আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ট্রিকবিডির সঙ্গে ভালই আছেন।

প্রথমেই আমি দুই জন অথরের কাছ থেকে ক্ষমাপ্রার্থী যাদের ইসলামিক পোস্টে গতকাল আমি কমেন্ট করেছিলাম। আমি সত্যিই দুঃখিত ভাই।?

গত কয়েকদিনে আমি Microworkers নিয়ে দুইটা পোস্ট করছি। আমি পোস্টে সম্পুর্ন স্ক্রিনশট ও ভিডিও সহ সব কিছু বিস্তারিত দিয়েছিলাম তবুও আপনারা অনেকেই বুঝতে পারেন নাই!

আবার অনেকে ইংরেজি ভাল না বোঝার কারনে কাজ করতে পারেন নাই আবার কেউবা আডমিশন টেস্ট এ পাস করতে পারেন নাই। আর অনেকে তো আকাউন্ট খুলতেই পারেন নাই।

তো আমার আগের পোস্ট অনুযায়ী যারা কাজ করেও আয় করতে পারেন নাই তাদের জন্যই আমি এই পোস্ট টা করলাম।

এতে আকাউন্ট খোলার ঝামেলা নাই। আড্রেস ভারিফাই নাই। ইংরেজি দক্ষতার প্রয়োজন নাই আর কোন আডমিশন টেস্ট ও নাই।?

অনেক কিছুই তো বললাম। কিন্তু কাজটা কি সেটাই তো এখনো বলা হলো না।

হুম আজ আপনাদের যে কাজ টা শেখাব সেটি হলো Champ Cash

এক পোস্ট কতবার?


জানি সবার মাথাই প্রথমেই এই প্রশ্নটা আসছে যে “এক পোস্ট কতবার”। সবার মাথায় না আসলেও কিছু গুটিবাজ কন্ট্রিবিউটর এর মাথাই এই প্রশ্নটা ঠিকিই আসছে।


আপনাদের বলছি আপনারা আগে সম্পুর্ন পোস্ট টা পরবেন তার পরে না হয় গালি গালাজ করে বংশ পরিচয় দিয়েন।? যদিও এর আগে অনেকে এই নিয়ে বিস্তারিত পোস্ট করেছিলেন কিন্তু আমার কাছে তাদের পোস্ট গুলো সম্পুর্ন বলে মনে হয় নাই। তাই পোস্ট টা করতে বসলাম আর কি”

কত এমবি লাগবে প্রতিদিন আর এতো এমবি কোথায় পাব?


কাজটা করতে প্রতিদিন ৩০- ৪০ মেগাবাইট এর মতো লাগে। আর যারা Wi Fi ব্যবহার করেন তাদের তো কোন সমস্যাই নাই।

কিন্তু যারা এমবি কিনে ব্যবহার করবেন তাদের জন্য ফ্রিতে ফ্লেক্সি নেয়ার ব্যবস্থা করে দিচ্ছি।

ফ্রিতে ফ্লেক্সি নেয়ার জন্য ট্রিকবিডিতে প্রকাশিত এই দুইটি পোস্ট দেখুন আশা করি ফ্রিতে ফ্লেক্সি নিতে পারবেন।

Ring ID ব্যবহার করে এক ফোনেই একাধিক Account তৈরি করুন আর ফ্লেক্সি নিন হাজার হাজার টাকা। With payment+video proof

এইবার টাকা আয় করুন বাংলাদেশী App থেকে আর পেমেন্ট নিন বিকাশ, রকেট বা মোবাইল রিচার্জে। With Payment Proof

নিজের রেফার শেয়ারের ধান্দা?


অনেকের মাথাই এই প্রশ্নও জাগতে পারে। আর আমি এই লাইন ব্যবহার করলাম কারন অনেক পোস্টে গত কয়েকদিনে অনেকে এভাবেই কমেন্ট করছিল “রেফার বারানোর ধান্দা?”।

তাই আমি আগেই বলে দিচ্ছি যে রেফার বারানোর কোন ইচ্ছা আমার নাই। আপনারা আমার রেফার ব্যবহার না করলেও আমি আপনাদের সম্পুর্ন কাজ শেখাব ফেসবুকে ফোনে অথবা What’s app এ।

যদি কোথাও বুঝতে না পারেন পোস্টের নিচে দেয়া লিংক থেকে আমাকে ফেসবুকে মেসেজ করবেন। Champ cash লিখে আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর চাইলে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে- 01883971303

অনেক কথায় তো বললাম তো চলুন এবার কাজ শুরু করা যাক।

প্রথমে এখান থেকে Champ cash ডাউনলোড করে নিন।

এইবার আপনার নাম ইমেইল পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে আকাউন্ট খুলুন।





পরবর্তী পেজে রেফার কোড চাইবে আর রেফার না দিলে আকাউন্ট খুলতে পারবেন না। তাই চাইলে আমার রেফারটি ব্যবহার করতে পারেন।

আমার রেফার- 18835615

রেফার ব্যবহার করলে আপনার কোন ক্ষতি নাই আমার একটু লাভ হইত আর সকলে মিলে এক সাথে কাজ করতাম।

কিন্তু যদি আমার রেফার ব্যবহার না করেন তবেও আপনাক সকল প্রকার সাহায্য করব।

ভিডিও দেখে ও রেফার করে কিভাবে দিনে ৫ $ আয় করবেন তা পরবর্তী পোস্টে দেখাব।

এক পোস্টে লিখতে ভাল লাগছে না আর। কালকেই পরবর্তী পোস্ট করব ততো ক্ষন সাথেই থাকুন। ধন্যবাদ।

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

Leave a Reply