আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
যারা আমার এখনো পূর্বের দুইটি পোস্ট দেখেননি, তারা দয়া করে এখান থেকে দেখে নিনঃ
আপনার অনেকেই আমার করা পোস্ট থেকে ByteHub স্পীনার ব্যবহার করে আর্ন করছেন। অনেকেই হয়তো ইথিনিয়াম এর পাশাপাশি BTC/CMT/ZRX/BHT/BAT পেয়ে থাকবেন, যেগুলার উইথড্র করতে বহু সংখ্যাক কয়েন লাগে অথবা কিছু কিছু কয়েনের একদমই ভ্যালু নেই। বিশেষ করে Zrx টোকেনের একদমই ভ্যালু নেই। আর বিটকয়েন উইথড্র করতে লাগে ০.০১ সাতোশী, যা জমাতে জমাতে অনেক সময় চলে যায়। এইক্ষেত্রে কি করা উচিত?
আমি পরামর্শ দিবো আপনারা উক্ত কয়েন গুলা বাই-সেল করে ইথিনিয়াম কিনে নেন। ইথিনিয়াম ০.০৫ হলেই উইথড্র করা যায়।।
কিভাবে কয়েন সেল করব
প্রথমে বাইটহাবে যান। মূল স্ক্রিণের নিচে “Exchange” এ ক্লিক করুন।
তার উপর থেকে যে কয়েন সেল করে ETH নিবেন সেটা সিলেক্ট করুন, উদাহরণস্বরূপঃ CMT/ETH
এইবার “Sell” এ ক্লিক করুন
মার্কেটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন, “Available” লেখা। ওটা “100%” করে দিন।
তারপর “Sell CMT/BAT/ZRX” এ ক্লিক করুন।
এইবার পাসওয়ার্ড দিয়ে “কনফার্ম” করুন।
আবার, বিটকয়েন থেকে ইথিনিয়ামে এক্সচ্যাঞ্জ করার ক্ষেত্রেঃ
যদি বিটকয়েন থেকে ইথিনিয়াম নিতে চান, ETH/BTC সিলেক্ট করে “Buy” এ ক্লিক করবেন।
মার্কেটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন, “Available” লেখা। ওটা “100%” করে দিন।
তারপর “Buy ETH” এ ক্লিক করুন।
এইবার পাসওয়ার্ড দিয়ে “কনফার্ম” করুন।
দেখবেন সাথে সাথে আপনার কয়েনগুলা এক্সচেঞ্জ হইয়ে ইথিনিয়াম এর সাথে যুক্ত হইয়ে গেছে।
ধন্যবাদ।
পরবর্তী পোস্ট পেতে সাথেই থাকুন।
18 thoughts on "(আপডেট-৩) দেখে নিন কি করে ByteHub’এ কয়েন এক্সচ্যাঞ্জ করে বেশি বেশি ইনকাম করা যায়"