TrickBd.Com এর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি।আজকে আমি আউটসোর্সিং এর পর্ব নিয়ে হাজির হয়েছি?।
আউটসোর্সিং সম্পর্কে আমাদের সবারই কিঞ্চিত হলেও ধারণা আছে,,,,,,,সহজ কথাই বলা যাই,আউটসোর্সিং হচ্ছে অনলাইনে নির্দিষ্ট পরিমাণ কাজের ভিত্তিতে আয়।।।
আমি মাহবুব এলাহি সাইমন নিম্নে কিছু জনপ্রিয় আউটসোর্সিং সাইট নিয়ে আলোচনা করতেছিঃ
ওডেস্কঃ
ওডেস্ক ডট কম Odesk.com বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট (Freelancing Sites)। এখানে ঘন্টাপ্রতি এবং ফিড প্রাইস এ দুধরণের কাজ পাওয়া যায়। কাজের পেমেন্ট নিশ্চয়তা দেওয়া হয় ঘন্টাপ্রতি কাজ করলে। আর ফিড প্রাইসে অর্থপ্রাপ্তি নির্ভর করে আপনার নিয়োগকারীর উপর। নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবাই ওডেস্কের ঘন্টাপ্রতি কাজ রেকমেন্ড করেন।
ফ্রিল্যান্সারঃ
অনলাইনের সবচেয়ে বড় মার্কেটপ্লেস Freelancer.Com প্রতিষ্ঠানটি একদম শুরু থেকেই নানারকম প্রতিযোগিতার আয়োজন করে থাকে, আর এ প্রতিযোগিতার কারণেই হয়ত প্রতিষ্ঠানটির নাম শুনে থাকবেন আপনারা। সর্বশেষ এসইও অ্যান্ড রাইটিং প্রতিযোগিতায় ওয়ার্ল্ড চ্যা¤িপয়ন হয় বাংলাদেশি ডেভসটিম লিমিটেড। এই সাইটটিতে সব কাজই ফিড প্রাইস নির্ভর। ঘন্টাপ্রতি কাজের কোন সিস্টেম এখনো চালু হয়নি। এদের বিভিন্ন মেম্বারশীপ সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি টাকা খরচ করে বাড়তি সুবিধা ভোগ করতে পারেন।
ওডেস্ক এর মত Elance.Com আরেকটা জনপ্রিয় সাইট এবং এটাও ঘন্টাপ্রতি কাজে পেমেন্ট এর নিশ্চয়তা দেয়। বাড়তি সুবিধা হলো ফিড প্রাইজের কাজের ক্ষেত্রেও এরা পেমেন্ট গ্যরান্টি সুবিধা দেয় যেটাকে এস্ক্রো বলে। এখানেও ফ্রিল্যান্সারের মত মেম্বারশিপ সিস্টেম আছে।
গুরু ঃ
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উপরের তিনটা কোম্পানি ই বেশি জনপ্রিয়। এদিক থেকে গুরু ডট কম Guru.Com খুব একটা জনপ্রিয় নয়। তবে যেহেতু এখানে লোকজনও কম, সুতরাং নতুনরা চাইলে এখানে একবার চেষ্টা করে দেখতে পারেন! তবে নতুন করে এটাতে ঘন্টাপ্রতি কাজের সিস্টেম চালু করা হয়েছে যেখানে পেমেন্ট নিশ্চয়তা দেওয়া হয়। এছাড়াও আরো আছে, জুমলা ল্যান্সার এবং ফ্রিল্যান্সার সুইচ ইত্যাদি সাইটেও মোটামুটি ভাল মানের কাজ পাওয়া যায়।
ভাল থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন??
Tobe oDesk ta maybe upwork a pori noto.. !!!
ডোমেইন নেম কিন্তু এখনো দুটোই আছে,,,,
অনেক প্রতিষ্টান এই সবের কোর্স দেই,,,
সম্ভব হলে এই টপিক নিয়ে আরও লিখার চেষ্টা করব
এই সাইট টা ও জনপ্রিয় হতে পারে তবে আমার তেমন ধারণা নাই তাই বর্ণনা করি নাই””
কে বলছে সাপোর্ট করে না!!
আর এখন এর লেনদেন সিস্টেম পেপালও আসছে বাংলাদেশে!!!
তবুও তোমার কোন সন্দেহ থাকলে দেখে নিতে পার??
আশা করি বোঝতে পারছ??
তুমিই প্রথম বললা এই কথা।।।
এরকম টিউন টেকটিউন্স এ ডিটেইলসে নাই