আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন,আসা করি ভালো।

আজকে আপনাদের মাজে Graphic Design নিয়ে পোস্ট করতে বসে গেলাম।আসলে আমি আপনাদের Graphic Design শেখানোর জন্য পোস্ট করিনি আপনাদের এ সম্পর্কে বিস্তারিত জানাতে এসেছি।আসলে Graphic Design কিন্তু পোস্ট করে শেখানোর কিছু নেই।আর আপনি ১ দিনে Graphic Design শিখতে পারবেন না।আসলে বর্তমান সময়ে অনলাইনে যতো মার্কেটিং আসে তার মধ্যে Graphic Design অন্যতম।Graphic Design শিখতে আপনাকে কোনও না কোনও কোর্স শিখতে হবে।সেটা ১-২ মাস হোল বা তার বেশি,আর এটা শিখতে হলে আপনার মনোবল সতেজ থাকতে হবে।আর যে কয় মাস এটা শিখবেন,ভালো ভাবে শিখবেন যাতে কখনো এটা না ভোলেন।আপনি একবার যদি Graphic Design শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার অনলাইনে তৈরি করতে পারবেন।একটা যেকোনো কাজ পারলে কাজের কোনও অভাব হয়না।Graphic Design শিখে গেলে আপনার মাসে খুব সহজে ৫০০$ ইনকাম কর‍তে পারবেন।আর ডলারের দিকে তাকিয়ে থাকবেন না যে আমি এতো ডলার ইনকাম করবো বরং কাজে মন দিবেন।যে বেশি ডলারের পিছে ছোটে সে সামনে কিছুই করতে পারবে না।আমরা যদি Fiverr এ যাই তাহলে Graphic Design এর কাজের অভাব নাই।

আর শুধু Fiverr নয় অনলাইনে মার্কেট প্লেসের কোন অভাব নাই সেগুলো Fiverr এর মতোই।আর এখানে প্রতিটি কাজের রেট দেখুন।এ রকম অনেক কাজ পেয়ে যাবেন।

আপনি যতো ভালো করে কাজ শিখবেন ততো বেশি কাজ পাবেন।আজ বেশি কিছু লিখলাম না এমনিতেই পিসি দিয়ে লিখেছি আর আমি এমনেই বিজি মানুষ।আজকের পোস্ট এখানেই সমাপ্ত।

যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

imo:-01707803937

5 thoughts on "Graphic Design শিখুন,অনলাইনে ক্যারিয়ার তৈরি করুন পার্ট-১"

    1. Trickbd Boy Author Post Creator says:
      Tnx
  1. suhag Rana Author says:
    ট্রিক বিডি টা পুরা বস্তি হয়ে গেছে অলরেডি আমি ফাইভার আর্নিং প্রুফ সহ পোস্ট করেছি আর আপনি আজাইরা পেচাল দিয়ে নিচে একটা নাম্বার দিয়ে দিছেন ???
    1. Trickbd Boy Author Post Creator says:
      Apni asolei pagol joto sob.apnader jonno keu post korte agrohi hoy na???

Leave a Reply