বর্তমানে বাংলাদেশের হাজারো তরুনেরা সপ্ন দেখছে ইউটিউবে। ২০১৭ সালের নবেম্বর-ডিসেম্বর মাসে অনেকের 10k ভিউ থাকা সত্তেও মনিটেজশন অন হয়নাই। অনেকেই ভেবেছেন ইউটিউব এ সমস্যার কারনে এ ধরনের প্রব্লেম হচ্ছে। আবার অনেকে ভেবেছে ১৮ সালে ঠিক হয়ে যাবে। ২০১৮ সালেই নতুন দুঃ সংবাদ নিয়ে এলো ইউটিউব। দুঃ সংবাদ টি হলো : শুধু ১০০০০ ভিউ থাকলেই হবে না। থাকতে হবে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ১ হাজার সাব তাও আবার ১ বছরের ভেতর। এ খবর শুনে অনেকে ইউটিউব থেকে আজই বিদায় নিছে।
ইউটিউবের বার্তা থেকে বোঝা যায়, ইনকামের ধান্দা বাদ দিয়ে মন দিয়ে কাজ করে যেতে হবে। মনো বল হারালে চলবে না। মান সন্মত ভিডিও তৈরি করতে হবে। একদিন না একদিন সফলতা আসবেই।
চিত্র: ইউটিউব বার্তা | ফেজবুক থেকে সংগ্রহ
এছাড়া ইউটিউব এর ব্লগ থেকে দেখতে পারেন।
https://youtube-creators.googleblog.com
আমিও আপনাদের মত নতুন ইউটিউবার সময় পেলে আমার চেনেল থেকে ঘুরে আসবেন।
কাজ শুরু করবো ভাবচিলাম ২০১৮ সাল থেকে কিন্তু একন তো আর হবে না।
কেও আমাকে বলেন একন কি আমার এই চ্যানেল টা বাদ দিয়ে নতুন আরেকটা চৃ্রালেন খুলে কাজ করতে হবে নাকি অন্য কোনো উপাই আচে?
কেও বলেন একন কিকরবো
I’m also New YouTuber,,,
এর জন্য একটা 5k+ youtuber Fb গ্রুপ বানাতে পারলে ভালো হতো,, ??
সবাই সবার হেল্প করতো,, Views + Subscribe
But it’s impossible
ধান্দাবাজদের ধান্দাবাজি বন্ধ হচ্ছে।।
আমাদের রিয়েল কন্টেন্ট ক্রেটরদের দিন আসছে ইনশাল্লাহ।।।
আমার তো মনে হয় না