কিছু কথা:-
আজকের পোষ্ট স্পেশালি,গেমারদের জন্য।
গেমাররা ট্রাই করে দেখতে পারেন।
গেমার না হলেও প্রবলেম নেই।
পোষ্ট ফলো করুন।
আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো,
যে সাইটে আপনি প্রশ্নের উত্তর দিয়ে ও হুইল ঘুরিয়ে ক্রেডিট ইনকাম করতে পারবেন
এবং সেই ক্রেডিট দিয়ে বিভিন্নরকম প্রাইজ নিতে পারবেন।
যেমন: পেনড্রাইভ,হাই কোয়ালিটি হেডফোন,গেমিং মাউস,কিবোর্ড,গেমিং ডিভাইস………ইত্যাদি।
তবে একটি কথা আগে থেকেই ক্লিয়ার করা ভালো,
এই সাইটের কোনো পেমেন্ট প্রুফ দেয়া আমার পক্ষে সম্ভব নয়।
কারণ,এটি হোম ডেলিভারি দেয়।
কোনো রিচার্জ/আর্নিং সাইট নয়।
তবে আপনার কোনো সন্দেহ থাকলে ফেইসবুক,গুগল,ইউটিউব ইত্যাদি তো আছেই।
সার্চ করে সত্যতা যাচাই করে নিন।
আর এতো ঝামেলায় যেতে ইচ্ছে না করলে পোষ্টের শুরুতেই ফলো না করার অনুরোধ রইলো।
তো,চলুন এবার মূলপর্বে…….।
মূলপর্ব:-
ধারণা:-
প্রথমেই এই সাইটের কাজ সম্পর্কে কিছুটা ধারণা দেয়া দরকার।
তা নাহলে আপনাদের কনফিউশন থেকেই যাবে।
এই সাইটে দেখবেন বেশি এড শো করে।
সুতরাং বুঝতেই পারছেন,তাদের আয়ের উৎস কি।
আর এই সাইটে আপনার মূল কাজ হবে,দিনে একবার করে ভাগ্যের চাকা ঘোরানো আর একটি করে প্রশ্নের উত্তর দেয়া।
যদি আপনি প্রশ্নের উত্তর দিতে সফল হন,তাহলে পাবেন প্রায় ১০ ক্রেডিট।
এটা প্রশ্নের মানের উপর নির্ভর করে।
আর ভাগ্যের চাকা মানে,কত পাবেন তার কোনো নির্দিষ্ট এমাউন্ট নেই।
প্রশ্নগুলো খুবই সহজ।
পিসি গেমার হলে অনেকগুলোই পারবেন।
না পারলে গুগলসার্চ করলেই হবে।
উইকিপিডিয়ায় এর সবগুলো প্রশ্নেরই উত্তর আছে।
একাউন্ট তৈরি:-
প্রথমেই এই লিংক-রেফার অথবা রেফার ছাড়া লিংক এ ক্লিক করে AvePrize সাইটে যান।
অবশ্যই ভালো কোনো ব্রাউজার ইউজ করবেন।
এন্ড্রয়েড হলে আমি Puffin Browser সাজেস্ট করবো।
পিসি হলে সবগুলো দিয়েই পারবেন।
সাইটে ঢুকার পর Register এ ক্লিক করুন।
এবার আপনি সবগুলো শূন্যস্থান সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
সঠিক তথ্য দেয়া আবশ্যক।
চাইলে ফেইসবুক দিয়েও রেজিস্টার করতে পারেন।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Mail,Password এবং সহজ ক্যাপচা পূরণ করে লগইন করুন।
এখন আপনাকে মেইন পেইজে নিয়ে যাওয়া হবে।
এখানে দেখতে পাবেন টপ বারে নিচের স্ক্রিনশটের মত কয়েকটা বাটন আছে।
বাটনগুলোতে ক্লিক করে বিভিন্ন সেকশনে ঢুকতে পারবেন।
যেমন:
১.”Dashboard” এটা হলো মেইন পেইজ।
সাইটে লগইন করার পর আপনাকে এই পেইজ ই দেখানো হয়।
২.”Quizzes” এ প্রতিদিন একটি করে সহজ কুইজ পাবেন।
যেগুলোর উত্তর দেয়াই আপনার প্রধান কাজ।
৩.”Tasks” এ থাকবে কিছু কাজ।
যেগুলো আপনাকে একাউন্ট ভেরিফাইয়ের জন্য করতে হবে।
এগুলো করলে আপনাকে পয়েন্ট/ক্রেডিট ও দেয়া হবে।
এগুলোও খুব সহজ হবে।
যেমন: ওদের Instagram একাউন্ট ফলো করতে হবে।
৪.”Roulette” হলো আপনার ভাগ্যের চাকা।
এখান থেকে যত পারেন লুট করে নেন।
কুইজের মত এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই।
তাই নিশ্চিত কিছু না কিছু পাবেনই।
তবে কুইজের মত এই সুযোগ ও দিনে একবার পাবেন।
৫.”Prizes” এ আছে তাদের দেয়া সকল প্রাইজের ডিটেইলস সহ লিস্ট।
এখান থেকে পয়েন্ট অনুসারে প্রাইজ অর্ডার করতে পারবেন।
৬.”Referrel” অপশনটির কাজ তো নিশ্চয় বুঝেন।
এখানে দুটি সুবিধে আছে।
(i)প্রতি রেফারে পাবেন ১০ ক্রেডিট করে।
(ii)যদি আপনার ৩০ টি এক্টিভ রেফার থাকে এবং প্রতিটি একাউন্ট এ কমপক্ষে ২০০ ক্রেডিট থাকে,তাহলে আপনার আইডি প্রমোট করা হবে।
তখন স্বাভাবিকের চেয়ে দ্বিগুন ইনকাম করতে পারবেন।
কিন্তু এই কাজটি যতটা সহজ মনে হচ্ছে,ঠিক ততটা সহজ নয়।
একটিভ রেফার পাওয়া দুষ্কর।
আর ফেইক রেফার হলেও আইডি ব্যান!
আশা করি আমার রেফারে আইডি খুলবেন।
যাতে আমি টেস্ট করতে পারি।
তাছাড়া,রেফারে একাউন্ট করলে তো কোনো সমস্যা নেই।
সব প্রসেস একই।
৭.”Help” এ কিছু কমন প্রবলেম এবং সল্যুশন দেয়া থাকবে।
যাতে কোনো প্রবলেম হলে করণীয় ঠিক করতে পারেন।
৮.”Game” এ কিছু গেইম দেখেছিলাম।
একদম নিম্নমানের হওয়ায় কখনো খেলে দেখিনি।
এমনিতেই দিনে ১০-২০ ক্রেডিট করে পাই।
তাই বেশি ঘাটাঘাটি করিনি।
৯.”Account” এ আপনার প্রোফাইল দেখতে এবং চাইলে ইডিট ও করতে পারবেন।
১০.”LogOut” কি তা আর বলার অপেক্ষা রাখেনা।
এগুলোই হলো টপ বারের কাজ।ছোটখাটো রিভিউ দিয়ে দিলাম।
আশা করি বুঝতে কোনো সমস্যা হবেনা।
কমন প্রবলেম:
বলতে গেলে সারাবছরই স্টক খালি থাকে।
ফলে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হওয়ার পরেও প্রাইজের অর্ডার করতে পারবেন না।
ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কখন স্টক পূর্ণ হয়।
এসংক্রান্ত খবরের জন্য AvePrize এরফেইসবুক পেইজফলো করতে পারেন।
রি-স্টকের পরেও আবার ঝামেলা।
ইউজার বেশি,কিন্তু প্রাইজ কম।
ফলে স্টক শুরুর আগেই শেষ হয়ে যায়।
তাই সবসময় শিকারি বেড়ালের মত ওত পেতে বসে থাকতে হবে।
স্টক পূর্ণ হলেই যাতে কালেক্ট করতে পারেন।
সবিশেষঃ
AvePrize ১০০% রিয়েল সাইট।
গুগল/ইউটিউবে প্রচুর আর্টিকেল ও ভিডিও পাবেন এই সাইট নিয়ে।
কিন্তু সাইটের প্রবলেম ঐ একটাই।
স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
সবকিছু ক্লিয়ার করেই জানিয়ে দিলাম।
আইডি খোলা না খোলা আপনাদের ব্যাপার।
এই পোষ্ট তিনমাস আগে লিখেছিলাম।
কিন্তু পোষ্ট করিনি।
কারণ,একজন কমেন্ট করে বলেছে আমি নাকি কোনোদিন কোনো কাজের পোষ্ট করিনি।
আমি যেহেতু কিছুই জানিনা,সেহেতু আমি আর আপনাদের কি সাহায্য করবো!
বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।
“ধন্যবাদ”
facebook: facebook.com/thefahim360
তবে আমার পোষ্টে স্প্যাম করেছে।
আমি এমনিতেই রিপোর্ট করতাম।
ধন্যবাদ সাপোর্ট টিম।