টেকনোলোজি সম্পর্কে তেমন জানি না তাই জানার জন্য ট্রিকবিডি-তে আমার আসা।
আমি সাধারণত অনলাইনে বিটকয়েন নিয়ে বেশি ঘাটা ঘাটি করি তাই আজ আপনাদের সাথে বিটকয়েন নিয়ে কিছু কথা বলবো এর মধ্যে অনেকেই জয়তো জানি না বিটকয়েন কি তাই একটু জেনে নিন।
বিটকয়েন কি? :
সহজ ভাষায় বিটকয়েন একটি অনলাইন মুদ্রা যা ধরা যায় না স্পর্শ ও করা যায় না কিন্তু আপনি সহজেই তা একে অন্যের বিটকয়েন ওয়ালেটে লেন-দেন করতে পারবেন।
বিটকয়েন ওয়ালেট কি:
যেখানে আপনার বিটকয়েন গুলো জমা হবে ওটাই আপনার বিটকয়েন ওয়ালেট। আপনরা জনপ্রিয় বিটকয়েন ওয়ালেট হলো CoinBase.Com এ ছাড়াও অনেক আছে কিন্তু আমার কাছে এটা সবচেয়ে ভালো।
প্রয়োজনে আপনরা বিটকয়েন বিকাশ ও রিচার্জের মাধ্যমে ক্যাশ করতে পারেন।
বিটকয়েন বিকাশ করতে আপনার Robik.In ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো সার্ভিস দেয়।
আশা করি নতুনদের কিছু বুঝাতে পেরেছি এখন আসল কথায় আসা যাক
যারা অনলাইন বিটকয়েন নিয়ে কাজ করছেন তারা তো জানে বিটকয়েনের কত দাম আর দিন দিন বিটকয়েনের দাম বাড়ছে।
যারা বিটকয়েন কাজ করেন আমি তাদের বলছি বিটকয়েন সেল না করে জমা করুন ভবিষতে এর দাম কত হবে তা জানা মুশকিল কিন্তু আরোও বাড়বে গারান্টি দিচ্ছি তাই বলছি যত পারেন বিটিসি জমা করেন।
কিভাবে বিটকয়েন জমা করবেন:
1.প্রথমত আপনার নিয়ত ঠিক করুন তারপর যারা কয়েনবেজ ব্যবহার করেন তারা নতুন একটি বিটকয়েন ওয়ালেট আক্যাউন্ট খুলুন।
2. ধরি আপনি একটা সাইট থেকে প্রতিদিন এক ডলার পেমেন্ট পান তাহলে আপনি প্রতিদিন আপনার ১$ এর 0.50$ বা আপনার ইচ্ছা মতো বিটকয়েন সেভ করবেন।
3. আপনার সেভ করা ০.৫০$ আপনার ঐ নতুন ওয়ালেট সেন্ট করে রেখে দিন তারপর ভুলে যাবেন আপনার ০.৫০$ ছিল এ ডলার সেল করবেন না ওটায় আপনার ভবিষত হতে পারে।
এভাবে মাস শেষে দেখবেন আপনার ভালো পরিমাণ বিটিসি জমা হয়েছে।
আশা করি আপনাদের আমি বুঝাতে পেরেছি।
কোন ভুল-ত্রুটি থাকলে ধরে দিবেন ও মাফ করবেন।
আপনাদের অনুমতি থাকলে পরের পোস্ট বিটকয়েন ইনকামের সাইট নিয়ে করব আর না অনুমতি পাইলে করবো না।
ধন্যবাদ,
ট্রিকবিডি টিম
এ ভাবে করলে পেয়ে যাবেন।