আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।
গত পর্বে আলোচনা করে ছিলাম ক্রিপ্টো ট্রেডিং কি সে সম্পর্কে। সেইসাথে কিভাবে বিনান্সে একাউন্ট খুলবেন সেটা সম্পর্কেও আলোচনা করেছিলাম। আপনি যদি গত পর্বটি না পরে থাকেন তাহলে এখান থেকে পরে নিতে পারেন।
এবার আসি আজকের পর্বে
কিভাবে বিনান্সে ট্রেড দিবেন?
শুরুতেই ট্রেড দেওয়ার আগে মার্কেট সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন তাই আজকের পর্ব মার্কেট পরিচিতি নিয়ে।
প্রথমে আপনার বিনান্স একাউন্ট এ লগিন করুন। লগিন করতে অনেকের সমস্যা হতে পারে তাই লগিন করার জন্য প্রথমে নিচের ছবিতে মার্ক করা যায়গায় ক্লিক করবেন তারপর লগিন করবেন।
লগিন করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ২ স্টেপ ভেরিফিকেশন চালু করা। ২ স্টেপ ভেরিফিকেশন চালু করা ব্যাতিত আপনি মার্কেট এ ডিপোজিট বা ট্রেডিং করতে পারবেন না। তাছারাও আপনার একাউন্ট এর নিরাপত্তার জন্য ২ স্টেপ ভেরিফিকেশন চালু করাটা অত্যান্ত জরুরী। ২ স্টেপ ভেরিফিকেশন চালু করতে একাউন্ট এ লগিন করার পর নিচের ছবির মত SMS Authentication, Google Authentication দেখতে পাবেন এই ২ টা অপশন এনাবল করে দিন।
Google Authentication কি কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানলে আমার আগে করা এই পোস্টটি দেখতে পারেন এখানে Google Authentication সম্পর্কে বিস্তারিত বলা আছে । আর SMS Authentication আপনারা নিজেরাই পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার ফোন এ একটা কোড আসবে সেই কোডটা সাবমিট করলেই আপনার SMS Authentication চালু হয়ে যাবে।
এবার আসি মার্কেট এ কিভাবে ডিপোজিট করবেন?
ডিপোজিট করতে প্রথমে লগিন করে ড্যাসবোর্ড থেকে Funds এ ক্লিক করে ব্যালান্স অপশন এ যান
ব্যালান্স অপশন এ যাওয়ার পর নিচের মত পেজ দেখতে পাবেন
এখানে দেখুন অনেকগুলো কয়েন আছে এই কয়েনগুলোর মধ্যে আপনি যেই কয়েনটি ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করুন। যেমন যদি বিটকয়েন ডিপোজিট করতে চান তাহলে বিটকয়েন এর পাশের ডিপোজিট অপশন এ ক্লিক করুন।
ডিপোজিট অপশন এ ক্লিক করলে নিচের মতো পেজ দেখতে পাবেন এখানে যেই এড্রেসটি মার্ক করা রয়েছে সেই এড্রেসটিতে বিটকয়েন পাঠালে আমার একাউন্ট এ ডিপোজিট হয়ে যাবে আর এই ডিপোজিট কমপ্লিট হলে ১ চিহ্নিত পাশের কলামে ডিপোজিটটি দেখতে পারবেন যেমন আমার ২ টা ডিপোজিট কমপ্লিট দেখাচ্ছে। এভাবে আপনি যেই কয়েনটি ডিপোজিট করতে চান তার পাশের ডিপোজিট অপশন এ ক্লিক করলে আপনার ডিপোজিট এড্রেসটি দেখতে পারবেন।
এবার আসি মার্কেট সেকশন এ প্রথমে উপরের মেনু থেকে Exchange এ ক্লিক করে Basic সিলেক্ট করবেন।
তাহলে সমস্ত কয়েন এর মার্কেট পিয়ার দেখতে পারবেন। এখান থেকে যেই কয়েনটাতে আপনি ট্রেড দিতে চান সেটা সিলেক্ট করুন যেমন আমি এখানে BTG সিলেক্ট করেছি। কয়েন সিলেক্ট করলে নিচের মতো মার্কেট পেজ ওপেন হবে এই পেজটী ভালোভাবে দেখুন ট্রেডিং এর জন্য এই পেজটি বোঝা খুবই জরুরী।
এখানে দেখুন একেবারে উপরে
Last Priceঃ কয়েন এর বর্তমান দাম দেখাই
24h Changeঃ ২৪ ঘন্টায় কয়েন এর দাম কতটা কমা-বাড়া করছে সেটা দেখাই
24h Low ২৪ঃ ঘন্টায় কয়েন এর দাম সর্বনিম্ন কত কমছে তা দেখাই
24h Highঃ ২৪ ঘন্টায় কয়েন এর দাম সর্বোচ্চ কত বাড়ছে তা দেখাই
24h Volumeঃ ২৪ ঘন্টায় কি পরিমান কয়েন ট্রেড হয়েছে তা দেখাই
1. Market Pearঃ মার্কেট পিয়ারটা হলো প্রাইমারি কয়েন যেমন BTC BNB ETH USDT এইগুলা হলো প্রাথমিক কয়েন প্রত্যেক কয়েন এর আলাদা আলাদা মার্কেট রয়েছে BTC এর জন্য XRP/BTC, BTG/BTC, NEO/BTC ইত্যাদি তেমনি ETH এর জন্য XRP/ETH, BTG/ETH, NEO/ETH ইত্যাদি তেমনি BNB USDT এর ক্ষেত্রেও তাই।
2. Marketঃ এই সেকশন এ এভেইলেবল মার্কেট এর লিস্ট দেখাই এখান থেকে আপনি এক কয়েন থেকে অন্য কয়েন এর মার্কেট এ যেতে পারেন।
3. Price Graphঃ এখানে কয়েন প্রাইস কিরকম কমা বারা করছে তা দেখাই।
4. Sell Orderঃ এই সেকশন এ আরো অন্যান্য ট্রেডার যারা কয়েন বিক্রির জন্য অর্ডার প্লেস করছে তা দেখাই।
5. Buy Orderঃ এই সেকশন এ আরো অন্যান্য ট্রেডার যারা কয়েন কেনার জন্য অর্ডার প্লেস করছে তা দেখাই।
6. Buy Optionঃ এই অপশন থেকে আপনার কয়েন বিক্রির জন্য অর্ডার প্লেস করতে পারবেন।
7. Sell Optionঃ এই অপশন থেকে আপনি কয়েন কেনার জন্য অর্ডার প্লেস করতে পারব…
8. Trade Historyঃ এই অপশন এ যেসকল অর্ডারগুলো ফুলফিলড হয়ে গেছে তার হিস্টোরি দেখায়
আজকে তাহলে এই পর্যন্তই আগামি পর্বে দেখাবো কিভাবে কয়েন বাই/সেল অর্ডার দিতে হয়
8 thoughts on "জেনে নিন ক্রিপ্টোট্রেডিং কি? এবং কিভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে ইনকাম করবেন পর্ব-২।"